পাতা:প্রবাসী (চতুর্বিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৪৫০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৪ অক্টোবর লিপি হে ধরণী, কেন প্রতিদিন তৃপ্তিহীন একই লিপি পড়ে ফিরে ফিরে ? প্রত্যুষে গোপনে ধীরে ধীরে আঁধারের খুলিয়া পেটিকা, স্বর্ণবর্ণে লিখা প্রভাতের মৰ্ম্মবাণী বক্ষে টেনে আনি’ গুঞ্জরিয়া কত স্বরে আবৃত্তি করে যে মুগ্ধ মনে ॥ বহুযুগ হয়ে গেল কোন শুভক্ষণে বাম্পের গুণ্ঠনখানি প্রথম পড়িল যবে খুলে', আকাশে চাহিলে মুখ তুলে । অমর জ্যোতির মূৰ্ত্তি দেখা দিল আঁখির সম্মুখে। রোমাঞ্চিত বুকে পরম বিস্ময় তব জাগিল তখনি । নিঃশব্দ বরণ-মন্ত্রধ্বনি উচ্ছসিল পৰ্ব্বতের শিখরে শিখরে। কলোল্লাসে উদেঘাষিল নৃত্যমত্ত সাগরে সাগরে জয়, জয়, জয় । ঝঙ্কা তার বন্ধ টুটে’ ছুটে ছুটে কয় “জাগ রে, জাগ রে,* বনে বনান্তরে প্রথম সে দর্শনের অসীম বিস্ময় এখনো যে কাপে বক্ষোময় । তলে তলে আন্দোলিয়া উঠে তব ধুলি, তৃণে তৃণে কণ্ঠ তুলি উদ্ধে চেয়ে কয়— জয়, জয়, জয় ।