পাতা:প্রবাসী (চতুর্বিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৫৯৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অপরিচিত। পথ বাকি আর নাই ত আমার, চলে এলাম একা ; তোমার সাথে কই হ’ল গো দেখা ? কুয়াশাতে ঘন আকাশ, মান শীতের ক্ষণে ফুল-ঝরাবার বাতাস বেড়ায় কাপন-লাগা বনে। সকল শেষের শিউলিটি যেই ধূলায় হবে ধূলি, সঙ্গিনী-হীন পাখী যখন গান যাবে তার ভুলি, , হয় ত তুমি আপন-মনে আসবে সোনার রথে শুকনো পাতা ঝরা ফুলের পথে। পুলক লেগেছিল মনে পথের নূতন বঁাকে হঠাৎ সেদিন কোন মধুরের ডাকে। দূরের থেকে ক্ষণে-ক্ষণে রঙের আভাস এসে গগন-কোণে চমক হেনে গেছে কোথায় ভেসে ; মনের ভুলে ভেবেছিলাম তুমিই বুঝি এলে, গন্ধরাজের গন্ধে তোমার গোপন মায়া মেলে। . হয়ত তুমি এসেছিলে, যায়নি আড়ালখানা, চোখের দেখায় হয়নি প্রাণের জানা ॥ হয়ত সেদিন তোমার আখির ঘন তিমির ব্যেপে অশ্রুজলের অাবেশ গেছে কেঁপে ] হয়ত আমায় দেখেছিলে বাকিয়ে বঁাকা ভুরু, বক্ষ তোমার করেছিল ক্ষণেক দ্বরু হুরু ; সেদিন হ’তে স্বপ্ন তোমার ভোরের আধো-ঘুমে রঙিয়েছিল হয়ত ব্যথার রক্তিম কুঙ্কুমে ; আধেক চাওয়ায় ভুলে’ যাওয়ায় হয়েচে জাল-বোন, তোমায় আমায় হয়নি জানা-শোনা ॥