পাতা:প্রবাসী (চতুর্বিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৫৩২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সংখ্যা ? চন্দননগরের কথক, কবিওয়ালা ও যাত্রা (te3) তিনি একজন বৈষ্ণব ছিলেন এবং সৎকার্ধ্যে অর্থ ব্যয় করিতেন। তিনি চুচুড়ায় একটি আখড়া এবং চন্দননগরে একটি মন্দির প্রতিষ্ঠা করিয়াছিলেন । এই মন্দিরে বিশেষ জাকজমকের সহিত ধৰ্ম্ম-সম্বন্ধায় উৎসবাদি হইত। ইং ১৮২১ সালে পূজার সময় ইনি কাশিমবাজার রাজবাটিতে গাহিতে যাইয়া তথায় রোগাক্রান্ত হন এবং ঐবৎসরই • প্রায় ৭০ বৎসর বয়সে প্রাণত্যাগ করেন। তাহার তিন পুত্র জগৎচন্দ্র, রামচন্দ্র, প্রেমচন্দ্র কবির দল করিয়াছিলেন। (১) এখন তাহার নিজ বংশের কেহু জীবিত নাই। উদয়চাদ নামে র্তfহার এক দৌহিত্র ছিলেন, ইনিও কিছুকাল তাহার মাতুলের দল রাখিয়া ছিলেন । গোপালচন্দ্র বন্দ্যোপাধ্যায় মহাশয় বলিয়াছেন, তাহার পুত্রসন্ততি ছিল না। (২) কবি অ্যান্টনি ফিরিঙ্গির নাম অনেকেই বিদিত আছেন। তাহার পুরা নামহেন্সম্যান অ্যান্টনি (Hensman Anthony ) তাহার প্রতিপক্ষ ভোলা ময়রা তাহাকে 'হেম্বন বলিত। (৩) পূৰ্ব্বোক্ত কবিদের তুলনায় তিনি যে অধিকতর গুণসম্পন্ন বলিয়া তাহার নাম অধিক খ্যাত, তাহা নহে। বোধ হয়, তিনি বিধৰ্ম্মী ফিরিঙ্গি ছিলেন বলিয়াই তাঁহার নাম এত অধিক বিখ্যাত। প্রকৃতই বিধৰ্ম্মী হইয়াও তিনি যেরূপ ভক্তিভাবের গীত রচনা ও গান করিয়া গিয়াছেন, তাহা অনেক কবির গানের মধ্যে দ্বল্লভ। তিনি হিন্দুর সহিত যেরূপ প্রাণ ঢালিয়া মিশিয়া ছিলেন, তাহাতে তখনকার হিন্দুও উদারহৃদয়ে তাহাকে কোল পাতিয়া দিতে বিমুখ হন নাই। অ্যান্টনি সাহেবের আদি-বাস চন্দননগরে, পরে তিনি গন্ধটাতে গিয়া বাস করেন। তাহার ভ্রাতা কেলি সাহেব সে-সময়ের একজন ক্ষমতাপন্ন ও অর্থপ্রতিপত্তিশালী ব্যক্তি ছিলেন। তাহার জাতি-সম্বন্ধে কেবল রাজনারায়ণ বস্থ মহাশয় বলিয়াছেন যে তিনি ফরাসী বংশোদ্ভূত, (৪) নচেৎ ঐযুক্ত দীনেশচন্দ্র সেন, (e) অনাথকৃষ্ণ দেব, (৬) স্বশীল (3) Bengali Literature in the Nineteenth Century. (२) &थीछेौन कविगरअंश, यषम प७ ।। (৩) বঙ্গের কবিতা । (s) cनकांज ७ &कांण । (e) बनष्ठांषां ७ गांहिष्ठा । (७) वtजद्र कविठ ॥ ՎՓ-Տ Ֆ কুমার দে, ( ১ ) হরিমোহন মুখোপাধ্যায় ( ২ ) প্রভৃতি মহাশয়গণ সকলেই তাহাকে পর্তুগীজ বলিয়াছেন। ব্যবসার কৰ্ম্ম-উপলক্ষে তিনি বঙ্গদেশে আগমন করেন । তিনি একটি ব্রাহ্মণ রমণীর প্রেমে পড়িয়া তাহাকে বিবাহ করেন এবং হিন্দুভাবাপন্ন হইয়া পড়েন। তিনি হিন্দুর দোল-দুর্গোৎসবে সাগ্রহে যোগ দিতেন এবং অবশেষে একটি সখের কবির দল বাধিয়াছিলেন, পরে উহাকে পেশাদারীতে পরিণত করেন। প্রথম-প্রথম র্তাঙ্কার রচনার ইযুক্ত মতিলাল শেঠ ক্ষমতা ছিল না। চন্দননগর গোন্দলপাড়া-নিবাসী গোরক্ষনাথ নাথ নামে এক-ব্যক্তি ইহঁার দলে গান বাধিয়া দিতেন। শেষে ইহঁার সহিত মনান্তর ঘটিবার পর হইতে ইনি নিজেই উত্তম গীত রচনা করিতে লাগিলেন। তখন তিনি গাহিয়াছিলেন,— (3) Bengali Literature in the Nineteenth Century. (২) বঙ্গভাষার লেখক ।