পাতা:প্রবাসী (চতুর্বিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৬৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মৌর্য্য চন্দ্রগুপ্ত সংবৎ শ্ৰী সেবানন্দ ভারতী ( কলিঙ্গ-চক্রবর্তী ক্ষারবেল--হস্তিগুম্ফালিপি ) বিগত ১৯১৭ খৃষ্টাব্দের ডিসেম্বর মাসে প্রকাশিত বিহারউড়িষ্যা রিসার্চ-সোসাইটির জনালের তৃতীয় ভাগে চতুর্থ ংশে ভুবনেশ্বরের নিকটবৰ্ত্তী উদয়গিরি পাহাড়ের হস্তিগুম্ফা গুহায় উৎকীর্ণ কলিঙ্গচক্রবর্তী ক্ষারবেলের ত্রয়োদশবর্ষব্যাপী রাজত্বের বিবরণ-পূর্ণ লিপির অভিনব পাঠোদ্ধার ও ব্যাখ্যা প্রচারিত হয় । ১৮৮৫ খৃষ্টাব্দ হইতে এই গুহালিপির বাৰ্ত্তা বিদ্বৎসমাজে আলোচিত হইয়া আসিতেছে, কিন্তু চহার প্রকৃত পাঠ ও ব্যাখ্যার উদ্ধার-সাধন এপর্য্যন্ত হয় নাই বলিয়া এই লিপি ঐতিহাসিকগণের নিকট একপ্রকার ব্যবহারের অধোগ্য বলিয়া মনে হইতেছিল। কলিঙ্গের প্রাচীন ইতিবৃত্তের তমসাচ্ছন্ন গর্ভে নেত্রপাত করিবার পক্ষে ভারতের প্রাচীন ইতিহাসের অন্ধকারময় কক্ষে আলোক-বর্তৃিকারূপে এই লিপি এখন ঐতিহাসিকগণের নিকট কিরূপ আদরণীয় বস্তু তাহ ১৯১৮ সালের রয়াল এসিয়াটিকৃ সোসাইটির জর্ণলে প্রকাশিত মিঃ ভিন্সেণ্ট এ স্মিথ সাহেবের একখানি পত্রে বুঝিতে পারা *If I ( New Light on Ancient India- J. R. A. S., 1918 July and October ) fesa woré, হইতে পাটনার ব্যারিষ্টার শ্ৰীযুক্ত জয়সূওয়াল ও ঐতিহাসিক শ্ৰীযুক্ত রাখালদাস বন্দ্যোপাধ্যায় মহাশয়দ্বয়কে এই লিপির প্রকৃত পাঠ ও ব্যাখ্যা উদ্ধার করিবার জন্য সনিৰ্ব্বন্ধ অমুরোধ করায় এই দুইজন ভারতের কৃতী সন্তান বিহার-উড়িষ্যার মহামান্য ছোটলাট গেটু সাহেবের বিশেষ কাৰ্য্যকারিণী সহায়তায় এই গুহালিপির স্পষ্ট প্রতিকৃতি লইয়া ইংরেজী ভাষায় তাহদের মন্তব্যসহ প্রকাশ

  • EXia ( J. B. (). R. S., Vol. III, Part IV —-Pp.

4:25 ::07 ) এই লিপি প্রায় দুই সহস্র বর্ষ পূৰ্ব্বে খোদিত । ইহা সপ্তদশ পংক্তিতে সম্পূর্ণ। প্রথম চারি পংক্তি পরিষ্কার ; পঞ্চম পংক্তি প্রায় তদ্রুপ ; ষষ্ঠ হইতে পঞ্চদশ পংক্তিগুলি স্থবিধাজনক নহে ; শেষ দুই পংক্তি স্বন্দরক্সপেপাঠের যোগ্য —এই দুই পংক্তিতেই আলোচ্য অন্ধ উৎকীর্ণ-১৬৫ ‘রাজমুরীয় কালে সম্পন্ন । এই অব মৌর্য্য চন্দ্রগুপ্ত সংবৎ বলিয়া অfমর ধরিতে প্রস্তুত । কিন্তু বিভিন্ন মনীষিগণ ইহার বিভিন্নপ্রকার ব্যাখ্যা করিয়াছিলেন বলিয়া এতদিন ইহা সংশয়পূর্ণ ছিল—এক্ষণে নিঃসন্দেহে উহা পুরাণোক্ত মৌর্য্যবংশীয় চন্দ্রগুপ্তের অব্দ বলিয়া প্রতিপন্ন হইতেছে । f** *ifox offs. Early History of India Atwo ভারতের প্রাচীন ইতিহাসে চন্দ্রগুপ্তের আবির্ভাবের যেকাল নির্দেশ করিয়া আসিতেছিলেন এক্ষণে তাহার পরিবৰ্ত্তন করিতে সমুখস্থক । রয়াল এসিয়াটিক সোসাইটির জনালে তিনি স্পষ্টতর র্তাহার মত-পরিবর্তনের কথা বিঘোষিত করিয়াছেন এবং তাহার ঐতিহাসিক & Co. (Oxford History of India, p. 70) এই ক্ষারবেল-লিপি-অনুসারেই খৃষ্ট পূৰ্ব্ব ৩২৬-৩২২ অকের মধ্যে মৌর্য্য চন্দ্রগুপ্তের রাজ্যাভিষেক কাল বলিয়া লিখিয়াছেন । শ্ৰীযুক্ত রাখালদাস বন্দ্যোপাধ্যায় মহাশয় এই লিপিঅনুসারেই জৈন ধৰ্ম্মের প্রশৰ্মক মহাবীরের ও গৌতমবুদ্ধের নিৰ্ব্বাণকাল যথাক্রমে ৫২৭ ও ৫৭৩ খৃঃ পুঃ অব্দে নির্দেশ করিয়াছেন । শ্ৰীযুক্ত জায়সওয়াল মহাশয় স্বঙ্গ ও শিশুনাগ রাজবংশের বিবরণেও অনেক নূতন তথ্যের সংবাদ উপস্থিত ক<িয়াছেন । নানাঘাটের লিপিকে প্রথম ধরিলে মৌর্য্য সম্রাট অশোকের পরে এই ক্ষারবেল-লিপিকে ঐতিহাসিক-ভাবে দ্বিতীয় প্রাচীন লিপি বলিয়। গ্রহণ করিতে হয় । ইহা ১৬০ খৃষ্ট পূৰ্ব্বাবের খোদিত লিপি,—অৰ্দ্ধমাগধী ও জৈন প্রাকৃতের লক্ষণযুক্ত [ বাঙ্গালা ভাষার প্রাচীন প্রতিকৃতি ] অপভ্রংশ প্রাকৃত ভাষায় উৎকীর্ণ। কলিঙ্গপতি সম্রাটু ক্ষরিবেলের গৌরব-কাহিনীর প্রত্যেক বর্ষের বিবরণ পৰ্য্যায়ক্রমে খোদিত রহিয়াছে। নীরব গুহা নীরবে সেই