পাতা:প্রবাসী (চতুর্বিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৭০৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

અન્ક প্রবাসী--ফাঙ্কন,১৩৩১ ২৪শ ভাগ, ২য় খণ্ড এবার নাকি সেই ভূধরে কলির ভূদেব যার বাংলা দেশের যৌবনেরে জালিয়ে করবে সারা । সিমলে নাকি দারুণ গরম, শুনচি দার্জিলিঙে, নকল শিবের তাণ্ডবে আজ পুলিশ বাজায় শিঙে ৷ জানি তুমি বলবে আমায়, থামো একটুখানি, বেণুবীণার লগ্ন এ নয়, শিকল-ঝম্ঝমানি। শুনে আমি রাগ ব মনে, কোরে না সেই ভয়, সময় আমার আছে বলেই এখন সময় নয়। যাদের নিয়ে কাণ্ড আমার তা’রা ত নয় ফাকি, গিলটিকরা তকমা-ঝোল নয় তাহাদের খাকী। কপাল জুড়ে নেই ত তাদের পালোয়ানের টীক, তাদের তিলক নিত্যকালের সোনার রঙে লিখা । যেদিন ভবে সাঙ্গ হবে পালোয়ানির পালা, সেদিনো ত সাজাবে জুই দেবাচনার থালা । সেই থালাতে আপন ভাইয়ের রক্ত ছিটোয় যারা, লড়বে তারাই চিরটাকাল ? গড়বে পাষাণকারা ? রাজপ্রতাপের দন্ত সে ত একদমকের বায়ু, সবুর করতে পারে এমন নাই ত তাহার আয়ু। ধৈর্য্য বীৰ্য্য ক্ষমা দয়া ন্যায়ের বেড়া টুটে’ লোভের ক্ষোভেরক্রোধের তাড়ায় বেড়ায় ছুটেছুটে । আজ্ঞ আছে কাল নাই বলে’ তাই তাড়াতাড়ির তালে কড়া মেজাজ দাপিয়ে বেড়ায় বাড়াবাড়ির চালে । পাকা রাস্ত বানিয়ে বসে দুঃখীর বুক জুড়ি' ভগবানের ব্যথার পরে হাকায় সে চার-ঘুড়ি । তাই ত প্রেমের মাল্য গাথার নাইক অবকাশ, হাত-কড়ারই কড়াক্কড়ি, দড়াদড়ির ফাস । শাস্ত হবার সাধন কই, চলে কলের রথে, সংক্ষেপে তাই শাস্তি খোজে উল্টোদিকের পথে । জানে সেথায় বিধির নিষেধ, তর সহে না তবু, ধৰ্ম্মেরে যায় ঠেলা মেরে গায়ের জোরের প্রভু।