পাতা:প্রবাসী (চতুর্বিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৭০৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রবাসী--ফাঙ্কন, ১৬৩১ [ २8* खां*, २ब्र थ७ পালোয়ানের চেলারা সব ওঠে যেদিন ক্ষেপে’, কোসে সর্প হিংসাদৰ্প সকল পৃথ্বী ব্যেপে, বীভৎস তার ক্ষুধার জালায় জাগে দানব ভায়, গজি’ বলে আমিই সত্য, দেবতা মিথ্যা মায়া ; সেদিন যেন কৃপা আমায় করেন ভগবান, মেশীন-গান-এর সম্মুখে গাই জুই ফুলের এই গান – স্বপ্নসম পরবাসে এলি পাশে কোথা হ’তে তুই; ও আমার জুই । অজানা ভাষার দেশে সহসা বলিলি এসে, “আমারে চেন কি ?” তোর পানে চেয়ে চেয়ে হৃদয় উঠিল গেয়ে, চিনি, চিনি, সখী । কত প্রাতে জানায়েছে চিরপরিচিত তোর হাসি, “আমি ভালোবাসি ।” বিরহ-ব্যথার মত এলি প্রাণে কোথা হ’তে তুই, ও আমার জুই । আজ তাই পড়ে মনে বাদল-সাঝের বনে ঝর ঝর ধারা, মাঠে মাঠে ভিজে হাওয়া যেন কি স্বপনে-পাওয়া, ঘুরে ঘুরে সারা । সজল তিমির-তলে তোর গন্ধ বলেছে নিঃশ্বাসি’,

  • আমি ভালোবাসি।”