পাতা:প্রবাসী (চতুর্বিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৬৮৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৫ম সংখ্যা ) ভারতবর্ষের কথা هربار \ DDB DDS BB BBBB BB BBB BBSBBBDDBB BBBB BBBBB BB BBBBB BBBBBB

  • ы

কতকটা বোঝা যায়। এ ভারতবর্ষের জল হাওয়াতে নাকি আফিম বড়ই উপকারী ৷ আফিম ব্যবসার গবর্ণমেণ্টের একচেটিয়া । লোকে আফিম খাওয়া বন্ধ করিলে গবৰ্ণমেন্টের অনেক টাকা লোক্সান হইবে— কাজেই আফিম চাষ বন্ধ করিবার পক্ষে গবর্ণমেণ্ট কোনো কথা বলিতে পারেন না । ভারতবর্ষের গবর্ণমেণ্ট ভারতবাসীদের নয়-ইইl ইংরেজদের । কাজেই এই গভর্ণমেন্টের ভারত্ববাসীদের সুখ সুবিধা দেখিবtয় কথা প্রথম নয়—ভারত গভর্ণমেন্টের প্রথম কৰ্ত্তব্য ইংরেজ এবং অস্তান্ত শ্বেতাঙ্গদের মুথ এবং সুবিধা দেখা । বোম্বাই হত্যাকাণ্ড :– বোম্বাইয়ে মিঃ বাওলা নামক একজন মুসলমান বণিক উহার উপপত্নী মৌমতাজ বেগমের সহিত ভ্রমণকালে শাঙতায়ীর গুলিতে নিহত হইয়াছেন। বাংলাদেশের কয়েকটি কাগজে ইহাদের ছবি প্রকাশিত হইয়াছে। ইহাতে কাগজ বিক্রি বেশী হয়, কারণ বেশীর ভাগ লোকই লোমহর্ষণ ঘটনার কথা কাগঙ্গে পড়িতে চায়। খবরের কাগজের কৰ্ত্তব্য লোকমণ্ড গঠন করা। এইসমস্ত কুৎসিত ব্যাপারের সংবাদ রসাল করির প্রকাশ এবং তাঁহাকে চিত্র দ্বারা মুদৃষ্ঠ করাতে, লোকমত গঠণের কোনে সাহায্য হয় না। অল্পবুদ্ধি এবং কমবয়স্ক লোকদের এইসবে প্রচুর ক্ষতি হয়। মালাবারের অস্পৃশ্যত – মিঃ এগুরুজ মালাবারে অস্পৃপ্ততা-নিবারণ-চেষ্টায় গিয়াছিলেন । তিনি মালবারের অবস্থ-সম্বন্ধে যে বর্ণনা করিয়াছেন তাহ৷ সকলেরই পাঠ করা উচিত। নীচে ঐ বর্ণনা ঃ সীর সঙ্কলন করির দিলাম— “আমি উত্তর মালাবারের কালিয়াশেরী নামক গ্রামে একদিন বেড়াইতে যাইয়া শুনিঙে পাই যে, ইহার একটি প্রধান রাস্তায় কিয়দংশ অনুন্নত শ্ৰেণীৰ লোকদিগকে যাতায়াত করিতে দেওয়া হয় না। আমি সেই রাস্ত দিহা লমণ করিতে-করিতে উহার শেষপ্রাস্তে অবস্থিত গবৰ্ণমেন্ট উপস্থিত হই এবং স্কুলের প্রধান শিক্ষকের সহিত আলাপে জানিতে পারি যে, এই স্কুলে প্রথমতঃ ৪ জন অবনমিত শ্রেণীর ছাত্র অধ্যয়ন করিতে থাকে। কিছুদিন পৰে তিনজন স্কুল আসা বন্ধ করিয়া দেয় এবং একথান রীতিমত অসিতে থাকে। কিন্তু সম্প্রতি তাহাকে উচ্চশ্রেণীর হিন্দুগণ ভীষণভাবে প্রহার করার সে স্কুলে আসিতে অস্বীকৃত হইয়াছে। আমি স্কুল হইতে প্রত্যাগমন কালে ঐ বালকটির নিকট উপস্থিত হইয়