পাতা:প্রবাসী (চতুর্বিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৪৬১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

খেলা সন্ধ্যেবেলায় এ কোন খেলায় করলে নিমন্ত্রণ, 輸 ওগো খেলার সার্থী ? হঠাৎ কেন চমকে তোলে শূন্ত এ প্রাঙ্গণ রঙীন শিখার বাতি ? কোন সে ভোরের রঙের খেয়াল কোন আলোতে ঢেকে সমস্ত দিন বুকের তলায় লুকিয়ে দিলে রেখে, অরুণ আভাস ছানিয়ে নিয়ে পদ্মবনের থেকে রাঙিয়ে দিলে রাতি ? উদয় ছবি শেষ হবে কি অস্ত-সোনায় একে জালিয়ে সাঝের বাতি ॥ হারিয়ে-ফেল' বঁাশি আমার পালিয়েছিল বুঝি লুকোচুরির ছলে ? বনের পরে আবার তারে কোথায় পেলে খুজি শুকনো পাতার তলে ? যে-মুর তুমি শিখিয়েছিলে বসে’ আমার পাশে সকাল বেলায় বটের তলায় শিশির-ভেজা ঘাসে, সে আজ উঠে হঠাৎ বেজে বুকের দীর্ঘশ্বাসে, উছল চোখের জলে,— কাপত যে-মুর ক্ষণে ক্ষণে হ্রস্ত বাতাসে শুকৃনে পাতার তলে ।