পাতা:প্রবাসী (চতুর্বিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৫৩৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৫১২ রামদত্তের সহিত ব্ৰাহ্মণ কেদার চক্ৰবৰ্ত্তীর টঙ্কা-টঙ্কি চলিত। মধুপাত্র মহাশয় নাম গান ভালো বাধিতে পারিতেন। vঅম্বিকাচরণ দে নামে গীত-রচয়িভা এখানে আরও একজন ছিলেন। অম্বিক-বাৰু পাল বাধিতে এবং অভিনয় করিতে পারিতেন। তাহার উদ্যোগে একটি নূতন ভাবের পাচালীর দল স্বট হুষ্টয়াছিল। উহার নাম দিয়াছিলেন ‘মূৰ্ত্তিমান পাঁচালী , উহাতে যাত্রার ন্যায় পোষাক পরিয়া ৰৌ-মাষ্টারের যাত্রায় দলের এবং পরে অস্কাপ্ত যাত্রা দলের আডডাবাড়ী গাওনা হইত। বিষয় ছিল তরণীসেন বধ’ । উহা ভাঙ্গিয়া পরে একটি সখের অপেরার দল স্বই হইয়াছিল। নবীন মুখোপাধ্যায়, ক্ষেত্র দাস, রাম বাগ ও নীলমণি যুগী নামে আর মুরি জন পাঁচালী-ওয়াল ছিলেন। ক্ষেত্রদাসের প্রকৃত বাড়ী ভেলিনীপাড়ায় ছিল, কিন্তু তিনি প্রায় এইখানেই থাকিতেন । রামের বাড়ী ছিল বারাসত কৃষ্ণবাটী নীলমণির লালবাগানে । এখানে কীৰ্ত্তনের দলেরও অভাব ছিল না। আনন্দমোহিনী বা জানন্দমণি ও শ্যামা নাম্নী দুইজন কীৰ্ত্তনওয়ালী ছিল, তাহাদের নাম এখানে প্রসিদ্ধ ছিল । কেহ-কেহ বলেন আনন্দমোহিনী ওবৃফে ‘আদি’ই এপ্রদেশে মেয়ে কীৰ্ত্তনের দলের প্রবর্তক। এক্ষণে মোহিনী ও কুমদা নামে দুইজন ভাল কীৰ্ত্তনীয়া আছে। পুরুষ কীৰ্ত্তনওয়ালার মধ্যে গোবিন্দ অধিকারীর সাকুরো চ্যাম্না গোপালের নাম প্রসিদ্ধ। এখানে হরি-সংকীৰ্ত্তনের দল প্রবাসী—মাঘ, ১৩৩১ [ ২৪শ ভাগ, ২য় খণ্ড অনেক ছিল এবং এখনও আছে, তন্মধ্যে ষষ্ঠভলার সম্প্রদায়ের খুব খ্যাতি ছিল। প্রায় ৪-৪৫ বৎসর পূৰ্ব্বে এখানে গোপালচন্দ্র বম্বো'পাধ্যায় মহাশয়ের উদ্যোগে একটি স্বন্দর বাউলের জল গঠিত হইয়াছিল। মানকুণ্ডার উত্তরপাড়ার মজুমদারদের বাটীতে দোল উপলক্ষে উছার প্রথম গাওনা হইয়াছিল। झाञ्चांद्र जल ७ श्रुणिज्ञोंeब्रॉल পুরাকালে বাঙ্গালায় কবি-গীত স্বষ্টি ও প্রচলনের মূলে যেমন চন্দননগরের প্রভাব পরিদৃষ্ট হয়, আধুনিক ভাবের যাত্রা স্বষ্টির আদিতেও তেমনই চন্দননগরের কৃতিত্ব নিতান্ত কম নহে। এই উভয় বিষয়ের জন্ত চন্দননগরের যথার্থই গৌরব করিবার আছে। যাত্রা এদেশে বহু পূৰ্ব্বকাল হইতে প্রচলিত থাকিলেও তাহা ঠিক এখনকার মতন ছিল না। আধুনিক ভাবের যাত্রা প্রথম যখন প্রবর্তিত হয়, সে-সময় যে-সব দল স্বই হয় চন্দননগরের মদনমোহন চট্টোপাধ্যায়ের দল তাহাদের মধ্যে অনেকাংশে শ্রেষ্ঠ এবং সম্ভবতঃ প্রথম । লোকে ইহাকে মদন মাষ্টারের দল বলিত। ইহার পূৰ্ব্বে এখানকার গুরুপ্রসাদ বল্লডের চণ্ডী-যাত্রা বিশেষ প্রসিদ্ধ ছিল। শ্ৰীযুক্ত দীনেশচন্দ্র সেন ও অনাথকৃষ্ণ দেব উভয়েই গুরুপ্রসাদকে অদ্বিতীয়ু যশস্বী বলিয়াছেন। ইহার সম্বন্ধে আর কিছু জানা যায় না। উহা একশত বৎসরেরও পূর্বের কথা। মদন মাষ্টার তাহার অনেক পরে প্রাদ্ধভূত হন। ইহার যাত্রার দল তাহার সময়ে বিশেষ খ্যাতি ও প্রশংসা লাভ কবিয়াছিল। ঐযুক্ত স্বশীলকুমার দে ও অনাথকৃষ্ণ দেব র্তাহীদের গ্রন্থে ইহাকেও প্রাচীন যাত্রাওয়ালাদের মধ্যে উৎকৃষ্ট বলিয়াছেন।+ মদন মাষ্টার প্রথম সখের দল গঠিত করেন। তাহার দলে প্রস্থলাদ-চরিত্র, এব-চরিত্র, দুর্গামঙ্গল, গঙ্গাভক্তিতরঙ্গিণী, রাম-বনবাস ও হরিশ্চন্দ্র অভিনয় হয়। বিদ্যান্বন্দরের পালাও তাহার দলে গাওনা হইত বলিয়া কেহ-কেহ বলেন। এখানকার বেনোহাটায় শিবতলায় প্রথম অভিনয় হয় প্রহ্লাদ-চরিত্র।

  • वजखांबां ७ मांहिष्ठा 4द१ बद्दछब्र कविष्ठां । + Bengali Literature in the Nineteenth Century ७ वtअब्र कविठ ॥