পাতা:প্রবাসী (চতুর্বিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৬০০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৫ম সংখ্যা ] অপরিচিত। «ፃ¢ তোমার পথের ধারে ধারে তাই এবারের মত রেখে গেলাম গান গাথিলাম যত । মনের মাঝে বাজল যেদিন দুর চরণের ধ্বনি সেদিন আমি গেয়েছিলাম তোমার আগমনী ; দখিন বাতাস ফেলেচে শ্বাস রাতের আকাশ ঘেরি, সেদিন আমি গেয়েচি গান তোমার বিরহেরি ; ভোরের বেলায় অশ্রুভর অধীর অভিমান ভৈরবীতে জাগিয়েছিল গান ॥ এ গানগুলি তোমার বলে চিনবে কখনো কি ? ক্ষতি কি তায়, নাই চিনিলে, সখী । তবু তোমায় গাইতে হবে, নাই তাহে সংশয়, তোমার কণ্ঠে বাজ বে তখন আমার পরিচয় ; যারে তুমি বাসবে ভালো, আমার গানের সুরে বরণ করে নিতে হবে সেই তব বন্ধুরে । রোদন খুজে ফিরবে তোমার প্রাণের বেদনখানি, আমার গানে মিলবে তাহার বাণী ॥ তোমার ফাগুন উঠবে জেগে, ভরবে আমের বোলে, তখন আমি কোথায় যাব চলে’ ? পুর্ণর্চাদের আসবে আসর, মুগ্ধ বস্থঙ্করা, বকুল-বীথির ছায়াখানি মধুর মূৰ্ছাভর ; হয়ত সেদিন বক্ষে তোমার মিলন-মালা গাথা ; হয়ত সেদিন ব্যর্থ আশায় সিক্ত চোখের পাতা ; সেদিন আমি আস্ব না ত নিয়ে আমার দান ; তোমার লাগি রেখে গেলেম গান ॥ ষ্টীমার এগুিস ১৮ অক্টোবর শ্ৰী রবীন্দ্রনাথ ঠাকুর ) పెఇ 8