পাতা:প্রবাসী (চতুর্বিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৫৪৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৪থ সংখ্যা ] 皇 BBB BB BBBDSDD GGC CgS BB BB BBB সাড় পাবার উপায় নেই। কারণ চাদ অসাড়, জমছ, প্রাণহীন !” বিমানবিহারী প্রস্থান করিলে মাধবী স্তব্ধ হইয়া ক্ষণকাল তথায় দাড়াইয়া রহিল। তাহার দুষ্ট চক্ষু দিয়া টপ টপ করিয়া কয়েক ফোট জল ঝরিয়া পড়িল, সে যে স্বপে, না.দুঃখে, ব্যথায় ন৷ বিহবলভায় তাহা সে বুঝিতে পারিল না ; শুধু মনে হইল একটা অনচুভূতপূৰ্ব্ব অনুভূতি বৰণস্ফীত গিরিনদীর মতন তাহার চিত্তে প্রবেশ করিয়াছে! স্বথের সহিত কোনো শাখা-উপশাখ। দয়। তাহার যে কোথাও যোগ আছে, তাহা প্রথমে বুঝিতে পালি না, কি ও ক্ষণকাল পরে যখন সে উপলব্ধি করিল যে, সেই প্রবাহের মূল ধারাটাই স্তখের গহবর হইতে নিঃস্বত, তখন সবিস্ময় পুলকে তাহার চিত্ত উচ্ছসিত হইয়া উঠিল । দুঃখ দিয়া এবং দুঃখ পাইয়া যে এত স্থখ পাওয়া যায়, জীবনে সে তাহা এই প্রথম অস্তুভব করিল। লুই পাস্তুর ●ミQ তাহার পর মাধবা ধীরে-ধীরে তাহার কক্ষে প্রবেশ করিয়া উত্তর-দিকের একটা জানালায় আশ্রয় গ্রহণ করিল। কলিকাতার ঘন সম্বন্ধ সৌধমালার অবকাশ দিয়াও তথা হইতে আকাশের কিয়দংশ দেখা যাইতেছিল ; সেই অস্পষ্ট বিলীয়মান নভাংশের দিকে চাহিয়া-চাহিয়া হঠাৎ তাহার মনে হইল, সে ধেন কোন আকাশের টাঙ্গ—আত্ম-নিহিত প্রভায় ভাস্বর হইয়া উঠিয়াছে । মনে হইল কিরণ-রেখার মতন দুই বাহু দ্বার। সে এক পৃথিবীকে বেষ্টন করিয়া ধরিয়া বলিতেছে, ‘ওগো আমার পৃখিবী, আমি তোমার દેવરા, নিকের চাদ নষ্ট ! আমি অসাড়, জমাট, প্রাণহীন নীই ; এই দেখ আমি চঞ্চল, স্পন্ধিত, সঙ্গীব ? মাধবী জাগ্রত থাকিয়। স্বপ্ন রাজ্যে প্রবেশ করিল। একজন অনাত্মীয় যুব-পুরুষ তাহাকে চাদের সহিত উপমিত । করিয়া সোহাগ করিয়াছে এই কল্পনায় তাহার নবোন্মেষিত প্রকৃতি একটা অনাস্বাদিতপূৰ্ব্ব মাধুর্য্য অস্বাদ করিতে লাগিল । ( ক্রমশঃ ) Հ9Պ-Ֆ Ծ