পাতা:প্রবাসী (চতুর্বিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৫১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8bー ম্যানেজার-বাবু কহিলেন, ই । কি আর করি ? আমায় ত আবার গঙ্গীয় ছুটুতে হবে কিনা ! আপনাদের কি মশায় ! মুচি, মোছলমান, যার ছোয়াই হোক, হয়ত ওই চৌবাচ্চাব জলেই চালিয়ে দেবেম, এখানে আর কে দেখতে আসছে ? কিন্তু প্রোফেসার, ভগবানের চোখ ত এড়াবার জো নেই । ব্রাহ্মণের ছেলে হ ’য়ে শাস্ব:বরুদ্ধ কাজ– প্রোফেসাব নিজেও ব্রাহ্মণ । কাজেই এ প্রসঙ্গট চাপা দিবার জন্য সে জিজ্ঞাসা করিয়া বসিল, woll ম্যানেজারবাবু, একটা unastion আমি আপনাকে রোজ বলব বলব sts", but I forget altogether atof. Ca sis তেলের শিশিটীয় কাগজের দাগ কেটে রেখেছেন, ও কিসের জন্যে ? —সতর্কের বিনাশ নেই প্রফেসার । খাটি সরষের তেল বাবা, আজকাল অগ্নিমুল্য,—তেরটি গণ্ডী পয়সা গাঢ় থেকে খসাওঃ, স্তবে একটি সেল তেল পাবে । এই দেখুন,— বলিয়া ম্যানেজার-বাবু তাহার দক্ষিণ হস্তের বুদ্ধাঙ্গুষ্ঠটি শিশির গায়ের একটি দাগের নীচে চাপিয়া ধরিয়া অতিশয় সতর্কতার সহিত তাঙ্গর বাম করতালুর উপর একসাগ তেল ঢালিয়া লইলেন এবং মাটিতে পড়িয়া যাইবার ভয়ে তাড়াতাড়ি সেই হাতটা একবার তাছার কেশবিরল মস্তকে এবং বার-কয়েক তাহার গম্বু জাকার উদরের উপর বুলাষ্টয়া লষ্টয়া শিশির ছিপিটি ওভি সাবধানে বন্ধ করিয়| দিয়া বলিলেন, এইবার এই পূরোপৃরি চারটি দাগ রইলো আমার থোন । কষ্ট একবিন্দু এবার কেউ নিকু দেখি ঢেলে, ভড়াক্ ধরে ফেলব। একটু পূঝে-মঝে’ চলতে হয় প্রোফেসার. ত নইলে কি আর এই ইম্পিরিয়াল হোষ্টেল গানা খুলতে হরিবোল । গামছাখানি কঁধে ফেলিয়া ম্যানেজার গঙ্গাস্নানে বহির হুইতেছিলেন, রমেশ বলিল, অজিতের নামটা থ}ত {য় লিখে দিয়ে আজ সে এইখানে থাবে, ঠাকুরকে বলে’ দিয়ে মান । —ও ঙ্গে, আপনার ফেরেও এসেছে যে । বেশ । *পরিমিনিট’ না টেমপোরালি’ ? পারতুম ভায়া ! চলি এবার । ইরিথোল । গেলেন না ? তা বেশ, প্রবাসী—কাৰ্ত্তিক, ১৩৩১ ৷ [ ২৪শ ভাগ, ২য় খণ্ড

  • রমেশ বলিল, যতদিন থাকে, দিনকতক থ এইখানেই ।

—তেল মেখে’ থাত্যপত্র ছুতে ত পারিনে মশ আচ্ছ, গঙ্গাস্নান থেকে ফিরে এসেই,—নামটি কি বললে —অজিতনাথ লাহিড়ী । —আচ্ছা, আমি "রেজেষ্টলি’ করে নেবো । তিনি বাহির হইয়া গেলেন । স্নানাচারের পরেই ইম্পিরিয়াল হোষ্টেল খালি কf বর্ণি প্রায় সকলেই আপন-অ্যাপন কাজে বাঙ্গির গুইয়। গে রমেশ গেল, কুস্তিগীর গেল,এমন-কি বেকার প্রোফেসার একখানি কেঁচানো ধুতি পরিয়,তাহার ইঞ্জি-করুণ পরিধ জামাখালি গল্পে দিয়া, গত সপ্তাহের একপানি ইংরা দৈনিক কাগজের তারিপের জায়গাট অতিশয় দক্ষত্ত সহিত নীচের দিকে মুড়িয়া লইয়া বহির হই। ম্যানেজার-বfরর আপিসের বালাই ছিল না । গঙ্গাস্বা:ে পর নীচের সেই অন্ধকার রান্নাথরের কোণ ঘে সিয়া এর পিড়ির উপর প্রায় ঘণ্টাপানেক উৰু কুইয়া বসিয়া-বসি পরম পরিতৃপ্তির সহিত তিনি যত পারিলেন আই করিলেন, তাঙ্গর পর ঘটি ভরিয়া গঙ্গা হইতে ধে জল। আনিয়াছিলেন তাহাতেই আচমন শেষ করিয়া গান গাঠি ে গাহিতে উপরে উঠিয়া আসিলেন । গানের ভাবার্থ এ যে, তাহার আহার শেষ হইয়াছে. এইবfর তিনি মাতৃ.ে حمام পর চিৎ হইয়া শয়ন করিবেন, নিদ্রা ভঙ্গ হুইবে পে f তনটfর সমর, কলে তখন জল আসিবে এবং এই প্যা حي 驸5匹 ক তথন ত্তি ন দেখিয়া লইবেন, TI চোটে ভণহ জল লৎরা আজ বাহির করিয়া দিবেন । এই কথাগুলি সে এক-বিযম অসমমাত্রিক গড়াকবিতার ছন্দে তৎক্ষণ মুখে-মুখে সাজাইয়া লইয় তাহাতে সেরূপ সুর-সংঘে। করিয়া তিনি চেচাইতেছিলেন, তাহাকে যদি শ্রোত কর্ণেন্দ্রিয়ের উপর নিষ্ঠুর অত্যাচার না বলিয়া সঙ্গী বলিতে পারা যায়, তাহা হইলে ধোপা-বেীএর দোরে-বা এই গর্দভ-নন্দনের কণ্ঠটিকে শ্রুতি-মধুর এবং সর-ব্রহ্ম । বলিয়া উপায় নাই । আচারাদি শেষ করিয়া অজিত ইতিপূৰ্ব্বেই রমেশে মাদুরের উপর আসিয়া চুপ করিয়া বসিয়া ছিল ।