পাতা:প্রবাসী (চতুর্বিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৪৭৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ઇંહજી রামকে সম্মত করিতে না পারিয়া সেদিনকার মতো চলির び芥司 I 牵 শারীরিক অনিয়ম ও নানারকম চিন্তার ফলে কয়েক দিনের মধ্যেই নিধিরাম অস্বস্থ হইয়া পড়িল । প্রথম দুইদিন সামান্ত জর বলিয়া গ্রাহ না করিয়া নিধিরাম যথারীতি স্নানাহার করিল। কিন্তু তৃতীয় দিনে জর প্রবল হইয়া দাড়াইল। সারাদিন নিধিরাম জরের ঘোরে অচেতন হইয়া রহিল। অনেক রাত্রে জরের বেগ কমিলে যখন তাহার সংজ্ঞা ফিরিল, ক্ষুধা-তৃষ্ণায় তখন তাহার ছাতি ফাটিয়া যাইতেছিল। জরের মানি ও অনাহারে শরীর এমন অবসর হইয়া পড়িয়াছিল যে, উঠিবার শক্তি তাহার ছিল না। শিয়রে এক ঘটি জল ছিল, হাংড়াইয়া দেখিল, কোন সময়ে তাহ খালি হইয়া গিয়াছে। বিছানায় পড়িয়া যন্ত্রণায় সে ছট্‌ফট্‌ করিতে লাগিল । গভীর রাত্রে জমিদার-বাড়ীর বরকন্দাজ শিউশরণ মিশির, মহাল হইতে একটা জরুরী খবর লইয়া সদরে ফিরিতেছিল, অত রাত্রে নিধিরামের কাতরকষ্ঠ শুনিয়া ব্যাপার কি জানিতে গেল। 龜 “এ নিধিরাম, নিধিরাম, আরে চিল্লাতেহো কাহে ?” ক্ষীণ করুণ-কণ্ঠে নিধিরাম জিজ্ঞাসা করিল—“কে ?” “च्यांtब्र, झांभि ७, भित्रिब्रडौ श्रां८छ् ।” “মিশিরজী, একটু জল খাওয়াতে ধদি, তেষ্টায় মালাম शांणां- * নিধিরামের অবস্থা দেখিয়া ও সারাদিন অনাহারে আছে শুনিয়া মিশিরঞ্জীর বড় দয়া হইল, সে এক লোটা জল ও কোথা হইতে কিছু মুড়ি সংগ্ৰহ করিয়া দিয়া গেল । খবর পাইয়া পরদিন রসিক আসিয়া হাজির হইল। দুঃখ করিয়া কহিতে লাগিল—“সকালে মিশিরজীর কাছে শুনলাম যে, কাল স্থপুর রাত্রে নাকি গলা শুকিয়ে মারা যাচ্ছিলে । তুমি ত আমার কথা শুনবে না দাদা-কিন্তু মাস-খানেক যদি এমুনি বিছানায় পড়ে থাকে, তা হ’লে বলো ত একবার কি অবস্থাটা হয় ? আমরা হাজার হ'লেও পর, একদিন, দুইদিন, না হয় তিন দিনই তোমার অসময়ে করলাম, কিন্তু রোক্ষ-রোজ পরে কি পরের জন্য মাথা ব্যথা প্রবাসী-মাঘ, ১৩৩১ | ভাৰ্গ, ২য় খণ্ড করে ? অার ভাবে দেখি, কাল মিশিরজী যদি ७हे ग्रंथ দিয়ে না যেত, তা হ’লে কি হ’ত ?" | ছলছল-চোখে বুলিকের হাত দুইখানি ধরিয়া নিধিরাম কহিল,-"এবার ভাই আমাকে বাচ, তুই যা বলিস डाँ३ শুনব।” পথ্যাদি খাইয়া একটু স্বস্থ হইলে রসিক বলিল,— "সেদিনও তোমার জন্য নূতন-গায় গিয়েছিলাম। তাকে আনবার জন্তে অনেক চেষ্টা করলাম, কিন্তু সে বললে, कि দাদা যে, তুমি ত আমাকে রোজ নিতে চাও, কিন্তু যার কাছে থাকুব, সে ত একবারও আসে না। একটাবার যদি তুমি একটু যাও— ” 戟 播 鬱 事 অস্থখ সারিয়া গেলে কয়েকদিন পরে निक्षिद्वीम् ङिशिब्रि। বাপের আমলের ছেড়া ছাতাটা বগলে করিয়াময়লা চাদরখানা কাধের উপর ফেলিয়া, খেয়া-ঘাটে আসিয়া উপস্থিত হইল। নিতাই পার্টুনী জিজ্ঞাসা করিল “কোথায় যাও নিধিরাম ?” খেয়া-নৌকার উপর পা দিতে-দিতে নিধিরাম কহিল "একটু ওপারে যেতে হবে ভাই-এই নূতনअँोहम्न ।' সকালে ঘোষেদের নূতন চণ্ডী-মণ্ডপে তখন আসর জমুকাইয় উঠে নাই, তখনও গ্রাম্য দুয়ুখগণ অকাজের স্বত কাজ আলস্যের সহস্ৰ সঞ্চয়ের উৎস’-নব-নব সংগৃহীত সংবাদসহ উপস্থিত হন নাই—তখনও গ্রাম্য মহাসমিতির পরচর্চারূপ দৈনন্দিন মহাকাৰ্য আরম্ভ হয় নাই, শুধু শিরোমণি মহাশয় এক বসিয়া তামাক টানিতেছিলেন। এমন সময় নিধিরাম মণ্ডল সেই পথ দিয়া কোথায় যাইতেছিল, শিরোমণি মহাশয়কে দেখিয়া সে গলবস্ত্র হইয় প্রণাম করিল। স্থক হইতে মুখটি তুলিয়া শিরোমণি মহাশয় বলিলেন—“ভালো আছিল ত রে নিধে ?” “জাঙ্গে, ভালো আর কই ? কোনোরকমে আপনাদের আশীৰ্ব্বাদে বেঁচে আছি,” বলিয়া নিধিরাম চলিয়া যাইতেছিল, হঠাৎ খমুৰিয়া দাড়াইয়া কয়েক মুহূৰ্ত্ত কি চিত্ত৷ করিল, তার পর ফিরিয়া আসিয়া একটু এদিক-ওদিকৃ. চাহিয়া নিধিরাম কছিল,—“একটা কথা জিজ্ঞাসা কৰুন্ধ কর্তা-ঠাকুর *ি