পাতা:প্রবাসী (চতুর্বিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৪৮৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রুশ-ইতিহাস ঐ বীরেশ্বর বাগছী রুশিয়া একবারে নেহাৎ নতুন দেশ নয় । হাজার বছর আগে যখন অনেক দেশেরই ইতিহাস আধুনিক লিখিত আকার ধারণ করেনি, সবেমাত্র যখন দেশ-চলতি রূপকথাগুলো জমাট বেঁধে ইতিহাসের আকার ধারণ করি-করি করছিল, তখনও রুশিয়া বলে যে একটা স্বতন্ত্র দেশ ছিল এবং সে-দেশের অবস্থা তখনকার ঐ শ্রেণীর অন্তান্ত দেশের চেয়ে যে ঢের উন্নত, এসংবাদ আমরা তদানীন্তন পণ্ডিতদের কাছে পাই। রুশিয়ার প্রকৃত ইতিহাস প্রকৃত পক্ষে তখন থেকেই আরম্ভ হয়েছে বলতে হবে। এদেশে তখন বহু জাতি বাস করত। তাদের ভিতর শাসনপৃথল ছিল না—আইন বলে জিনিষটার অস্তিত্ব মোটেই ছিল না—দ্যায়-অন্যায়ের পার্থক্য-বিচার ছিল না। তাদের ঘাড় ধরে স্কায়ের পথে চালাবার লোকেরও ছিল অভাব। ইউরোপের মধ্যে তখন সবচেয়ে ক্ষমতাপন্ন জাতি ছিল নরওয়ের অধিবাসীরা। রুশিয়ার একদল লোক নিজেদের দেশের অরাজকতায় অতিষ্ঠ হ’য়ে এদেরই রুশিয়া শাসন করতে আহ্বান করেছিল। সে-আহানে সাত দিয়েছিল তিনটি সাহসী লোক। তারা ছিল তিন डाई। बफ़ डाहेरञ्चब्र नांभ श्णि क्रब्रिक (Rurick) । আর দুই ভায়ের সন্তানাদি ছিল না। তাই করিকের বংশই পুত্র-পৌত্রাদিক্ৰমে নিৰ্ব্বিবাদে বহু দিন রুশিয়ায় রাজত্ব করেছে । ब्रशिञ्चांद्र यंथश धुंडेन् नबांहे श्रव्हन छुॉछिभिव्र (Vladimir) । খৃষ্টীয় দশম শতাব্দীর শেষভাগ অবধি ইনি রাজত্ব করেছিলেন। এর মৃত্যুর পরে দেশের অবস্থা বড়ই শোচনীয় হয়েছিল। দেশটাও ছোট-ছোট রাজ্যে বিভক্ত হ’য়ে পড়েছিল। আর এগুলির পরম্পরের মধ্যে মোটেই মিল ছিল না। এদের মধ্যে প্রধান ছিল fsaf grus-Rēstw (Novgorod), frē (Kiev), এবং মস্কো ( Moscow ) । বিবাদ-বিলম্বাদ যুদ্ধ-বিগ্রহ এসব তখন ছিল রুশিয়ার দৈনন্দিন ঘটনার সামিল। এই ভাবে অনবরত কয়েক শতাৰী পৰ্যন্ত গৃহ-বিবাদ করতেকরতে রুশিয়া যখন একেবারে অন্তঃসারশূন্ত হয়ে পড়েছিল, ঠিক সেই সময় তাতার এবং মোগলের হঠাৎ একদিন এসে ঝটিকাময়ী রাত্রির মতন—উৎকট দুঃস্বপ্নের মতন— রুশিয়ার বুকের উপরে চেপে বসল। সে-ব্যাপার রুশের নিৰ্ব্বাক্ নিশ্চেষ্ট হয়ে দাড়িয়ে দেখলে। কেউ বাধা দিলে না—একখানা তরবারিও কোষমুক্ত হ’ল না। তাতারমোগলের পরাক্রান্ত অশ্ব-সেনা রুশিয়ার এক প্রান্ত থেকে অপর প্রান্ত পৰ্য্যন্ত সবেগে ছুটে ৰেড়াতে লাগল। তাদের অশ্ব-স্কুরোখিত ধূলায় ও গৃহ-দাহের ধূমে রুশিয়া অন্ধকার হয়ে গেল। উৎপীড়িতের দীর্ঘশ্বাস, আহতের কাতর আর্তনাদ ছাড়া আর কিছুই শোনার উপায় রইল না। এমনিভাবে দুশ বছর তাতার এবং মোগলের পালা করে রুশিয়ার উপরে যে ভয়াবহ অমান্থবিক অত্যাচার করেছিল, তার বিবরণ পড়লে আজও হৃৎকম্প হয়। এরা স্থায়ীভাবে রুশিয়ায় কখনও বসবাস করত না । বছর-বছর, কখনও বা স্থতিন বছর অন্তর এসে দেশের লোকেদের কাছ থেকে খাজনা আদায় করে নিয়ে যেত—লুটপাট করুত আর সকলের বাড়ী-ঘর পুড়িয়ে দিত। তাতারের মহাসমৃদ্ধি- . শালিনী সৌধকিরীটিনী মস্কো-নগরীও ৫৭ বার পুড়িয়ে দিয়েছিল। রুশ-ইতিহাসে যিনি সম্রাষ্ট্র—তৃতীয় আইভানু বলে পরিচিত হয়েছেন, এদের অত্যাচারের বিরুদ্ধে সৰ্ব্বপ্রথমে মাথা উঁচু করতে তিনিই সাহসী হয়েছিলেন। चाँप्न्न देनि श्ट्र्लिन भएकांख्द्रि ( Muscovy ) fsBę (Duke ) । খৃষ্টীয় পঞ্চদশ শতাব্দীর মাঝামাঝিতে ইনি তাতার শাসন-কর্তাকে কর দিতে অস্বীকার করেন । ফলে একটা গুরুতর লড়াই বাধে। তাতারদেরও সেদিন আর ছিল না,তা’র আগের চেয়ে অনেকখানি ছৰ্ব্বল হ’য়ে w