পাতা:প্রবাসী (চতুর্বিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৬৭৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৫ম সংখ্যা । ফুট নীচে নামিতে থাকিলে ডুবুরির মাথায় অসম্ভব-রকম চাপ বাড়িতে থাকে। এই ভয়ানক চাপের জন্তই ডুবুরির সমুদ্রের তলায় বেশীদূর নামিতে সাহস করে না । ফ্রাঙ্ক বে ক্রিলে Frank J. Crilley) সমূদ্রগর্ভে ৩-৬ ফুট অবতরণ করিয়াছিলেন । এত নীচে এতদিন পৰ্য্যস্ত আর কেহ নামিতে পারেন নাই । কিন্তু জাৰ্ম্মানি কীল (Kiel) নামক স্থানে ডুবন্ত জাহাজ তুলিবার কল একজন আবিষ্কারক একটি সমুদ্রের নীচে নামিবার পোষাক আবিষ্কার করিয়াছেন যাহা পরিধান কুরিয়া ৫৩৫ ফুট পৰ্য্যস্ত নামিতে পার। যাইবে । তিনি নিজে এই পোষাক পরিয়া ব্যাভ্যারিয়ার এক স্থানে জলের মধ্যে ৫৩৫ ফুট অবতরণ করিয়াছেন। এই পোষাক পরিয়া তিনি জগের তলার মাটিতে ইটিয় বেড়াইয়াছেন। উপরেঞ্জ জাহাঞ্জের সহিত টেলিফোনের সাহায্যে কথা-বাৰ্ত্ত চলে। .*.* অভিনব ডুবুরির পোষাক পঞ্চশস্ত—সমুদ্রকুল-রক্ষক এরোপ্লেন । やQ@。 অক্সিজেন এই বিচিত্র পোষাকের এক স্থানে থাকে-উপরের লোকেদের উপর অক্সিজেন সরবরাহ করিবার কোনো ভার থাকে না। এই পোষাকটি দেখিতে অতি অস্তুত। পোষাকের হাত পা সবই আছে। হাতের আঙ্গুলও আছে। এখন এই পোষাক পরিয়া ডুবুরি সমুদ্র-তলে গিয়া ডুবন্ত জাহাজের নিকট উপস্থিত হইয় তাহার গারে শিকল আটকাইয়া, তাহাকে টানিয়া তুলিবার ব্যবস্থা করিতে পরিবে । কেকৃওয়ালার কেরামতি— এক বিয়ে-বাড়ীতে একজন কেৰূওয়াল একটি অভূত এবং সুন্দর কেক তৈয়ার করিয়াছেন। একটি গির্জ এবং তাহার চুড়া, বর-কনে, কেকের গিল্প কাৰ্য্য পাদূরী, ফুলগাছ ইত্যাদি সবই এই কেক্‌টিতে আছে। সমগ্র কোটি দেখিতে অতি চমৎকার । সমুদ্রকুল-রক্ষক এরোপ্লেন— ডেনমাকের একটি জার্মান এরোপ্লেন-কারখান হইতে জাপান গবর্ণ মেণ্ট একপ্রকার বর্শ্ববৃত এরোপ্লেন তৈয়ার করাইয়াছেন । এই এরো প্লেন জাপানের সমুদ্র-উপকূল পাহারা দিবে। এরোপ্লেনটির ইঞ্জিন দুটি জাপানের সমুদ্রয়ক্ষক এরোপ্লেন