পাতা:প্রবাসী (চতুর্বিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৭০৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

খ্ৰীশ্ৰী নিত্যানন্দ প্রভুর জন্মভূমি 蟾 ॐ cगौबैौश्ब्र भिद्ध বীরভূম প্রকৃতির লীলা-নিকেতন—এখানে দর্শনীয় বস্তুর অভাব নাই, প্রসিদ্ধ স্থানেরও অভাব নাই। গৌরব করিবার এখানে অনেকগুলি দেশবিখ্যাত স্থান আছে। সাহিত্য-জগতে অদ্যাবধি জয়দেব ও চণ্ডীদাসের কেহ সমकक इड्रेटड शांटब्रन नाई-4द९ निङाॉनम यशंeङ्गझे জীচৈতন্যদেবের প্রেমলীলার সহযাত্রী হইতে পারিয়াছিলেন । এতদ্ব্যতীত অজ্ঞাত ও ক্ষুদ্রশক্তিসম্পন্ন কবি যে কত জন্মগ্রহণ করিয়া, বীরভূমির গৌরব বর্ধন করিয়াছেন তাহার ইয়ত্ত করা সুকঠিন। অনেক খ্যাতনামা সাধক ও ঋষিগণের আশ্রমস্থান বলিয়াও বীরভূমি প্রসিদ্ধি লাভ করিয়াছে। এক বীরভূমেই তিন চারিটি মহাপীঠ বিদ্যমান। অদ্য পতিত-পাবন প্রেমাবতার ভ্রই নিত্যানন্দ মহাপ্রভুর জন্মস্থান পুরাণপ্রসিদ্ধ একচক্র নামক ভূমিখণ্ডের কিঞ্চিৎ বিবরণ প্রদান করিতে প্রয়াস পাইব । কেহু-কেহ মহাভারত বর্ণিত একচক্র নগর ‘আরা’ জেলার নিকট অবস্থিত বলিয়া অনুমান করেন। কিন্তু, আনুষঙ্গিক অন্যান্য বিষয়ের সামঞ্জস্ত দেখিয়া, বীরভূমের একচক্রাই যে মহাভারত-বর্ণিত একচক্র নগর তাহাতে আর সন্দেহ করিবার কারণ থাকে না। বীরভূমেই পঞ্চপাওব-প্রতিষ্ঠিত পঞ্চশিবলিঙ্গ বিরাজমান। পঞ্চপাওবের নামানুসারে অদূরসংস্থিত পঞ্চগ্রামের ( পাওবতল) নামকরণ হইয়াছে। বীরভূমেই যুধিষ্ঠিরাদি পঞ্চপাণ্ডব কিয়ৎকাল অজ্ঞাতবাস করিয়াছিলেন—কোটাস্কর ( অস্বরের কোষ্ঠ বা কোঠা) ও তন্নিকটবর্তী স্থান হেরম্ব বকাস্থরের আবাসভূমি বলিয়া নির্দেশিত হয়। ইংরেজ ঐতিহাসিকগণও এই মত গ্রহণ করিয়াছেন। “অ্যাঙ্কালস অফ র্যরাল বেঙ্গলে’র ৪২৮ পৃষ্ঠায় একচক্রার কথা আছে। একচক্ষ যাইতে হইলে বীরভূমের অন্তর্গত ই আই রেল ওয়ের লুপ লাইন অবস্থিত মক্কারপুর ষ্টেশনে অবতরণ করিতে হয়। রাস্তাতত স্থবিধাজনক নহে। বর্ষাকাল ব্যতীত অঙ্কান্ত সময়ে গোযান বা পদব্রজে গমন করিতে হয় । মঙ্গারপুর হইতে একচক্ৰ সাত মাইল পূৰ্ব্বে অবস্থিত। ময়ারপুর হইতে একচক্র যাইবার সময়, পথে উত্তরवांश्नैिौ षांब्रक नौ (७हे नौब्र शूर्वउँौरब्र दक्षि*ाथभ uबर তারা-মা'র দেশবিখ্যাত বিগ্রহ ও মন্দির অবস্থিত ) অতিক্রম করিতে হয়। নদীর পরপারে কিয়দের গম্বন করিয়াই ভাবুকেশ্বরনামক অনাদিলিঙ্গ শিবঠাকুরের অত্যুচ্চ মন্দির দৃষ্ট হয়। এই মন্দিরটি অল্পদিনের। এই মন্দির নির্মাণ এক বৃহৎ ব্যাপার—শুনিলে স্তম্ভিত হইতে হয়। একমাত্র ভিক্ষার উপর নির্ভর করিয়া কৈলাসপতি গোস্বামী অনুমান লক্ষ টাকা ব্যয়ে ইহার প্রতিষ্ঠা করিয়াছিলেন। মন্দিরের সম্মুখে স্থবিস্তৃত প্ৰাণ ; প্রাঙ্গণের উত্তর পার্থে ভোগমন্দির এবং ভোগমন্দিরের পশ্চাতে স্ববিস্তৃত দীঘি। প্রাঙ্গণের আবার তিন পাশ্বে একত্র সংলগ্ন তিনটি চত্বরে ভক্তবৃন্দের বাসোপযোগী শতাধিক প্রকোষ্ঠ । একক ব্যক্তি চেষ্টা করিয়া অধ্যবসায়গুণে যে কি অসাধ্য সাধন করিয়াছেন , দেখিলে স্তম্ভিত হইতে হয়। ভাবুকের অধিবাসীগণ অধিকাংশই মুসলমান। কয়েক ঘর মাত্র তত্তবায় আছে—তাহার পলুর ব্যবসা করে। ডাবুক হইতে একচক্র বীরচন্দ্রপুর নূ্যনাধিক স্থই মাইল । বীরচন্দ্রপুর বা বীরভদ্রপুর, নিত্যানন্দ মহাপ্রভূর সন্তান বীরভদ্র গোস্বামীর নামানুসারেই পরিচিত হুইয়া থাকে। বীরচন্দ্রপুরে নিত্যানন্দ মহাপ্রভুর প্রতিষ্ঠিত শ্ৰীকৃষ্ণের বিগ্ৰহমূৰ্ত্তি ঐঐvবঙ্কিমদেব বিরাজমান। এখানে প্রভুর জন্মোৎসব-উপলক্ষে মাঘী শুক্ল জুয়োদশীর দিন হইতে মাসাবধি কাল একটি বৃহৎ মেলা বসিয়া সঙ্কীৰ্ত্তন ও উৎসবাদি হইয়া থাকে। এই উৎসবাদিতে মহাসমারোহ হয়। এই সময় এখানে বহুলোকের সমাগম হয়—সময়-ক্ষময় এত জনতা