পাতা:প্রবাসী (চতুর্বিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৫১৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৪র্থ সংখ্যা] এক মূল পদার্থের গস্তিৰে বিশ্বাস করেন, বুঝিতে vांब्रि नां । - সকল পদার্থের গোড়ায় একটা মূল পদার্থের উপস্থিতি থাকা সম্ভব বলিয়া ফুকসের মনে হইয়াছিল। তিনি এই মূল পদার্থের নাম দিলেন এটাইল (Protyle)। ইনি। छैiझांब्र बैौचां★ां८ब्र वनिघ्नां विश्व-ब्रकनांव्र वध्र ८मशि८ङ লাগিলেন। তাহার মনে হইল তাহার আবিষ্কৃত সেই সুস্থ কণাগুলি যেন কোনো-এক অজ্ঞাত শক্তিতে একত্র হইয়া হাইড্রোজেনের পরমাণু রচনা করিতেছে। তাহারই সহিত আবার কতকগুলি নূতন কণিকা অল্পাধিক-পরিমাণে মিলিত হইয় গন্ধক, আসেনিৰু, লৌহ, স্বর্ণাদির স্বষ্টি করিতেছে ও সমবেত কণিকার সমষ্টি অভ্যস্ত অধিক হইয়া পড়িলে ইউরেনিয়াম্ প্রভৃতি গুরুধাতুর স্বষ্টি হয়। স্বপ্নের শেষে দেখিতে পাইলেন সেই বিদ্যুম্বাহক কণিকা লঘুগুরু পদার্থের জন্ম দিয়া ক্ষাপ্ত হইতেছে না, গুরু ধাতু হইতে গোলাগুলির মতন ছুটিয়া বাহির হইয়া তাহাকে লঘুতর পদার্থে পরিণত করিতেছে। চল্লিশ বৎসর পূৰ্ব্বে অধ্যাপক কুকুসের পূৰ্ব্বোক্ত চিত্ত৷ কাব্যের আর একটি উপেক্ষিতা • 8విలీ जऊाहे चtभ्रब्र छांब्र श्लि, विश्नं *डांकौब्र श्रांबिर्डीट्य किरू তাহাই সত্যে পরিণত হইতে চলিয়াছে। ইলেক্টনের সহিত প্রথম পরিচয় ক্রুক্স-নলের মধ্যে এবং ইহাদের উৎপত্তি তড়িৎ-শক্তি-প্রভাবে । কিন্তু ক্রমে বৈজ্ঞানিকেরা দেখিলেন ইহা সৰ্ব্বত্র বিরাজমান। এখন পদার্থতত্ত্ববিৎগণ বলিতেছেন, এই যে নদী-সমুদ্রপ্রাণী-উদ্ভিদময় জগৎ দেখিতেছি, ইহা মূলে কিছুই নয়। জড় বলিয়া বিশ্বে কোনো জিনিষ নাই। জড়ের সূক্ষ্মতম কণা অর্থাৎ পরমাণুকে যদি ভাঙিয়া হাজারটি বা ততোধিক । স্বল্পতর অংশে ভাগ করি, দেখিব এই স্বজ্ঞাতিস্থল্প কণাগুলি সেই ইলেক্টনের মূৰ্ত্তি পরিগ্রহণ করিয়াছে। আবার ইলেক্ট্রনগুলি খাটি বিদ্যুতের কণিকা ব্যতীত আর কিছুই নয়। কাজেই বলিতে হইতেছে, এই ব্ৰহ্মাও এক বিদ্যুতেরই রূপান্তর—অর্থাৎ জগতে জড় নাই—এক *खिटक जहेञ्चाँदें विश्व |*

  • প্রবন্ধের কিয়দংশের জন্ত অধ্যাপক সিলভেনাস টমসন প্ৰগীত "मृश्च ७ जमृछ चांtणांक” नांगक शूखएकब्र निकके ८ण१क शनैं ।

কাব্যের আর-একটি উপেক্ষিত৷ ঐ বিমানবিহারী মজুমদার নদীয়ার নিমাই পণ্ডিতের সৌন্দৰ্য্য ও পণ্ডিত্যপ্রতিভায় মুগ্ধ হইয়া “মুকুলিক বালিকা-বয়সী" বিষ্ণুপ্রিয় তাহাকে সমস্ত মনপ্রাণ দিয়া স্বামীরূপে পাইবার জন্য কামনা করিয়াছিল। নদীয়ার জনাকীর্ণ ঘাটগুলির মধ্যে যেটিতে যেমন সময়ে শচীদেবী স্বান করিতে আসিতেন, এই বালিকাও ঠিক সেই সময়ে সেই ঘাটটিতে আসিয়া উপস্থিত হইত, আর নানারূপ সেবা করিয়া শচীমাতার প্রতি নিজের আনুগত্য প্রকাশ করিত। - षiश्व cर्थिव। एां यङि नििन विप्न নম্ৰ হই নমস্কার করেন চরণে ॥ tछ६ छ, जांकि, शलम जषjांच्च ॥ ھنے سےQ اول : নিমাই পণ্ডিত যখন বঙ্গদেশ হইতে ফিরিয়া জাসিয়া শুনিলেন ষে লক্ষ্মীদেবী আর ইহজগতে নাই, তখন বিষ্ণুপ্রিয়ার অন্তরের গোপন কামনা সফলতা লাভ করিতে চলিল। শীঘ্রই নিমাই পণ্ডিতের নিকট আত্মসমর্পণ করিয়া কিশোরী বিষ্ণুপ্রিয় নিজের জীবন ধন্ত হইল বলিয়া মনে করিল। মুরারিগুপ্ত, বৃন্দাবনদাস, লোচনদাস, প্রভৃতি ঐচৈতন্তের জীবনচরিতলেখক সকল বৈষ্ণব কবিই বিষ্ণুপ্রিয়ার সহিত নিমাই পণ্ডিতের বিবাহ জাকজমক করিয়া বর্ণনা করিলেন। বিষ্ণুপ্রিয়াকে পাইয়া নিমাই