পাতা:প্রবাসী (চতুর্বিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৬৬২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

করিতে হয় না। তাহারা তৎক্ষণাৎ মধু সংগ্ৰহ করিতে পারে। পূর্ববর্ণিত হোরস্কা নিষ্কাশন যন্ত্রের চিত্রও দিতেছি । ‘কাউন’ সাহেবের দ্রুতগামী নিষ্কাশন যন্ত্র ইহা অপেক্ষ অনেক ভালো উহাতে এক-সময়ে অনেকগুলি মৌমাছির ব্যবসায় ৬৪৩ মৌচাক ব্যবহার করা যায় এবং চক্রের উভয় পার্থের মধু আপনা হইতেই বাহির হইয়া যায়। তড়িতেব সাহায্যে বড়-বড় যন্ত্রগুলি চালানো হইয়া থাকে। ৪। শ্রমিকদলের সাহায্যাৰ্থ অধুনা কৃত্রিম উপায়ে মধুচক্র প্রস্তুত করা হয়। এই উদ্দেশ্যে অনেকগুলি কারখানাও স্থাপিত হইয়াছে। একখানা পাতলা তক্তায় SSAAAASSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSS রাণীমক্ষির কয়েকটি কৃত্রিম কক্ষ মোম, মাখাইয় তাহাতে ‘রোলার ঘুরাইলে দাগ পড়ে। এই অবস্থায় তক্তাখানাকে কৃত্রিম মৌচাকের ভিত্তিরূপে স্থাপন করা হয়। তখন মৌমাছিরা আপন কার্ধ্যোপযোগী করিয়া ডিম্ব-কোষগুলি তৈয়ার করে এবং মৌচাকটি সম্পূর্ণ করে। এইরূপ কৃত্রিম ভিত্তি তৈয়ার করিবার জন্যও যন্ত্র ব্যবহৃত হইয়া থাকে । ৫ । প্রত্যেক মধুচক্রে একটি রাণী-মক্ষিক, কতকগুলি পুংমক্ষিক ۰,۰ • د- ۰ ه ۰,۰ تا ۹۹ گی • • প্রমিক মক্ষিকা থাকা বাঞ্ছনীয়। রাণী-মক্ষিকার বিশেষ যত্ব লওয়া উচিত ।