পাতা:প্রবাসী (চতুর্বিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৬১২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৫ম সংখ্যা ] বঙ্গীয় ধনবিজ্ঞান-পরিষৎ Qb" প্রত্যেক সভ্যকে বাধিক ৮< করিয়া টাদা দিতে হইবে । তাহার পরিবর্তে প্রত্যেকে মাসিক ১• • পৃষ্ঠা-ব্যাপী “ধনবিজ্ঞান” নামক পত্রিকা পাইবেন । সঙ্গে-সঙ্গে পরিষদের পরিচালক-বাছাই এবং অন্যান্ত কাজে প্রত্যেকের যোগ থাকিবে । (খ ) পরিচালক-সমিতি । পারচালকেরা সকল সভ্য কর্তৃক দুই-দুই বৎসর অন্তর নির্বাচিত হইবেন। পচিশ জন এই সমিতিতে ঠাই পাইবেন। তাহাদের ভিতর পাঁচজনের বেশী ধনবিজ্ঞান বিদ্যার অধ্যাপক এবং সাতজনের বেশী উকিল ব্যারিষ্টার ও চিকিৎসক থাকিতে পারিবেন না। অন্তান্ত সকলে কৃষি, শিল্প, ব্যাঙ্ক, বীমা, বাণিজ্য ইত্যাদি সংক্রান্ত কৰ্ম্মে অভিজ্ঞতার জন্য নির্বাচিত হইবেন । নিৰ্ব্বাচন ইত্যাদির নিয়ম যথাসময়ে স্ববিস্তারিতরূপে আলোচনা-সাপেক্ষ । (গ ) ঘে পচিশজন লোক পরিচালক-সমিতি গড়িয়া তুলিবেন তাহার ভিন্ন-ভিন্ন পচিশটি বিষয়ে বিশেষজ্ঞ অথবা বিশেষজ্ঞরূপে গড়িয়া উঠিতেই সচেষ্ট এইরূপ বুঝিতে হইবে । বিষয়গুল দ্বিবিধ । ( ১ ) স্বদেশী :–ব্যাঙ্ক, মুদ্রা, রেল, জাহাজ, বীমা কুদরতী মাল, বন, খনি, লোক-সংখ্যা, স্বাস্থ্য, জমিজমার বন্দোবস্ত, পল্পীজীবন, ফ্যাক্টরি-কেন্দ্র, আর্থিক আইন এবং শিল্প-সংগঠন, এই পনেরো বিষয়ের তথ্যের ও তত্ত্বের দেশ-সম্বন্ধে যাহাদের অভিজ্ঞতা আছে তাহারা পরিচালক হইবার যোগ্য । (২) বিদেশী ইংল্যাও, আমেরিক, ফ্রান্স, জার্মানি রুশিয়া, ইতালি, জাপান ও তুর্কী এই অষ্ট দেশের জন্য আট জন বিশেষজ্ঞ বাছিয়া পরিচালক-সমিতিতে বসাইতে হইবে। তাহার উপর বিদেশ-বিষয়ক দুইটা মোট ঘর রাখা হইবে । এক ঘরের জন্য ধনিক-সমাজের ক্রমবিকাশসম্বন্ধে বিশেষজ্ঞ আবশ্যক । আর-এক ঘরের জন্ত শ্রমিক ও কিষাণ-সমাজের ক্রমবিকাশ-সম্বন্ধে অপর এক বিষেশজ্ঞ দরকার হুইবে । জাপান-সম্বন্ধে চাই মুসলমান বিশেষজ্ঞ আর তুর্কী-সম্বন্ধে বিশেষজ্ঞ হইতে হইবে হিন্দুকে। এই পচিশ :বভাগের পরিবর্তে অন্ত কোনো শ্রেণীবিভাগ ও চলিতে পারে বলা বাহুল্য । বস্তুতঃ বৰ্ত্তমান ক্ষেত্রে তর্ক-বিজ্ঞানের তরফ হইতে একটা নিখুঁজ শ্রেণীবিভাগ কায়েম করা সম্ভব নয় । যাহাতে কালে বিভিন্নবিষয়ে বিশেষজ্ঞের স্বাক্ট হইতে পারে সেই দিকে নজর দিয়া আলোচ্য বিষয়ের বৈচি৭্য প্রদর্শিত হুইল মাত্র। ( ঘ ) পরিচালকেরা পরিষৎ-সংক্রাস্ত সকলপ্রকার কাজের ভার লইবেন । বক্তৃতাদির ব্যবস্থা করা, দেশবিদেশের সঙ্গে নিয়মিত পত্র-ব্যবহার চালানে, গ্রন্থপুত্রিকাদির প্রকাশ, ইত্যাদি সবই এই সমিতির অধীনে নিয়ন্ত্রিত হইবে । ( ঙ ) পরিচালক সমিতির অধ্যক্ষ হইবেন বেতন প্রাপ্ত কৰ্ম্মচারী। ধন বিজ্ঞান বিদ্যায় ব্যুৎপন্ন এবং ফরাসী ও জাৰ্ম্মান ভাষায় অভিজ্ঞতাবিশিষ্ট ব্যক্তিকে অধ্যক্ষের পদ দিতে হুইবে । পরিষদের শাসন-বিষয়ক সকল ধান্ধাই এই কৰ্ম্মচারীর ঘাড়ে পড়িবে। অধ্যক্ষ গবেষকদিগের অনুসন্ধান কাৰ্য্যের পর্য্যবেক্ষক থাকিবেন । “ধনবিজ্ঞান”-পত্রিকার সম্পাদন-ভার তাহার হাতেই থাকিবে । অধিকন্তু গ্রন্থশালার তত্ত্বাবধান করা এবং গ্রন্থ প্রকাশের তদবির করা তাহার এলাকার অন্তর্গত । গবেষক ( ক ) আপাততঃ বিভিন্ন পাচ বিষয়ে পাচ জন গবেষক বাহাল হইবেন । বিষয়গুলা নিম্নরূপ :– ( ১ ) ব্যাঙ্ক, মুদ্রা, রাজস্ব ইত্যাদি। (২) রেল, ষ্টীমার, জাহাজ, ইনশিওর্যান্স ইত্যাদি । দেশের স্বাস্থ্য, লোক সংখ্যা, সাৰ্ব্বজনিক চিকিংস ইত্যাদি (চিকিৎসা-বিজ্ঞানের পাশকরা ডাক্তারকে এই পর দিতে হইবে। তিনি অব চিকিৎসা-ক্ষেত্রে ব্যবসা চালাইতে পারিবেন না । আর্থিক অবস্থার সঙ্গে স্বাস্থ্যতত্ত্বের যোগাযোগ আলোচনা করা তাহার কৰ্ম্ম থাকিবে । ) ( ৪ ) মজুর ও কিষাণ । ( 4 ) শিল্পোন্নতি ও বহিৰ্ব্বাণিজ্য। (খ ) অধ্যক্ষের সঙ্গে পরামর্শ করিয়া এই পাচজন গবেষক নিজ-নিজ আলোচ্য-ক্ষেত্রে অস্থসন্ধান চালাইবেন, সাময়িক সমস্তাগুলার মীমাংসায় মনোযোগী হইবেন, অন্তর্জাতিক ভাব ও কৰ্ম্মবিনিময়ের জন্য দায়িত্ব লইবেন ।