পাতা:প্রবাসী (চতুর্বিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৪৫১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

89 R. - প্রবাসী—মাঘ, ১৩৩১ [ २8° छांश, २ग्न थe সে বিস্ময় পুষ্পে পর্ণে গন্ধে বর্ণে ফেটে ফেটে পড়ে ; প্রাণের ঘরস্ত বড়ে, রূপের উন্মত্ত নৃত্যে, বিশ্বময় ছড়ায় দক্ষিণে বামে স্বজন প্রলয় ; সে বিস্ময় মুখে দুঃখে গজ্জি’ উঠি কয়,— জয়, জয়, জয় ॥ তোমাদের মাঝখানে আকাশ অনন্ত ব্যবধান ; উৰ্দ্ধ হ’তে তাই নামে গান। চির-বিরহের নীল পত্ৰখানি পরে তাই লিপি লেখা হয় অগ্নির অক্ষরে । বক্ষে তা’রে রাখে, শু্যাম আচ্ছাদনে ঢাকো ; বাক্যগুলি পুষ্পদলে রেখে দাও তুলি’,— মধুবিন্দু হয়ে থাকে নিভৃত গোপনে ; পদ্মের রেণুর মাঝে গন্ধের স্বপনে বন্দী করে তা’রে ; তরুণীর প্রেমাবিষ্ট আঁখির ঘনিষ্ঠ অন্ধকারে রাখে। তা’রে ভরি’ ; সিন্ধুর কল্লোলে মিলি’, নারিকেল পল্লবে মৰ্ম্মরি, সে বাণী ধ্বনিতে থাকে তোমার অন্তরে ; মধ্যাহ্নে শোনো সে বাণী অরণ্যের নির্জন নিঝরে ॥ রহিণী, সে-লিপির যে-উত্তর লিখিতে উন্মনা আজো তাহা সাঙ্গ হইল না । যুগে যুগে বারম্বার লিখে লিখে বারম্বার মুছে ফেল ; তাই দিকে দিকে সে ছিন্ন কথার চিহ্ন পুঞ্জ হয়ে থাকে।