G o আসিবে, তাছার ইয়ত্তা নাই,—পার্ক ভরিয়া গিয়াছে, এখনও পর্য্যন্ত ভিক্ষুকের দল ক্রমাগতই আসিয়! জড় হইতেছে। মনে হুইতেছিল, স্থান সঙ্কলান হইবে না, খবরও দেওয়া হয় নাই, নতুবা গোটা ভারতবর্ষটাই আজ এই খোয়াড়ের মধ্যে প্রবেশ করিবার জন্য ছুটিয়া আসিতে পারে । কত-রকমের কত ভিক্ষুক,—বৃদ্ধ, বৃদ্ধ, যুবক, যুবতী, বালক, শিশু,—কেউ কাণা, কেউ খোড়া, ব্যাধি গন্ত, অথৰ্ব্ব, নিঃসহায়, নিরাশ্রয়, দারিদ্র্যে নিপীড়িত, ক্ষুধায় আৰ্ত্ত—আহারের জন্য উদগ্রীব হইয়া সকলে ই ই করিতেছে । কাহারও অঙ্গে শতচ্ছিন্ন মলিন বস্ত্র,—দুইদিন পরে তাঙ্গতে আর লজ্জা নিবারণ হইবে কি না সন্দেহ, আবার কাহারও বা সেই প্রাণান্তকর দুঃসময় আসিয়া পৌছিয়াছে, দুর্ভাবনার প্রান্তসীমায় আসিয়া একেবারে মরীয়া হইয়া তাহারা যেন লজ্জাকে লজ্জা দিবার জন্তই অৰ্দ্ধনগ্ন অবস্থায় দাড়াইয়া আছে । বিকৃত, রুক্ষ, কদাকার-মূৰ্ত্তি, কাহার ও-ব অস্তিচৰ্ম্মসার কঙ্কালের উপর ক্ষুধিত সে দুটা জলস্ত চোখের দিকে তাকানো যায় না ;- একটা গাছের তলায় রুগ্ন কঙ্কালসার একটা মেয়ে তাহার কোলের-ছেলেটাকে স্তন্য দিভেছিল ; কিন্তু প্রাণপণে চুযিয়াও এক-ফোটা দুধ না পাইয়া ছেলেট। শিদিয়া কঁাদিয়া ককাইয়। উঠিতেছে, মেয়েট ততঙ্গ তাহাকে এ-কোল ও-কোল করিয়া তাহার ইন্ধহীন স্তনের বোটাটা ছেলের মুথের ভিতর পুরিয়া দিয়া জোব করিয়া তাহাকে বুকের উপর চাপিয়া ধরিতেছে পার্কের পাশে একটা ছোট প্রাচীরের ওপারে একটা বড় বাড়ীর উঠানে তাঙ্গাদের জন্য আহার প্রস্তুত হইতেছিল । অপেক্ষাকুত বাহারা সবল, প্রাচীরের ভাঙা ইটের উপর দাড়াইয়া ও-পাশে উকি মারিয়া এক-একবার তাহারা তাহদের প্রলুব্ধ দৃষ্টি হানিয়া দেখিয়া লইতেছিল,—যাহারা উঠিতে পারিতেছিল না, ছুটিয়া তাহারা তাহাদের কাছে আসিয়া বিলম্বের কারণ জিজ্ঞাসা করিতেছিল । মপ্যাহের প্রচণ্ড রৌদ্র তাহদের মাথার উপর দিয়া ক্রমশঃ অপরাঙ্কুের দিকে ঢলিয়া পড়িতে লাগিল,—কখন আসিয়াছে, কত যতই প্রবাসী—কাৰ্ত্তিক, ১৩৩১ [ ২৪শ ভাগ, ২য় খণ্ড দূর হইতে আসিয়াছে তাহারা, কে জানে..ে গুলা তাহাদের বেহালার মত ভিতরের দিকে ঢু গিয়াছে, ক্ষুধার জালায় নাড়ীতে নাড়ীতে পাক ধরিয় ছোট-ছোট ছেলে-মেয়ে গুলা রৌদ্রদগ্ধ কচি পাতার নেতাইয়া পড়িয়াছে,—শুষ্ককণ্ঠে দাও দাও’ কা হাকিয়া-ইকিয়া এইবার ক্রমশঃই যেন তাহারা অ হইয়া উঠিতে লাগিল । বেলা প্রায় আড়াইটার । খাবার আসিল । এক-একটা শালপাতার ঠোঙায় । সন্দেশ বাধিয়া দেওয়া হইয়াছিল, তাহার সঙ্গে এ করিয়া আমি এবং একটি করিয়া দে|- আনি, বাহির হই সময় প্রত্যেকের ভাতে-হাতে দে গুস্থা হইবে । ভিত ঢুকিবার দরজাট। বন্ধ করিয়া দিয়া বাহির হইবার পার্কের আর-একটা দরজা খুলিয়া দেওয়া হই তৎক্ষণাৎ একটা সাড়া জাগিয়া গেল,—মুহূৰ্ত্তমধ্যে ক্ষুf জনসঙ্ঘ ত্ৰস্ত-বিচলিত হইয়া উঠিল । কেহ কেহ হুম থাইয়া একেবারে দরজার নিকট আসিয়া পড়িতে লাগি। আহাধ্যগুলি কেওঁ-বা আঁচলের তলায়, কেহ বা । হস্তের দৃঢ়মুষ্টিতে যখের-ধনের মত অতিশয় সযত্নে চাপি ধরিয়া বাহির হইয়া আসিল । কিন্তু বাহিরে আসিয় ফুটুপাথ এবং রাস্তার উপর তাহদের ভিড় জমিতেছিম অনেকেই তাহাদের পথের সার্থীর জন্য অপেক্ষ করি? লাগিল, অনেকেই আবার পুন:-প্রবেশের পথ থfজে আরম্ভ করিল, এবং কোন আমট পচ, কোনটা কাচ কাহার বড়, কাহার ছোট,—এই লইয়া বুড়োর হইতে ছেলেমেয়ে পর্য্যন্ত চেচামেচি করিতে লাগিল এই সুযোগে কে-একটা লোক একটি ছোট হাত হইতে তাহার খাবারের ঠোঙাট ফস্ করি তুলিয়া লইয়। ভিড়ের মধ্যে সরিয়া পড়িল । মেয়ে ভ্যাবাচ্যাক খাইয়া সেইখানে দাড়াতীয় পড়িতেই, পশ্চা হইতে আর-একটা জনস্রোত হু হু করিয়া ঠেলিয়া বাহি হইয়া আসিল । এই দুই দলের মাঝখানে চাপা পড়ি। মেয়েট এমনিভাবে তলাইয়া গেল যে, বেচারা একেবাে মারা পড়িবার জো হইল। অজিত আর চুপ করিয় দাড়াইয়া থাকিতে পারিল না, জামার আস্তিন গুটক্টিম্ব ভিড় ঠেলিয়া সে ও ঢুকিয়া পড়িল এবং মিনিট দুষ্ট (.3iびを
পাতা:প্রবাসী (চতুর্বিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৫৩
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।