পাতা:প্রবাসী (চতুর্বিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৬১৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৫ম সংখ্যা ] - (৪) স্বাস্থ্য ও ধনদৌলত, (৫) জমিজমা, (৬) মূল্য, (৭) বহিৰ্ব্বাণিজ্য, (৮) বীমা, (৯) মজুর-জীবন, (১০) পাট। (ঘ) প্রত্যেক গ্রন্থ ২••• কাপি ছাপা হইবে। লেখকের দক্ষিণাসহ বই-প্রতি প্রকাশের খরচ আছুমানিক ধরা যাইতেছে ২• • • । দশখানা বাহির করিতে V •,• • •< l গ্রন্থশালা ও পাঠাগার ( ক ) •নানা ভাষায় ধনবিজ্ঞান ও আর্থিক জীবন বিষয়ক গ্রন্থ, পুস্তিকা এবং পত্রিকা সংগ্ৰহ করিবার জন্ম বঙ্গীয় ধনবিজ্ঞান পরিষৎ একটা গ্রন্থশালা কায়েম করিবেন। এইজন্য প্রথমেই নগদ আবশ্বক ৫০•০২ ৷ (খ ) দেশী বিদেশী দৈনিক, মাসিক ও ত্রৈমাসিকের জন্তু বার্ষিক লাগিবে ১৫e e< । . (গ) বাষিক বই কিনিতে হইবে আপাতত: (ঘ) পাঠাগারে বসিয়া যে-কোনো লোক কেতাব ও কাগজ পাঠ করিবার অধিকার পাইবেন। (ঙ) গ্ৰন্থরক্ষক বেতনপ্রাপ্ত স্থায়ী কৰ্ম্মচারী। . কলেজের ধনবিজ্ঞানাধ্যাপকের সমান তাহার পদ। ফরাসী এবং জার্মান ভাষায় অভিজ্ঞতা থাকা চাই । (চ) গ্ৰন্থরক্ষক কয়েকজন সহকারী পাইবেন এবং অধক্ষের সঙ্গে পরামর্শ করিয়া কাজ চালাইবেন । খরচপত্র পাচ বৎসরে দুই লাখ মাসিক বার্ষিক পাচ বৎসরে 회 - e. Re,به ه ه গ্রন্থশালা حده ه هو 6 لا বৃত্তি ও বেতন --- ( অধ্যক্ষ, ৫ গবেষক, গ্ৰন্থরক্ষক ) ১,৭০০২ Rه دا یا -ه ه 8 و م R,۰ • • یا পাচজন সহকারী ( ফরাসী এবং জাৰ্ম্মান ভাষায় অভিজ্ঞ “টাইপিষ্ট" আবশ্যক ) 8 8 \ ه ه,bre os * 8,۔ه ه ه) কাৰ্য্যালয় ও গ্রন্থশালা এবং পাঠাগারের সরঞ্জাম ه ه ۹,۰ د: \۔ه ه 8 وه يده هة ، পাচজন সেবক ( দপ্তরী সমেত ح ه ه ه ,من کتاتثنث ټه ه لا > Պթ,օ ه ه ، - مناس-۹et বঙ্গীয় ধনবিজ্ঞান-পরিষৎ ☾ba পত্রিকার খরচ এইখানে দেখানো হয় নাই। একশ পৃষ্ঠার কাগজ মাসিক ৩••• ছাপিতে এবং ডাকে ছাড়িতে লেখকদের দক্ষিণা সহ আহমানিক ধরা হইতেছে বার্ষিক ৬•••২। পরিষদের সভ্য-সংখ্যা ১••• হইলেই ৮••• উঠে। কাজেই পত্রিকার জঙ্ক আলাদা আর্থিক দায়িত্ব নাই। মোটের উপর পাঁচ বৎসরের জন্য ১৭৯,•••এর ফর্দ । ধরা যাউক, দুই লাখ মুদ্রা । এই পরিমাণ টাকা খরচ করিতে পারিলে গোট বাঙ্গালী জাতিকে ধনবিজ্ঞানের পাঠশালায় হাতে-খড়ি দিবার জন্য পাঠানো সভব } ( পুসার কৃষিকলেজে গবমেন্ট ভারতবাসীর টাকা খরচ করেন প্রতিবৎসর প্রায় দশ লাখ টাকা । ) লাভালাভ পাচ বৎসরের পর যদি বঙ্গীয় ধনবিজ্ঞান-পরিবৎ উঠিয়া যায় তাহা হইলে বাঙালী জাতির লাভ-লোকসান কতটা ? দুই লাখ টাকা খরচ ধরিয়া লওয়া হইয়াছে। ( ১ ) জমার ঘরে,—দশখানা বি-এ, ক্লাসের পাঠ্য ধনবিজ্ঞানবিষয়ক গ্রন্থ । ( e••• পৃষ্ঠা )। (২) ১৫,•••< দামের ফরাসী, জার্শ্বান ও ইংরেজী গ্রন্থ এবং পত্রিকা। এইসব যে-কোনো লাইব্রেরিকে উপহার দেওয়া যাইতে পারে। কাজেই মাল নষ্ট হইবে না ! (৩) ৬• • • পৃষ্ঠায় ভরা "ধনবিজ্ঞান” পত্রিকার ৬০ সংখ্যা । এইসবও বাংলা সাহিত্যের অভিনব সম্পদ। ( ৪ ) সাতজন বাঙালী যুবা পাঁচ বৎসর ধরিয়া দুনিয়ার ধনবিজ্ঞানসেবীদের সঙ্গে সমগ্র বাংলাদেশের যোগাযোগ কায়েম করিবার জন্ত মোতায়েন থাকিবেন । একমাত্র এই কাজের জন্যই দুই লাখ টাকা খরচ করিলেও অতি-কিছু করা হয় না । (৫) পচিশজন পরিচালক বাংলার চিন্তা-সম্পদ পুষ্ট করিবার জন্য আর্থিক জীবনের ভিন্নভিন্ন কৰ্ম্মক্ষেত্রে বিশেষজ্ঞ হুইবার স্বযোগ পাইবেন । সেই স্বযোগ বর্তমানে কোনো বাঙালী পাইতেছেন না।