পাতা:প্রবাসী (চতুর্বিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৬৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শ্যাম-রাজ্য শ্ৰী হেমেন্দ্রলাল রায় ভারতবর্ষের গৌরবের দিনে তার অভিযান সে-সব দেশের ওপর জয়ের অধিকার বিস্তার করেছিল তাদের ভিতর একটি দেশ ছিল শ্যামরাজ্য। খামিরাজ্যের নীন স্থানে এখনও ভারতের সেই গৌরবের দিনের চিহ্ন দেখতে পাওয়া যায়। ভারতের অলিখিত ইতিহাস ধারা সম্পূর্ণ করতে চান শু্যামরাজ্যের প্রত্নতত্বের ভিতর তারা অনেক উপাদান পাবেন—এ-বিশ্বাস খুব অন্যায় বলে মনে FII || শিঙ্গাপুরে আস্তানা গাড়েনি । চানে’, জী ভfর লোক, ভারতবাসী, জাপানী, আরব, মলয়ের অধিবাসী, ইউরেশয়ান সব দেশের লোককে চোখে পড়ে শিঙ্গাপুরের রাস্তfয় প। বাড়ালে । বাংলাদেশে বাঙ্গালীর ধে-অবস্থা, শিঙ্গাপুরে মলয়ের লোকের অবস্থা তার চেয়ে কিছুমাত্র ভালে নয় । তারাই সেখানে সব চাইতে বেশী দশার জের টেনে চলেছে। বড়-বড় ব্যবসা সব অন্ত জাতের একচেটে, তাদের ভাগ্যে স্থা জোটে সে কেবল কুলা রবিন্দন রোড শুiামে যেতে হ’লে অবশু শিঙ্গাপুর পথে পড়ে না । কিন্তু তবুও সামান্ত একটু ঘুরে’ শিঙ্গাপুরট। দেখে যাওয়াই ভালো । কারণ ভারতবর্সের সঙ্গে এ সহরটার যোগ ও খুব ঘনিষ্ঠ । কলিকাতা থেকে জাহাজে শিঙ্গাপুর দিন বারোর পথ । শিঙ্গাপুরটাকে নানা জাতের হরিহর ছত্রের’ মেলা বললেও অত্যুক্তি হয় না। এমন জা'ত নেই ধা ) শিঙ্গাপুর মজুরদের কাজ । শিঙ্গাপুরে ব্যবসায়ীদের ভিতর সবচেয়ে উন্নতিশীল জ’ত ইচ্ছে চীনের । আরবের ৪ সেখানে বেশ উন্নতিশীল উপনিবেশের প্রতিষ্ঠা করেছে । বহু পূৰ্ব্বে আরবদেশ হতে বেরিয়ে যারা মলমু উপদ্বীপে আস্তানা গেড়েছিল তার অনেক হিন্দু এবং বৌদ্ধকে মুসলমান ধৰ্ম্মে দীক্ষিত করে তোলে। তাদেরি বংশধরেরা