পাতা:প্রবাসী (চতুর্বিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৬১৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Qbb" প্রবাসী—ফাঙ্কন, ১৩৩১ [२8* छागं, २ग्न थ७ অধিক সংবাদ সংগ্ৰহ করিবেন, “ধনবিজ্ঞান”-পত্রিকা সম্পাদনের কাজে মাথা খাটাইবেন এবং অন্যান্য উপায়ে পরিষদের উদ্দেশু কার্ধ্যে পরিণত করিতে সচেষ্ট হইবেন। (গ) গবেষকের মাসিক বৃত্তি পাইবেন । কলেজের অধ্যাপক-হিসাবে তাহাদের জন্য আর্থিক ব্যবস্থা করা হইবে। প্রত্যেককেই ফরাসী এবং জাৰ্ম্মান ভাষায় গ্রন্থ পত্রিকাদি ব্যবহার এবং পত্র লিখিবার মতন দখল দেখাইতে হইবে। পচিশ হইতে বত্ৰিশ বৎসরের ভিতর যাহাদের বয়স এইরূপ বাঙালীকে গবেষক পদে বাহাল করিতে হইবে।

  • ধনবিজ্ঞান”-পত্রিকা

(ক) বঙ্গীয় ধনবিজ্ঞানপরিষৎ “ধনবিজ্ঞান” নামে পুরাপুরি বাংলা ভাষায় মাসিক পত্রিকা চালাইবেন। একশ’ পৃষ্ঠায় কাগজ বাহির হইবে। আকার থাকিবে “প্রবাসী” ইত্যাদির মতন । দাম হুইবে বাৰ্ষিক ৬২ ৷ (খ) অধ্যক্ষ এবং গবেষকগণ পত্রিকা বাহির করিবার জন্ত দায়ী থাকিবেন । তবে একমাত্র গবেষকদের রচনা, অনুবাদ বা সঙ্কলনই পত্রিকায় ছাপা হইবে এমন নয়। গবেষকের পত্রিকার বিভিন্ন বিভাগ-সম্বন্ধে দায়িত্ব লইয়া দেশের নানা অভিজ্ঞতা-বিশিষ্ট ব্যক্তিকে বাংলা ভাষায় ধনবিজ্ঞানবিষয়ক সাহিত্য স্বষ্টির কাজে আহবান করিবেন । বাহিরের লেখকদের রচনার জন্য দক্ষিণা দেওয়া হইবেন তাহাদের রচনা পত্রিকার উপযুক্ত বিবেচিত না হইলে গবেষকেরা নিজ রচনার দ্বারা অভাব পূরণ করিতে বাধ্য থাকিবেন। (পত্রিকার কোথাও বাংলা হরপ ছাড়া আর কোনো হরপ ব্যবহৃত হইবে না, —মায় ফুটুনোটেও নয় আর ব্র্যাকেটের ভিতরও নয়)। (গ) একশ পৃষ্ঠার জন্য পত্রিক নিম্নরূপ বিভক্ত হুইবে – w প্রবন্ধ (বিশ্ববিদ্যালয়ের বি-এ, এম-এ, ক্লাসে যেধরণের বিদেশী গ্রন্থাদি পঠিত হইয়া থাকে অন্ততঃ সেই দরের মৌলিক রচনা অথবা অহবাদ বা সঙ্কলন এই অধ্যায়ে ঠাই পাইবে ) e • পৃষ্ঠা বঙ্গীয় ধনবিজ্ঞান পরিষদের মাসিক সংবাদ ৫ . মাসিক সাহিত্য ( ফরাসী, জাৰ্ম্মান, মার্কিন, ইংরেজ, জাপানী, ইতালিয়ান, রুশ এবং অন্যান্ত ধনবিজ্ঞানবিষয়ক পত্রিকার সূচী নিয়মিত ছাপা হইবে তর্জমায় কোনোকোনো প্রবন্ধের সংক্ষিপ্ত সারও দেওয়া যাইবে ) ১০ পৃষ্ঠা গ্রন্থপঞ্জী ( ধনবিজ্ঞান-সম্বন্ধে দেশী-বিদেশী যেসকল বই ছাপা হয় সেই সকলের বাংলা নাম, ধাম, সন, তারিখ প্রকাশ করা হইবে বাংলা হরপে সংক্ষিপ্ত পরিচয় সহ ) ১• পৃষ্ঠা ধনদৌলতের গতিবিধি ( দুনিয়ার কৃষি, শিল্প, বাণিজ্য, টাকার বাজার, মূলধনের চলাফের, রাজস্বব্যবস্থা ইত্যাদি “সংবাদ’ প্রকাশিত হইবে নিয়মিতরূপে ) .. ১০ পৃষ্ঠা আর্থিক ভারত ( ভারতীয় কৃষিশিল্প বাণিজ্যবিষয়ক ক্রমবিকাশের তথ্য ও অঙ্ক এই বিভাগের আলোচ্য কথা । বৃটিশ ভারতের বহিভূত রাজরাজড়াদের “ষ্ট্রেট”-সম্বন্ধেও সংবাদ থাকিবে ) ১• পৃষ্ঠা শিক্ষা ও সমাজ ( দেশবিদেশের বিদ্যা-কেন্দ্রে ও ধনকেন্দ্রে কখন কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের সংশ্রবে কোন কোন আন্দোলনের স্বত্রপাত হইতেছে সেইসকল বিষয়ে তথ্য প্রচার করা হইবে ) ৫ পৃষ্ঠা اووه • دا গ্রন্থ প্রকাশ ( ক ) বাংলা ভাষায় আপাততঃ দশ খানা বই প্রকাশের ব্যবস্থা করা হইবে । অন্ততঃ ৫০০ পৃষ্ঠায় প্রত্যেক কেতাব সম্পূর্ণ থাকিবে । বিশ্ববিদ্যালয়ের বি-এ ক্লাসের পাঠ্য নির্বাচিত হইবার উপযুক্ত গ্রন্থ প্রণীত হইবে। লেখকদিগকে যথোচিত বৃত্তি দেওয়া যাইবে । পাচ বংসরের ভিতর দশখানা বই বাহির হওয়া চাই । (খ) এইসকল গ্রন্থের লেখক চুঢ়িয়া বাহির করা অধ্যক্ষের কার্য্য থাকিবে । গবেষকেরা এইসকল লেখকের অন্তর্গত নন। লেখকদের সঙ্গে মাসিক বৃত্তির বন্দোবস্ত করা হইবে না। ফুরণ করিয়া পাণ্ডুলিপির উপর দক্ষিণা দেওয়া যাইবে । (গ) গ্রন্থগুলা নিম্নলিখিত দশ বিষয়ে তৈয়ারি হইবে –(১) ব্যাঙ্ক, (২) শিল্প-কারখানা, (৩) রেল,