পাতা:প্রবাসী (চতুর্বিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৬৭৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ՆՉԵթ এই-প্রকার পুতুলের মধ্যে অনেক সময় নানাপ্রকার মাদক দ্রব্য পাওয়া যায় প্রথম-প্রথম এই গোপন-ব্যবসায় বন্ধ করিতে গবৰ্ণমেণ্টকে বিশেষ বেগ পাইতে হইয়াছিল, কারণ, কানাডা হইতে অনেক জাহাজের কাপ্তান, মিজের জাহাজে মদ ইত্যাদি বোঝাই করিয়া লইয়া, অস্ত কোনো স্থানে বাইবার অছিলা করি, পাসপোর্ট আদায় করিয়া, যুক্তরাষ্ট্রের উপকূলে সুবিধামত কোথাও মাল নামাইয়া দিয়া যথেষ্ট পয়সা উপায় করিত। এখন কানাড গভর্ণস্ট্রে এইপ্রকার দ্রব্যাদি লইয়া যুক্তরাষ্ট্রের উপকূলে বাওয়া নিষেধ করিয়া দিয়াছে । যুক্তরাষ্ট্রের যত জtহাজ আসে, প্রত্যেকটি জাহাজকেই তন্ন-তন্ন করিয়া পরীক্ষা করা হয়। অনেক সময় জাহাজের প্রত্যেকটি বাগুিলকে পরীক্ষা করা হয়। প্রায়ই দেখা যায় ষে, কাগজের বাণ্ডিলের মধ্যে সিগারেটের বাক্স ইত্যাদিতে নানা-প্রকার মাদক দ্রব্য রহিয়াছে। পাউরুটি, সিগারেটের বাক্স ইত্যাদি দ্রব্যের মধ্য হইতে নানাপ্রকার নিষিদ্ধ দ্রব্য বাহির হয় এত সাবধানতা-সত্ত্বেও অনেক-প্রকার মাদক দ্রব্য “কষ্টমূস্”বিভাগের চোখ এড়াইয়া দেশের মধ্যে প্রবেশ করে। আমেরিকান “কষ্টস্স্" বিভাগের চর আজকাল পৃথিবীর সকল স্থানেই ছড়াইয়৷ আছে । তাহারা সকল দেশের "স্মাগলীর"দের উপর চোখ রাখে। যখনই কোনো-প্রকার নিষিদ্ধ দ্রব্য আমেরিকায় যাইবার সম্ভাবনা হয়, তখনই তাহার কেবল করিয়া নিউইয়র্কে খবর পাঠায় । দামী হীরাজহরৎ এবং বিশেষ-বিশেষ মাদক দ্রব্যের কেনা-বেচার উপর এইসকল চরেরা পৃথিবীর সর্বস্থানে নজর রাখে। পারি এবং লওন এই দুটি স্থানের উপরেই তাহদের নজর বেশী, কারণ এইসকল স্থানেই সবচেয়ে বেশী চুরি এবং জুয়াচুরি হয়। আজকাল প্রায় সকল সভা দেশেই “স্বাগলিং ধরিবার জন্য কাষ্টমূস্ বিভাগ আছে, এবং তাছাপ্পা সকলেই কিছু কিছু কাজ করে, কিন্তু যুক্তরাষ্ট্রের কষ্টস্স্ বিভাগের কৰ্ম্মচারীদের মতন কৰ্ম্মতৎপর, কৰ্ত্তব্যপরায়ণ এবং বুদ্ধিমান কৰ্ম্মচারী খুব কমই অষ্ঠদেশে দেখিতে পাওয়৷ श्रृंोच्न । বাইসাইকেলের সংখ্যা— BBLL0 LLLLLLLL BB BBS BB BBB BBS BBKS বাইসাইকেল-চাপ লোকের সংখ্যা বেশী । মোটরকারের দাম এবং রাথতি-খরচ বেশী বলিয়| সকলে মোটরকার ব্যবহার করিতে পারে না, সেইজন্ত তাড়াতাড়ি নানা-প্রকার কাজের জঙ্ক বাইসাইকেলের প্রচুর ব্যবহার এই দেশে হয় ।