পাতা:প্রবাসী (চতুর্বিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৫৩৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৪র্থ সংখ্যা] নামক দুই জন কৰিওয়ালা হাটখোলা ও গোম্বলপাড়ায় বাস করিতেন। সময়ের সঙ্গে এখানেও ক্রমে ভালো কবির লোপ পাইলেও, বরাবরই এখানে কবির দল ও কবিওয়ালা আছে । এখন যে দুই-একটি সামান্ত দল আছে তাহার তাহার নাম উল্লেখষোগ্য নহে । . পাঁচালী, কীৰ্ত্তন ও বাউল দেশে কবির গানের ও কবির লড়াইয়ের প্রাদুর্ভাব কিছু কমিলে, অন্ততঃ গুণসম্পন্ন কবিওয়ালাদের তিরোভাবের সঙ্গে, যখন দেশে পাচালীর গান আরম্ভ হইল, তখন চন্দননগরে যে-সকল পাঁচালীওয়ালা প্রথম উদ্ভূত হন, তাহেেদর বিষয় বিশেষভাবে কিছু সংগ্ৰহ করিতে পারা যায় নাই । কবিগানের প্রবর্তন ও উৎকর্ষ সাধনে চন্দননগরের যেরূপ কৃতিত্ব দেখা যায়, পাঁচালী-সম্বন্ধে তেমন কিছুই শুনা যায় না। হাটখোলার চিন্তেমালা (চিন্তামণি মালা) ও মুমভাট (রামতারণ ভাট) ইহাদের নামই এইপ্রসঙ্গে উল্লেখযোগ্য । এই উভয় ব্যক্তির দলই এপ্রদেশে বেশ প্রসিদ্ধি লাভ কkিয়াছিল। চিকা দাশু রায়ের রচনা লইয়াই গান করিতেন । র্তাহার প্রতিদ্বন্দী ছিলেন রসিক নামক এতন্নগরবাসী এক ব্রাহ্মণ । কেহকেহ বলেন চিন্তা এখানে থাকিলেও, তাঙ্গার ঠিক বাড়ী fছল তেলিনীপাড়া। যাত্রাওয়ালা নবীন গুই এবং মধুমাধব চট্টোপাধ্যায় মহাশয়৪ পণচালীর দল করিয়ছিলেন । শেষোক্ত চট্টোপাধ্যায় মহাশয় অন্যান্ত পুস্তকের সহিত রহস্ত পাচালী’ নামে একথানি পুস্তকও রচনা করিয়াছিলেন। ভিনি অপরের দলের জন্যও পালা বাধিয়া দিতেন । vমধুপাত্র, রামদত্ত ও কেদারনাথ চক্রবর্তী নামক আর ভিন জন ভদ্রলোক পাচালী যাত্র প্রভৃত্তির গান রচনায় বিশেষ পারদর্শী ছিলেন। ইহারা সকলেই অপেক্ষাকৃত আধুনিক। উক্ত সকলের গীতাবলী সংগ্রহ-আকারে একত্র কোথাও পাওয়া যায় না, চেষ্টা করিলে এখনও কতক-কতক সংগ্ৰহ হইতে পারে । * সহরের সর্বস্তুগামী স্থগায়ক অন্ধ

  • এখানকার প্রকাশিত্ত ও অপ্রকাশিত গীতিকবিতাগুলির भtषा शाह नरGइ कब्रिरङ •ीब्रिब्रांझि. इानांठitव ठांश १षांtब शिणांभ अl ॥ ®श पछळू &थकांट*ब्र हैछह जां८झ् । cणथक ॥

চন্দননগরের কথক, কবিওয়ালা ও যাত্র (R > ` চণ্ডী যাহাকে লোকে সচরাচর চণ্ডী কানা বলিত, তাহার অধিকাংশ গানই উ হু:দের দ্বাৰা রচিত । সময়োপযোগী কোনো ঘটনা ও বিষয় লইয়া গান বঁাধিতেও তাহার। সক্ষম ছিলেন। অধিকাংশ সময় জন্মান্ধ চণ্ডী উচ্চকণ্ঠে এইরূপ গান গাহিয়াই তাহার যষ্টির সাহায্যে সহরের পথে-পথে ঘুরিয়া ভিক্ষা দ্বারা উদরায়ের সংস্থান করিতেন। চণ্ডী জাতিতে তত্তবায়, জন্মস্থান কালনা, কিন্তু এইস্থানেই ভগিনীর বাড়ীতে বাস করিয়া, এইস্থানেই শেষে তত্ত্বারs দেহাবসান হয়। ‘বঙ্গভাষার লেখক এবং“জন্মভূমি উভয়েতেই চঔকে কবি এবং তাছার দ্বারা যে-সব গান গীত হইত তাহী যাএ।ণ্ডষ্ট্ৰল। মদল-৭1&aেa ৭৬ স্বরচিত বলিয়াছেন। আমরা চণ্ডীকে দেখিয়াছি, তাহার গান শুনিয়াছি। যতদূর জানি গান তিনি রচনা করিতেন না। ভণিতায় তাহাব নাম থাকিলেও শেষোক্ত ৮মধুপাত্র, রামদত্ত, কেদার চক্রবর্তী ও শ্রীযুক্ত মতিলাল পলশাই র্তাহার গান বাধিয়া দিতেন । ইহারা সকলেই বঁ,ধনদার গায়ক কেহই নন । শুনা যায় চণ্ডীকে মাঝে বাগিয়া উহার মারফতে গান গাওয়াইয়া মধ্যে মধ্যে তত্ত্ববায়