পাতা:প্রবাসী (চতুর্বিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৬১১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

و سيا) কৰ্ম্মকেন্দ্র, ও চিন্তাকেন্দ্র হইতে আর্থিক তথ্য সংগ্ৰহ কল্পিবার চেষ্টা চলিবে । (৩) ভারতের নানা স্থানে বিদেশী কনসাল এবং ব্যাঙ্ক, শিল্প-প্রতিষ্ঠান, ইত্যাদির প্রতিনিধিরা মোতায়েন আছেন। তাঙ্গদের সঙ্গে এই পরিষৎ বাঙালী জাতির আর্থিক চিন্তাসম্পর্কিত লেন-দেন চালাইবার ব্যবস্থা করিবেন । ( 4 ) দেশের সমস্ত-সম্বন্ধে বিদেশী ধন-কেন্দ্র, শিল্পকেন্দ্র, বিশ্ববিদ্যালয় এবং পরিষদের পণ্ডিত ও বিশেষজ্ঞের নিকট আলোচনা-প্রণালী এবং মতামত চাহিয়া পাঠানো হইবে। ( e ) বিদেশী বিজ্ঞান-দক্ষ নরনারীকে বক্তা, শিক্ষক বা গবেষক-ঃিসাবে ভাডা করিয়া আনা হইবে । ( ৬ ) দেশ-বিদেশের সঙ্গে গবেষক-বিনিময়, অধ্যাপক-বিনিময়, গ্রন্থ-fবনিময়, পত্রিকা-বিনিময় ইত্যাদি কাজের ভার লওয়া হইবে । সভ্য ও সহায়ক ধনবিজ্ঞান এবং আর্থিক জীবন আলোচনা করিবার কাজে সাহায্য করা বাংলার সকল শ্রেণীব লোকেরই স্বার্থ। বিশেষ করিয়া কয়েক শ্রেণীর নাম উল্লেখ করা যাইতেছে । ( ১ ) দেশে অথবা বিদেশে শিক্ষণ-প্রাপ্ত প্রত্যেক রাসায়নিক ও পূর্তবিৎ ( এঞ্জিনিয়ার ) বঙ্গীয ধনবিজ্ঞানপবিষ্যকে পুষ্ট করুষ! তুলিবেন আশা করা যায়। অধিকন্তু রুষ, শিল্প, ব্যাঙ্কিং বীমা (ইনশিওর্যান্স, ) ও বাণিজ্যে অথবা এই সকল বিভাগেব শিক্ষণকাৰ্য্য র্যাঙ্গল নিযুক্ত আছেন তঁreাদেব সকলের সাহায্যই পরিষদের পক্ষে অবিশু সক । (২ ) এষ্টধরণেব আর-এক শ্রেণীব লোক দেশের আর্থিক কথা সম্বন্ধে সবিশেষ অভিজ্ঞ । তাঙ্গর সরকাণী চাক্‌খে-হিসাবে কিষাণ, মজুর, জমিজমা, রেল, খাল, বন, মাছ, দুধ, স্বাস্থ্য, থনি, চাষ ইত্যাদি বিষয়ক তথ্য : সৰ্ব্বদা ঘাটাঘাটি করিতে অভ্যস্ত। বাঙালী ডেপুটি ম্যাজিষ্ট্রেট, ম্যাজিষ্ট্রেট-কলেক্টর, এবং অন্যান্য অল্প বিস্তর দায়িত্বপূর্ণ কৰ্ম্মে বাহাল কৰ্ম্মচারিরা এই পরিষদের বড়

  • প্রবাসী—ফান্তন, )\Oరి

{ ২৪শ ভাগ, ২য় খণ্ড খুটা বিবেচিত হইবেন সন্দেহ নাই। তাহাদের সহযোগিতা যার-পর-নাই বাঞ্ছনীয় । (৩) আজকাল সঙ্গরে-মফঃস্বলে নানা ব্যক্তি সরকারী ব্যবস্থাপক সভা ইত্যাদি রাষ্ট্রীয় কৰ্ম্মমণ্ডলে সভ্য নিৰ্ব্বাচিত হইবার স্বযোগ পাইতেছেন। এই স্থত্রে ধনবিজ্ঞান এবং আর্থিক জীবন-সম্বন্ধে আলোচনা করা র্তfহাদের প্রত্যেকেরই নিত্য কৰ্ম্মপদ্ধতির অন্তর্গত। স্বতরাং তাহারা সকলেই এই পরিষদের সহায়ক হইবেন বিশ্বাস কfর । বস্তুতঃ তাহাদের আলোচনায় রসদ জোগানোই এই পরিষদের অন্যতম কাজ । ( 4 ) পল্লী-সেবক-মাত্রের পক্ষেই ধন-বিজ্ঞান পরিষদের কাজকৰ্ম্ম বিশেষ মূল্যবান। তাহাদের সাহায্যে এই পরিষৎও যথেষ্ট পুষ্টিলাভ করিতে পরিবে । ( e ) মজুর-জীবন সম্বন্ধে আলোচনা করা অথবা মজুর আন্দোলনের নেতৃত্ব করা যেসকল নরনারীর সাধনার ঠাই পরে তাহাদের পক্ষেও এই পরিষদের পুষ্টি বিধান করা অবশ্য কৰ্ত্তব্য । (৬) ধনবিজ্ঞান বিদ্যায় স্কুল-কলেজে ছাত্র পড়ানো যাহাঁদের ব্যবসা তাছাদের সঙ্গে এই পরিষদের সংশ্ৰব অতি ঘনিষ্ঠ বলাই বাহুল্য। ( ৭ ) সংবাদ-পত্র, মাসিক পত্রিকা ইত্যাদি সাময়িক সাহিত্যের প্রকাশক, প্ৰবৰ্ত্তক, পৃষ্ঠপোষকেরা সাংবাদিক শ্রেণীর লেখকেরা এই পরিষদের অন্যতম সহায়ক ধরিয়া লইতেছি । ( ৮ ) বাংলা সাহিত্য এবং বাঙালী জাতির উন্নতি কামনায় যেস্থলে ধনী জমিদার, শিল্পপতি বা উকীল টাকা খরচ করিতে অভ্যস্ত অথবা এই উদ্দেশ্যে যাহারা হাতে-পায়ে মাথায় খাটিয়া থাকেন, তাহাদের ভাবুকতা এই পরিষদের উপরও বর্ষিত হইতে থাকিবে, বিশ্বাস করা চলে । ( ৯ ) সাৰ্ব্বজনিক জীবন এবং পররাষ্ট্রনীতি যাহাদের আলোচনার বিষয় তাহারা এই পরিষদের আবশ্যকতা সহজেই বুঝিবেন। পরিচালনা ও পরিচালক (ক) সভ্য সংখ্যা সম্প্রতি ধরিয়া লওয়া গেল ১• • • । এবং