পাতা:প্রবাসী (চতুর্বিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৭০৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

衍 ক্রমান দিনেন্দ্রনাথ ঠাকুর কল্যাণীয়েযু— দূর প্রবাসে সন্ধ্যা বেলায় বাসায় ফিরে এমু, হঠাৎ যেন বাজল কোথায় ফুলের বুকের বেণু। আতিপাতি খুজে শেষে বুঝি ব্যাপারখানা, বাগানে সেই জুই ফুটেছে চিরদিনের জানা । গন্ধটি তার পুরোপুরি বাংলা দেশের বাণী, একটুও ত দেয় না আভাস এই দেশী ইস্পানী । প্রকাশ্যে তা’র থাক্‌ না যতই শাদা মুখের ঢং, কোমলতায় লুকিয়ে রাখে শু্যামল বুকের রং । হেথায় মুখর ফুলের হাটে আছে কি তা’র দাম ? চারু কণ্ঠে ঠাই নাহি তা’র ; ধূলায় পরিণাম ॥ যুখী বলে, “আতিথ্য লও, একটুখানি বোসে৷ ” আমি বলি চমকে উঠে, আরো রোসে, রোসে ; জিৎবে গন্ধ, হারবে কি গান ? নৈব কদাচিৎ ৷ তাড়াতাড়ি গান রচিলাম ; জানিনে কার জিৎ। তিনটে সাগর পাড়ি দিয়ে একদা এই গান, অবশেষে বোলপুরে সে হবে বিদ্যমান। এই বিরহীর কথা স্মরি গেয়ে সেদিন, দিনু, জুই বাগানে আরেক দিনের গান যা রচেছিন্ন । ঘরের খবর পাইনে কিছুই, গুজোব শুনি নাকি কুলিশপাণি পুলিশ সেথায় লাগায় হাকাহাকি। শুনচি নাকি বাংলা দেশের গান হাসি সব ঠেলে’ কুলুপ দিয়ে কর্চে আটক আলিপুরের জেলে । হিমালয়ের যোগীশ্বরের রোষের কথা জানি, অনঙ্গেরে জ্বালিয়েছিলেন চোখের আগুন হানি’ ।