পাতা:প্রবাসী (চতুর্বিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৪৮৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8vgନ୍ତି একটি বাৎসরিক মিছিলকে আপন করিয়া লইতে পারিয়াছিল, উহা কিছুই আশ্চর্য্যের বিষয় নহে। পুরাতন• রাজপুতানায় রাজাদের এতদনুরূপ একটি পৰ্ব্বদিন ছিল কি না আমরা জানি না। তবে প্রজাদের মনে নিজেদের अत्रांडरज्ञाव्र छांद किडू छांश्राद्देवाब्र छछ cश्रारब्रांथों উপত্যকার রাজপুত রাজারা যে নেওয়ার রাজায় পৰ্ব্বটির সম্পূর্ণ অনুকরণ করিয়াছিল উহা নিঃসন্দেহে বলা যাইতে পারে । দ্বিতীয়তঃ, নেওয়ার রাজাদের মিছিলটি শুধু আড়ম্বরপূর্ণ ছিল। রাজা স্বয়ং সেদিন বাহির হইতেন। তাহার সঙ্গে হাতী ঘোড়া এবং স্বন্দর-স্বন্দর দর্শনীয় জিনিষ ও দুগু প্রভৃতি মিছিল করিয়া চলিত। নানারকম নয়নতৃপ্তিকর দৃপ্ত দেখিবার জন্য হাজার-হাজার লোক জাসিত। মোটামুটি বিষয়টি কতকটা ঢাকার জন্মাষ্টমী মিছিলের মতনই ছিল। কিন্তু গুখ1 রাজারা ক্রমশঃ আড়ম্বরের ভাবটি তুলিয়া দিয়াছেন। ७द९ फेशंद्र আড়ম্বর এখন এত কমিয়া গিয়াছে যে মিছিলটিকে সম্পূর্ণ সৈনিক-মিছিল বলা যায়। সেদিন নেপালের সমুদয় সৈন্ত উহাদের উপরন্থ ‘অফিসার’ সমেত একটি সম্পূর্ণ সৈন্তবাহিনী হইয়া পুরাতন রাজপ্রাসাদে উপস্থিত হয়। প্রথমে মহারাজাধিরাজ, তৎপরে মহারাজ বা প্রধান মন্ত্রী, তৎপরে প্রধান সেনাপতি—এইভাবে মিছিল করিয়া সমুদয় নেপালবাহিনী পুরাতন প্রাসাদে সমবেত হয়। সেখানে সিংহাসনে রাজা অধিরোহণ করিলে একত্রিশবার কামানধ্বনি হয় এবং সেখানে ' প্রধানমন্ত্রী তাহার ভবিষ্যৎ বৎসরের কার্ধ্যের ভার প্রাপ্ত হন। রাজার বাৎসরিক অভিষেক প্রধান মন্ত্রীর প্রবাসী—মাঘ, ১৩৩১ [ ২৪শ ভাগ, ২য় খণ্ড বাৎসরিক কাৰ্যভার প্রাপ্তি, নেপাল-বাহিনী সমবেত श्रेष्ठ ब्रांत्र ७ भडौटक चख्दिांनन, ७बर-टैिक बूकनब्बांग्न আপনাদের উপরস্থ অফিসারের অধীনে সজ্জিত হওয়া প্রভৃতি গুরুতর বিষয় ইন্দ্রযাত্রা মিছিলকে নানারকমে গুরুত্ব প্রদান করিয়াছে। নেপালের যুবকের ইন্দ্রযাত্রা • হইতে সৈনিক হওয়ার গৌরবপূর্ণ আকাঙ্ক্ষা প্রাপ্ত হয়। পর-পদ্ধানত বাঙালীর সামরিক প্রবৃত্তি বহুকাল নিষ্পেষিত অবস্থায় আছে। তথাপি গুর্থার দেশের এই একটি দৃশ্বে তাহার হৃদয়ের অন্তস্তলে স্বপ্ত সামরিক প্রবৃত্তিতে ষাড়া পড়ে। আমাদের বাঙ্গালা দেশে কতরকমের মিছিল হয়। জন্মাষ্টমী এবং মহরমের সময় কত সহরে হাজার-হাজার লোক মিছিল দেখে । সময়-সময় এসমুদয় ব্যাপারে কত রক্তারক্তি হয়। কিন্তু নেপালের “গাইযাত্ৰা” যেমন ৮৯ বৎসরের শিশুদিগকে যুদ্ধাচুকরণ দ্বারা সামরিক বিদ্যায় দ্বীক্ষিত করে, নেপালের ইন্দ্রযাত্রা যেমন যুবকদিগকে সৈনিক-দলভূক্ত করিবার জন্ত প্রণোদিত করে, তেমন কোনো বন্দোবস্ত ত আমাদের মিছিলগুলির মধ্যে নাই ! আমরা ত আমাদের দেশের দেখিবার জিনিষগুলিকে শুধু দেখিবার জন্যই দেখি। উহাদের মধ্য হইতে শিক্ষণীয় বিষয় কিছুই গ্রহণ করি না। তবে আমরা পরাধীন। স্বেচ্ছায় কোনো লোকহিতকর কার্য্য করিবার শক্তিও আমাদের নাই। যাহারা নেপালে আসিয়া নেপালবাসীদের চাল-চলন দেখিয়া বিচার করিবে তাহারা দেখিবে নেপালে দেখিবার এবং শিখিবার অনেক জিনিষ আছে— তাহারা দেখিবে নেপাল স্বাধীন এবং তাহাও বিদেশী কোনো গবর্ণমেণ্টের নিতান্ত অল্পগ্রহের জন্য নহে । t