পাতা:প্রবাসী (চতুর্বিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৪৬২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৪র্থ সংখ্যা . খেলা ৷ 880 মোর প্রভাতের খেলার সার্থী আনত ভরে সাজি সোনার চাপা ফুলে। অন্ধকারে গন্ধ তারি ঐ যে আসে আজি এ কি পথের ভুলে ? বন-বীথির তলে তলে আজ কি নতুন বেশে সেই খেলাতেই ডাকৃতে এল আবার ফিরে এসে ? সেই সাজি তার দখিন হাতে, তেমনি আকুল কেশে চাপার গুচ্ছ ছলে । 勘 সেই অজানা হ’তে আসে এই অজানার দেশে এ কি পথের ভুলে ॥ আমার কাছে কি চাও তুমি, ওগো খেলার গুরু, কেমন খেলার ধারা ? চাও কি তুমি যেমন করে’ হ’ল দিনের স্বরু, তেমনি হবে সারা ? সেদিন ভোরে দেখেছিলেম প্রথম জেগে উঠে? নিরুদ্দেশের পাগল হাওয়ায় আগল গেছে টুটে, কাজ-ভোলা সব ক্ষ্যাপার দলে তেমনি আবার জুটে” করবে দিশেহারা । স্বপন-মৃগ ছুটিয়ে দিয়ে পিছনে তার ছুটে” তেমনি হ’ব সারা ॥ বাধা পথের বাধন মেনে চলতি কাজের স্রোতে চলতে দেবে নাকো ? সন্ধ্যাবেলায় জোনাক-জ্বালা বনের অণধার হ’তে - তাই কি আমায় ডাকো ? সকল চিন্তা উধাও করে অকারণের টানে, অবুঝ ব্যথার চঞ্চলত জাগিয়ে দিয়ে প্রাণে, থর্থরিয়ে কঁাপিয়ে বাতাস ছুটির গানে গানে দাড়িয়ে কোথায় থাকো ? ন-জেনে পথ পড়ব তোমার বুকেরি মাঝখানে তাই আমারে ডাকো ॥