পাতা:প্রবাসী (চতুর্বিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৪৯৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

898 কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ, লাইব্রেরী, পশুশালা, জাদুঘর, ব্যাঙ্ক প্রভৃতি প্রতিষ্ঠিত হ’ল। দেশ-বিদেশ থেকে বিশেষজ্ঞেরা মোট মাইনেতে রুশিয়ায় চাকুরি করতে এলেন। খাল কাটিয়ে সেতু সংস্কার করে বড়-বড় অনেক রাস্তা বেঁধে লোকজনের যাতায়াতের, বাণিজ্য-ফ্রব্য আনানেওয়ার বিশেষ স্ববিধা করে দেওয়া হ’ল । জারের কঠোর শাসনে পথে-ঘাটে চোর-ভাকাতের উপদ্রব আর মোটেই রইল না । বহুদিন পরে রুশিয়ায় আবার লোকের ধনপ্রাণ নিরাপদ হ’ল । - দেশের আভ্যস্তরীণ অবস্থার কতকটা উন্নতি হ’লে পিতর রুশ-রাজ্যের সীমা বাড়াবার চেষ্টা করতে লাগলেন। আগে রুশিয়ার উল্লেখ-যোগ্য নৌ-বল কিছুই ছিল না। দেশজয়ের পূৰ্ব্বে তাই তিনি শ্বেত-সাগরে (White Sea) to wrots stood (Sea of Azov) প্রথম রুশিয়ার নৌ-বল প্রতিষ্ঠা করেছিলেন। পূৰ্ব্বদেশের একচ্ছত্রী সম্রাট হওয়ার আশা তিনি অনেকদিন থেকেই মনে-মনে পোষণ করছিলেন। এখন কাৰ্য্যক্ষেত্রে নেমে কিন্তু আশা ফলবতী করে তুলতে পারলেন না। তুৰ্কীর কাছে অপদস্থ হয়ে ফিরে আসতে হয়েছিল। বালটিক সাগরের পূর্ব উপকূলবর্তী স্বইডেনের অধিকৃত অনেকস্থান তিনি কেড়ে নিয়েছিলেন । অবিপ্তি স্বইডেনের বিক্রমশালী নরপতি দ্বাদশ চালর্স (Charlos ) যত দিন বেঁচেছিলেন, ততদিন কিছুই করতে পারেননি, দেশগুলি দখল করেছিলেন তার মৃত্যুর পরে। সেন্টপিটসবার্গ সহন্ধুে মস্কো থেকে রাজধানী স্থানান্তরিত করেছিলেন এইসব যুদ্ধ-বিগ্রহের ফ্যাসাদ মিটে যাওয়ার পরে। সে-জায়গায় সেন্টপিটাস বা আধুনিক পেট্রোগ্রাড বা তার চেয়েও বেশী আধুনিক লেনিনগ্রাড সহর বর্তমান আছে । আগে নাকি সেখানে অতি বিস্তৃত জলাভূমি ছিল। পাথর, মাটি ইত্যাদি ফেলে’ জলাজমি ভরে নিয়ে তবে তার উপরে সহর গঠন করা হয় । ওখানে রাজধানী করতে গিয়ে পিতরকে নিজে হাতে-হেতেড়ে থাটুতে হয়েছিল । তিনি সময়-সময় মজুরদের সঙ্গে নিজেও নাকি ঘাড়ে করে ইট বইতেন । বাস্তবিক পক্ষে রুশিয়ার অভু্যখানের একমাত্র প্রবাসী—মাঘ, ১৩৩১ , [२8* छान, २ग्न थ७

  • Tão ferva fors? (Peter the Great ) , fefã কুশিয়াকে পেয়েছিলেন অর্ধসভ্য অবস্থায়, আর তার মরার সময় তা’কে রেখে গিয়েছিলেন সভ্য ইউরোপের শ্ৰেষ্ঠ দেশগুলির সমকক্ষ করে । অমন ছদ্ধর্ব রুশজাতিকে অত অল্প সময়ের মধ্যে উন্নত করে’ তোলা তিনি ভিক্স আর কারো পক্ষে বোধ হয় সম্ভবপর হ’ত না । প্রজারা তাকে দেখে ভয়ে যেমন হাড়ে-হাড়ে কাপত, আবার ভক্তিশ্রদ্ধাও তাকে তেমনই যথোচিত কবুত । রুশিয়া সত্যিই তার বড় প্রাণের জিনিষ ছিল । রুশিয়ার মঙ্গলের জন্ত তিনি যমের মুখে যেতেও ভয়

পেতেন না । & পিতরের মৃত্যুর পর তার স্ত্রী প্রথম ক্যাথারিন ( Cathorine 1 ) সম্রাঙ্গী হয়েছিলেন। ক্যাথারিন পিতরের ধৰ্ম্মপত্নী ছিলেন না । তিনি রুশিয়ার এক কৃষকের কন্যা। এর রাজত্বকালে উল্লেখ-যোগ্য তেমন কিছু ঘটেনি। এর পর-পর অ্যান্‌ (Ane ), এলিজাবেথ ( Elizabeth ) এবং তৃতীয় পিতত্ব

  • ( Poter III ) রুশিয়ার রাজসিংহাসনে বসেছিলেন ।

এর কেউ তেমন কাজের লোক ছিলেন না, উল্লেখযোগ্য উপকার এরা রুশিয়ার কেউ করেননি । তৃতীয় পিতর স্ত্রীর ধড়যন্ত্রে গুপ্ত ঘাতকের হাতে নিহত s’en sa st frĒR EJIsifa (Catherine II) উপাধি নিয়ে সম্রাঙ্গী হয়েছিলেন ; ৩৪ বছর রাজত্ব করার পর ১৭৯৬ খৃষ্টাব্যে র্তার মৃত্যু হয়,। নৈতিক চরিত্র অত্যন্ত জঘন্য হ’লেও রাজ্যশাসনে ক্যাথারিন একেবারে সিদ্ধহস্ত ছিলেন । রাজ্য অধিকারও তিনি ঢের করেছিলেন । যে তুর্কীদের সঙ্গে মহানুভব পিতর (Peter the Great) পৰ্য্যস্ত স্ববিধে করে’ উঠতে পারেননি, তাদেরও গলা টিপে ধরে ইনি ক্রিমিয়া ( Crimea ) কেড়ে নিয়ে স্বরাজ্যভুক্ত করেছিলেন । পোলাণ্ডের আধাআধি, কৃষ্ণ সাগরের ( Black Sea ) চারিদিক্কার প্রশস্ত ভূখও এবং বান্টিক সাগরের তীরবর্তী বহু প্রদেশ ক্যাথারিন রুশিয়ার দখলে এনেছিলেন । এর রাজত্বকালে রুশিয়া শিল্প, বাণিজ্য, শিক্ষা প্রভৃতি বিষয়ে খুবই উন্নত হ’য়ে উঠেছিল। ক্যাথরিনেরও রকম