পাতা:প্রবাসী (চতুর্বিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৬৬১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

\98R মৌচাকধারী ফ্রেম (মৌমাছি আসিবার পরে ) ক্যালিফোনিয়াতে কোনো ব্যবসায়ী দুই সহস্ৰ মৌচাক { কাঠ-খণ্ড স্থকৌশলে রাখা হয়। মৌমাছি আসিয়া হইতে ১৫•,••• পাউণ্ড মধু সংগ্ৰহ করিয়াছিলেন। " টুকরাটিকে উপরের কাঠ-খণ্ডের সঙ্গে স্বধৃঢ় করিলে উক্ত মৌমাছি-ব্যবসায়ীদের মধুর উপযোগী ফুলের বাগান থাকা নিতান্ত আবশ্যক। ‘ইউনাইটেড ষ্টেটসের বড়বড় ব্যবসায়ীরা প্রতি-ঋতুতে ৫০,•••–৬০,০০০ পাউণ্ড মধু সংগ্ৰহ করিয়া থাকেন। মৌমাছি-রক্ষক মৌচাক হইতে মাছিগুলিকে পৃথক করিতেছে ২ । নানাবিধ কৃত্রিম ফ্রেম আছে। তন্মধ্যে কাঠনির্শ্বিত চতুষ্কোণ ফ্রেমগুলিই সৰ্ব্বোৎকৃষ্ট বলিয়া মৃনে হয়। ইহাদিগকে প্রয়োজন-অমুসারে স্থানান্তরিত করা যায়। ফ্রেমটির উপর দিকের কাঠ-খণ্ডে (ছাদে) একটী মৌচাকের ক্ষুদ্র টুকরা সংলগ্ন করিয়া দেওয়া হয়। উহা আলগাভাবে লাগানো থাকে। টুকুরটির অধোভাগে সরু একটি সরু কাঠ-খণ্ডটি খুলিয়া ফেলা হয়। বড় একটা বাক্সে অনেকগুলি ফ্রেম একত্রে রক্ষিত হইতে পারে। কিন্তু প্রয়োজনমতে আংশিকভাবে যাহাতে পরিদর্শন, সংস্কার ইত্যাদি করা যায়, তাহার বন্দোবস্ত থাকা মৌচাক-পৰ্য্যবেক্ষণ উচিত। স্বতন্ত্র ফ্রেমগুলির নমুনাও দুখানি চিত্রে দেওয়া श्ट्रेण । ৩। মধু-নিঃসারণ-কালে যাহাতে মধুচক্রগুলি নষ্ট না হয় তৎপ্রতি দৃষ্টি রাখা প্রত্যেক ব্যবসায়ীর কর্তব্য। মধুচক্রগুলি একাধিক-বার ব্যবহার করিতে পারিলে একদিকে যেমন আর্থিক সাহায্য পাওয়া যায়, অন্যদিকে মক্ষিকাদিগকেও চক্র-নিৰ্ম্মাণের জন্য শক্তি ও সময় নষ্ট