পাতা:প্রবাসী (চতুর্বিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৬৩৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৫ম সংখ্যা ] এক্ষণে প্ৰবৰ্ত্তক সজের শিক্ষা-বিষয়ক কাৰ্য্যে লাগানে হইয়াছে। (১)


سیسم-سسه

---ی۔ ۔ چ----- ~ ----۔ ఎ! চন্দননগরের দেবালয় ও উপাসনাগার ు)& নিৰ্ম্মাণ করিয়া দিয়াছিলেন । o সালের ১৭ই ফান্ধন উহা প্রতিষ্ঠিত ु | শিব-মন্দিরের মধ্যে গোম্বলপাড়ার শিশুরাম বন্দ্যোপাধ্যায় মহাশয়ের প্রতিষ্ঠিত মন্দির-চতুষ্টর অনেক পুরাতন। উহা আনুমানিক ১৫০ বৎসর পূৰ্ব্বে প্রতিষ্ঠিত হইয়াছে। পালপাড়ার পালেদের শিবালয় বা শিববাটীর নির্মাণ-কাল ঠিক জানিতে ন। পর। যাইলেও, উছাও প্রায় ১৫০ বৎসর পূর্বের। এই মন্দিরের শ্ৰীশ্ৰী গোপেশ্বর নামক শিবলিঙ্গের স্তায় বৃহদায়তনের লিঙ্গমূৰ্ত্তি সচরাচর দেখা যায় না । ইহার পার্থেই শিল্পনৈপুণ্যবিশিষ্ট একটি প্রাচীন রাসমঞ্চ আছে। ইহাও পালেদের, সম্ভবতঃ রাধামোহন পাল মহাশয়ের দ্বারা এইসকল প্রতিষ্ঠিত হইয়াছিল। শিবলিয়ের বিস্তুত প্রাঙ্গণ ও উহার চতুষ্পার্ষের বারান্স ধিলান প্রভৃতি এবং অসংস্কৃত জীর্ণ রাসমঞ্চ আদি দেখিয়া পুর্বই ঐ অনুমান করা যায়। উহা এক্ষণে বৃক্ষসমাচ্ছন্ন জনহীন অন্ধকার পল্লীপথ-পাশ্বে দাড়াইয়া পালেদের পূর্ব-গৌরব-কথা স্মরণ করাইয় দিতেছে। দেখিলেই মনে হয় একসময় উহা অতি আড়ম্বরপূর্ণ ও সৰ্ব্বদ উৎসবস্বানন্দ-মুখরিত থাকিভ। এই পালেদের আর চারিটি শিবমন্দির অাছে অধুনালুপ্ত প্রাচীন গলার কারখানার ভগ্নাবশেষ রখপ্রতিষ্ঠাতা স্বনামধন্ত যাদ্ধ ঘোষ মহাশয় শ্ৰীশ্ৰী জগন্নাথদেবের জন্ম বাড়ী প্রস্তুত করিয়া দেবমূৰ্ত্তি প্রতিষ্ঠা করেন। তিনিও স্বপ্নে আদিষ্ট হইয়৷ এই কার্ধ্যে প্রবৃত্ত হন বলিয়া শুনা যায়। দ্বাদশ-গোপালের সময় এখানে পূৰ্ব্বে একটি মেল বসিত। এখনও বহু লোক সমাগম হুইয়া থাকে, রণেও ধুম যথেষ্ট হইয় থাকে। কিন্তু দুঃখের বিষয় সংস্কারীভাবে জগন্নাথের বাড়ী এখন ঐী হীন, রথের অবস্থাও তত ভাল নহে ; কয়েক বৎসর হইল উহার সামাগুরূপ সংস্কার হইয়াছে মাত্র। বাছ ঘোষ মহাশয় গুfপনাথের আখড়া নামে একটি আখড়া-বাটী y (3) U. F. C. Mission School Magazine—Vol. II. —a Line of Old and Splendid Temples—ly KamalaSianta Banerjee. ভষ্মধ্যে শ্ৰীশ্ৰী চন্দ্রশেখর ও শ্ৰীশ্ৰীবিশ্বেশ্বর নামে দুইটি ১২১৪ সালে প্রতিষ্ঠিত, অীর দুইটিও প্রায় সমসাময়িক। এগুলি সম্ভবতঃ মহাভারত পীল মহাশয়ের দ্বার প্রতিষ্ঠিত । এইসব দেবলয়ে এখনও অতি সীমাস্কভাবে নিত্য সেবা হইয়া থাকে বটে, কিন্তু বড় আশ্চর্য্যের বিষয় যে, বেসব মহাত্মা এমনসব কীৰ্ত্তি রাখিয় গিয়ছেন, উtহার সেবা ও সংস্কারের কোনো পাকা ব্যবস্থা করিয়া যান নাই । স্বপ্রসিদ্ধ কাশীনাথ কুণ্ডু মহাশয়ের প্রতিষ্ঠিত শ্ৰীশ্ৰী কাশীশ্বর, শ্ৰীশ্ৰী গঙ্গাধর ও শ্ৰীশ্ৰী বিশ্বেশ্বল নামে তিন সহোদরের নামে মন্দিরত্রয় ১২৩৫ সালে প্রতিষ্ঠিত হয় । বৈদ্যবাটার নিমাইতীর্থের ঘাট ও চন্দননগরের কাশী কুণ্ডুরঘাট ইহঁরই দ্বারা প্রতিষ্ঠিত হয়। বৃন্দাবনে প্রিয়সখী কুঞ্জ নামে যে দেবালয় আছে উহাও উাহীরই দ্বার প্রতিষ্ঠিত। এইসকল দেবদেবীর সেবার কিছু ব্যবস্থা আছে।