পাতা:প্রবাসী (চতুর্বিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৬৪৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৫ম সংখ্যা ] ব্যাপারটা আমার দিক থেকে ভাববার আর বিচার করবার—এখনো কোনো কারণ হয়নি,কিন্তু তোমার জন্তে আমি অতিশয় দুঃখিত বিমান ।” , विभांनविशन्नैौ शाखव८ब्र बलिल, “किरू चांभि श्वथन একটুও দুঃখিত নই, তখন তোমার এ-দুঃখ অমূলক ।” “তুমি যদি তোমার অবস্থা ঠিক বুঝতে পেরে থাকে, তা হলে আমার দুঃখ অমূলক বটে।” 海 श्रृंडोब छिखा बश्न कब्रिञ्च श्रब्रचब्र शृंटझ् किब्रिज ।। " বিমানবিহারী গৃহে ফিরিয়া স্বরমাকে বলিল, “বউদি চলো, একবার তোমার বাপের বাড়ী যেতে হবে ।” স্বরমা সবিস্ময়ে বলিল, “এত রাত্রে ? কেন বলে। দেখি ?” - বিবাহের স্বর্ণ-বাসর 竣 ৬২৫ “শনি গ্রক যখন হঠাৎ এসে হাজির হয়েছে তখন স্বমিত্রার বিষয়ে একটা ঘা হয় কিছু আজই স্থির করে ফেলতে হবে। জানো ত ও কি-রকম পরাক্রান্ত ; বেশী অবসর পেলে আবার কি একটা গোলযোগ বাধিয়ে বস্বে ” বিমানবিহারীর কথা শুনিয়া স্বরম হাসিতে লাগিল ; বলিল, “বুঝেছি ভোমার মভলব, কিন্তু এ আমার ভালে লাগছে না ঠাকুর পো ।” - স্বরম ও বিমানবিহাৰী যখন প্রত্যাবৰ্ত্তন করিল। তখন রাত্রি প্রায় বারোটা বাজিয়াছে । g ( আগামী বারে সমাপ্য ) বিবাহের স্বর্ণ-বাসর স্ত্রী জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর লাফোতেন-রাস্তার মোড়ে, গুতই-গ্রামে, কোনো এক দম্পতি, এই ৫৬ বৎসর কাল একাদিক্ৰমে বাস করিয়া আসিতেছে। উগদের নামওয়ালুতার’—এই বিশ্বনাগরিকধরণের নামে উঃাদিগের জন্মের ও সামাজিক পদবীর কোনো সন্ধানই পাওয়া যায় না। এই জন-বিরল শান্তিময় প্রদেশে, এই দুই অদ্ভুত লোককে দেখিয়া লোকে কতই বলাবলি করিতে লাগিল । দিনের মধ্যে দুইবার—একবার ১১টা ও আর-একবার ৪টার সময, মোসিও ওয়ালতার স্বাস্থোর উদ্দেশ্যে বেড়াইতে বাহির হইতেন। তিনি বেশ সোজা হইয়া থাকিতেন এবং ৭৫ বৎসর বয়ঃক্রম-সত্ত্বেও, তিনি বেশ দ্রুত পদক্ষেপে চলিতেন। স্বরক্ষিত আপেলের মতো তার মুখের রক্তে একটা কৃত্রিম তাজা ভাব ছিল । তার লম্বা কোর্তা তার গায়ে বেশ ফিটু হইয়া গিয়াছিল এবং তার বোতাম-ছিদ্রে কোন-এক বিদেশী সম্মানস্বচক ফিতা থাকিত। বাদলার দিনে তিনি তার ভ্রমণটা সংক্ষিপ্ত করিতেন, এবং একটা কাফির আড্ডায় গিয়া সেখানকার অভ্যাগত আগন্তকদিগের সহিত অল্প স্বল্প বাক্যালাপ করিতেন। তার সংক্ষিপ্ত-ধরণের কথায় ও র্তার কথার টান হইতে র্তার নামের মতোই তার সম্বন্ধে কিছুই জানিতে পারা যাইভ না। র্তাহার ভাষা একটু কণ্ঠ হইতে উচ্চারিত হওয়ায় র্তাহাকে জাৰ্ম্মান মনে করা ধাক্টতে পারে, কিন্তু উrর দ্বিস্বরযুক্ত বর্ণের উচ্চারণ ঠিক ইংরেজি-ধরণের, আবার তার হ-থ-ঘ প্রভূতির উচ্চারণ কতকটা রুশীয় বলিয়া মনে হইতে পারে। একদল লোকের সম্মুখ দিয়া যখনই তিনি চলিয়া যাইতেন-কেহ-ন-কেহ জিজ্ঞাসা পরিভ, “এলোকটা কোন-চুলোর দেশ থেকে এসেছে ?” তখনই সবাই নিজের-নিজের অনুমান অহসারে উত্তৰ দিত। একজন বলিল, “লোকটা নিশ্চয়ই জাৰ্ম্মান- ও নিজেব জা’ত ভাড়াবার চেষ্টা করছে” ; একজন বলি-, “ও ইংরেজ দেখছন। ইংরেঞ্জের মতো লোকটা জডপুঞ্চি” ; আর এ**ন বলিল, “আমি নিশ্চয় করে বলছি—ও রুশীয়,—ওর