পাতা:প্রবাসী (চতুর্বিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৬৬৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Woë8 অসময়ে রাণীটির মৃত্যু ঘটিলে মৌচাকে মধুর আর কোনো আশা থাকে না । ৬ । পুংমক্ষিক প্রতি-মৌচাকে ১০০টি থাকিলেই যথেষ্ট । ইহার মোটেই মধু সংগ্রহ করে না, কিন্তু খায় অত্যন্ত বেশী । খুব কম-সংখ্যক রাখাও ঠিক নয়। পুংজাতীয় ডিম্ব-কোষ অল্প থাকিলে উহাদের সংখ্যাও অল্প হয়। গর্ভের আকৃতি দেখিয়াই জাতির সংখ্য নির্ণয় कुद्मं शृींश्च । ৭ । কোনো চক্রে অধিকসংখ্যক মক্ষিকা থাকিলে অনেক সময় একদল মক্ষিক অন্যত্র চলিয়া যায়। ব্যবসায়ীরা তাহা লক্ষ্য করিয়া নূতন চাক নিৰ্ম্মাণ করিয়া দেন । হারুস্কা মধু নিষ্কাশন-যন্ত্র ৮ । পুষ্পবহুল স্থানে মৌমাছি ব্যবসায় আরম্ভ করা উচিত। আধুনিক উন্নত প্রণালীগুলি বিশেষভাবে আলোচনা করিলে ব্যবসায়ীদের বিশেষ স্থবিধা হইতে পারে । ৯ । শিশুমক্ষিকাদিগকে পুষ্পরেণু অথবা সেই রকম অন্য কোনো বস্তু থাইতে দেওয়া হয়। শাবকদের খাদ্যের স্থব্যবস্থা রাখা ব্যবসায়ীদের প্রধান কৰ্ত্তব্য । ১• । মৌমাছি-ব্যবসায়ীদের ব্যবহারার্থ একপ্রকার প্রবাসী—ফীন্তন, ১৩৩১ অভিজ্ঞ । [ ২৪শ ভাগ, ২য় খণ্ড কালো জালের পোষাক পাওয়া যায়। সাবধানতা-সত্ত্বেওঁ মধ্যে-মধ্যে দংশন-যন্ত্রণ • ব্যবসায়ীদের সহ করিতে হয়। ইংলণ্ড এবং আমেরিকায় নূতন ব্যবসায়ীরা 'বিংহাম' নামক একপ্রকার ধুম পান করিয়া থাকে । ইহাতেও দংশন-যন্ত্রণারাঅনেকটা উপশম হয়। ১১ । শিশু-মৌমাছি অনেক সময় গৰ্ত্তের ভিতরে মরিয়া যায় ইহ;একটা ভীষণ সংক্রামক রোগ-বিশেষের জন্য ঘটে। প্রথম অবস্থায়ীইহার প্রতিকার আবশ্যক। ১২ । শীতের পর অনেক সময় মৌমাছিদের খারাপ খাদ্য খাইতে হয়। ইহাতে আমাশয়ের মতন একপ্রকার রোগ ইহাদের মধ্যে সংক্রামিত হয়। শরতের প্রথম ভাগে যদি ইহাদিগকে শুষ্ক ও গরম মৌচাকে রাখা যায়, তবে এ-রোগ হইতে পারে না । কলিকাতায় এক সের মধুর মূল্য ২২ টাকা । কলিকাতার আশপাশে মৌমাছির ব্যবসায় বেশ চলিতে ' পারে। ভারতবর্ষ স্বভাবতঃ কুষি-প্রধান । অনভিজ্ঞ গ্রাম্য কৃষকেরা অর্থাভাবে অত্যন্ত ক্লিষ্ট হইয়া পড়িয়াছে। স্থানভেদে কৃষি-ব্যবসায়ের আনুষঙ্গিকরূপে এই ব্যবসায়টি প্রচলিত করিতে পারিলে এই দরিদ্র দেশবাসীর কিঞ্চিৎ উপকার হইতে পারে বলিয়া আশা করা যায়।*

  • প্রবন্ধটি ১৯২৩ সালের ফেব্রুয়ারীর ওয়েলফেয়ার পত্রিকায় প্রকাশিত প্রবন্ধের সঙ্কলন। অমুসন্ধিৎসু ব্যবসায়ীদের সুবিধার জঙ্ক এখানে কতকগুলি পুস্তকের নাম দেওয়া গেল, যথা—1.

T. W. Cowan, British Bee-keepers' Guide Book. 2. Dy the same author, The IIoney Dee, Its Natural History, Anatomy and Physiology. 3. A. T. Root, A. J. C. and X. Y. Z. of Ike Culture. 1. F. R. ('lieshire, Bees and Bee-keeping. 5. S. Simmins, Al Modern Bee Farm. 6. The I}ritish Bee Journal (a weekly paper ). 7. Deekeepers' Record (monthly ). 8. Bec-keeping in India, by C. (!. Ghosh, a l'usa publication.