পাতা:প্রবাসী (চতুর্বিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৫৩৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

6:Y e প্রবাসী—মাঘ, ১৩৩১ [ २8* खान, २ब्र थ७ ।। “আমি ভজন সাধন জানি না মা নিজেও ফিরিঙ্গি । যদি দয়া ক’রে কৃপা কর হে শিবে মাতঙ্গী ॥”( ১ ) জনরব কলিকাতা বহুবাজারে এক মন্দিরে ফিরিঙ্গী কালী নামে বে ৰিখ্যাত কালী-মুৰ্ত্তি আছে উহা এই ব্রাহ্মণ বন্ধুর আবার অনুসারে ফিরিঙ্গী অ্যান্টনীর দ্বারা প্রতিষ্ঠিত। (২) সাহেবের ভবানীবিষয়ক স্বরচিত গানগুলির মধ্যে কতকগুলি বড়ই প্রাণস্পশী এ ভাবোদীপক। দীনেশবাবু লিথিয়াছেন অ্যান্টনী যে নিজের ধৰ্ম্ম বিসর্জন দিয়াছিলেন এরূপ বোধ হয় না। (৩) সেকাল ও একাল’ অ্যান্টনী সাহেবের বাড়ী এইস্থানে ছিল এখন পাটকলের সাহেলদের বাস-ভবন । “বঙ্গভাষার লেখক” প্রভৃতি গ্রন্থে যে র্তাহার বাটীর ভগ্নাবশেষের কথা লেখা আছে, এখন তাহাও আর দেখা যায় না। কয়েক বৎসর হইল গন্ধটার বকুলতলায় তাহার ভিটার উপর অ্যাঙ্গাস কোম্পানির পাটকলের সাহেবদের বাসভবন নিৰ্ম্মিত হইয়া গিয়াছে। যাহা হউক আণ্টনীর বাসস্থান এখনও নির্ণয় করা যাইতেছে ; রাস্ক, নৃসিংহ ও নিতাইযের বাসস্থান বা নিতাইয়ের প্রতিষ্ঠিত মন্দিরের কোনো সন্ধান করিতে পারি নাই । প্রাচীন কবিওয়ালাদের মধ্যে আরও কয়েকজন এখান ( ১ ) কোনো-কোনো গ্রন্থে এইরূপ আছে— “ভজনপূজন জানি না মা জেতেতে ফিরিঙ্গি । যদি দয়া করে তার মোরে এ ভবে মাতঙ্গি ॥” (২) সেকাল ও একাল। (৩) বঙ্গভাষা ও সাহিত্য । কার লোকের কথা জানা যায় । তাহাদের নাম বলরাম • দাস কপালী, নীলমণি পাটনী, গোরক্ষ নাথ ও পরাণচন্দ্র রায় । শেষোক্ত তিনজনই সহরের দক্ষিণাংশে বাস করিতেন । বলরাম চন্দননগৰে বাস করিতেন এবং উহার দৌহিত্রও কবিওয়াল ছিলেন, এইমাত্র জানিতে পারা যায় । ( ১ ) তাহার দৌহিত্রের নাম কৃষ্ণদাস, র্তাহার মৃত্যুর পর ক্লষ্ণদাস দল চালাইয়াছিলেন । ( ২ ) কোনোকোনো গ্রন্থে উহার নাম বলরাম বৈষ্ণব বলিয়া উল্লেখ আছে। একখানি পুস্তকে তাহীর সবৃকার উপাধির কথা জানা যায়। ( ৩ ) নীলমণি ও গোরক্ষনাথের নামের উল্লেখ অনেক গ্রন্থে পাওয়া যাইলেও তাহাদের বাসস্থানের কোনো কথা লেখা নাই। গোরক্ষনাথ অ্যান্টনীর দলে প্রথম গানরচয়িতা ছিলেন, পরে তাহার সহিত বিবাদ করিয়া স্বতন্ত্র দল গঠন কবেন । কবি অপেক্ষা ভালো বাধনদার বলিয়া ইহার নাম ছিল। বহু গ্রন্থে ইহাদের সকলের গান পাওয়া যায় । ( s ) গোন্দলপাড়া বিনদতলা ঢাপঢেপের ঘাটের নিকট নীলমণির বাস ছিল বলিয়া জানা যায়। ভথায় তাহার সম্পর্কিত কোনো-কোনো লোকের সন্ধান পাওয়৷ যাইলেও ঠিক তাহার বাট কোথায় ছিল তাহা এখনও জানিতে পারি নাই। এখানে একজন পেসী ধোপা নামক কবি ছিলেন । কোন পল্লীতে র্তাহার আবাস ছিল জানি না, তাহার সম্বন্ধে আর কিছুও জানিতে পারি নাই। স্বপ্রসিদ্ধ হরুঠাকুরের জন্মস্থান সিমুলিয়া কলিকাতা, ইহা বহু গ্রন্থ হইতে জানা যায় । তিনি এখানে বা অতি নিকটে কোথাও ছিলেন বলিয়া উল্লেখ পাওয়া যায় না ; কিন্তু স্থানীয় কোনো-কোনো প্রাচীন ব্যক্তি বলেন তিনি এই স্থানে অনেক সময়ই বাস করিয়াছিলেন । উনবিংশ শতাব্দীর মধ্যভাগ হইতে সেকালের কবির দলের প্রাদুর্ভাব কমিতে থাকে এবং ইং ১৮৮০ সালের পর হইতে আর ভালো কবির দল আর দেখা যায় না। এই সময়ের মধ্যে সীতানাথ মুখোপাধ্যায় ও মধুসূদন নাথ ( » ) Bengali Literature in tho Ninoteenth Century. (২) প্রাচীন কবিসংগ্রহ। (৩) বঙ্গের কবিতা । ( s ) প্রাচীন কবিসংগ্রহ, গুপ্তরত্নোদ্ধার, বাঙ্গালীর গান, বঙ্গের কবিতা, নব্যভারত প্রভৃতি বহু গ্রন্থে ইহাদের গান পাওয়া যায়।