পাতা:প্রবাসী (চতুর্বিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৭০৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৫ম সংখ্যা ] , ·、衍 \چه سووی মিলন-মুখের মত কোথা হতে এসেছিস তুই, ও আমার জুই । মনে পড়ে কত রাতে দীপ জ্বলে জানালাতে বাতাসে চঞ্চল । মাধুরী ধরে না প্রাণে, কি বেদনা বক্ষে আনে, চক্ষে আনে জল । সে রাতে তোমার মালা বলেছে মন্মের কাছে আসি', “আমি ভালোবাসি।” অসীম কালের যেন দীর্ঘশ্বাস বহেছিস তুই, ও আমার জুই । বক্ষে এনেছিস কার যুগ-যুগাস্তের ভার, ব্যর্থ পথ-চাওয়া ; বারে বারে দ্বারে এসে কোন নীরবের শেষে ফিরে ফিরে’ যাওয়া ? তোর মাঝে কেঁদে বাজে চিরপ্রত্যাশার কোন বঁাশী “আমি ভালোবাসি।” २०** ডিসেম্বর, ১৯২৪ ; இ রবীন্দ্রনাথ বুয়েনোস আইরেস। t