পাতা:প্রবাসী (চতুর্বিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৭২৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৫ম সংখ্যা ] চীনদেশ হইতে চৈনিক অধ্যাপক ঙো চিয়াং লিম মহাশয় আসিয়া এখনও চৈন ভাষা শিক্ষা দিতেছেন, এবং চীনের সাহিত্য ও সভ্যতা-সম্বন্ধে বক্তৃতা করিতেছেন। ফুন্সের অধ্যাপক বেনোয়া এখানে স্থায়ীভাবে থাকিয়া ফরাসী ও জাৰ্ম্মান ভাষা শিখাইয়া থাকেন। দুঃখের বিষয় বিদেশ হইতে যেসকল । অধ্যাপক এখানে আসিয়া শিক্ষা দেন, ভারতীয় যুবক বিদ্যার্থীরা যথেষ্ট ংখ্যায় আসিয়া তfহাদের নিকট হইতে শিক্ষালাভ করেন না। অথচ ! ইহাদের সমান কিম্বা ইহাদের চেয়ে৷ কম পণ্ডিত লোকদের নিকট শিক্ষালাভ করিবার জন্য অনেক ভারতীয়ঃ ছাত্র হাজাব-হাজার টাকা খরচ করিয়া ইউরোপ যাত্র ও তথায় অবস্থান করেন । «še "..] এইজন্যই বলিতেছিলাম,াঁধে, যদি ইতালীয় অধ্যাপক মহাশয়ের নিকট হইতে শিক্ষালাভের জন্য যথেষ্ট ছা ত্র পাওয়া ধtয়, তাহা হইলে স্বথের বিষয়ব হইবে । ബ বিপ্লবোত্তেজক পুস্তিকা । ভারতীয় ব্যবস্থাপক সভায় বোম্বাই প্রেসিডেন্সীর অন্যতম প্রতিনিধি পটেল-মহাশয় একটি আইনের খসড়। উপস্থিত করিয়াছেন । তাহার উদ্দেশ্য, বাংলা দেশের ১৮১৮ সালের ৩নং রেগুলেশ্যন ( যাহার },বলে মানুষকে বিবিধ প্রসঙ্গ—বিপ্লবোত্তেজক পুস্তিক ዓመ6: উত্তেজক কোন-কোন পুস্তিকার কোন-কোন অংশ পাঠ করেন এবং বলেন, 曲峻经s● romember the conspiracy is increasing. Only this morning a pamphlet was laid on my table. It was a copy of a pamphlet called “the Revolutionary.” গ্রেপ্তার করিয়া বিনা বিচারে কারারুদ্ধ ব। নিৰ্ব্বাসি ত করা যায় ), মাদ্রাজের ও বোম্বাইয়ের তদ্রুপ রেগুলেগুন্‌-স্বয়, রাজদ্ৰোহ-উত্তেজনক-সভা-নিবারক আইন, প্রভৃতি রদ করা। মাডিম্যান সাহেব এই বিল পেশ করিবার বিরুদ্ধে বক্তৃতা করেন। বক্তৃতা করিতে-করিতে তিনি বিপ্লব ভট্ট ঐ শৈল কণু ও শ্ৰীমতী সাবিত্রী দেবী ( অধ্যাপক স্টেন কোনো ও তাহার পত্নী ) তাৎপৰ্য্য। মনে রাখিবেন, বিপ্লবীদের ষড়যন্ত্র বড়িতেছে । আজই প্রাতে আমার টেবিলে একটি পুস্তিক রক্ষিত হয় । তাছ। “দি রিভলিউস্থানারী” নামক পুস্তিকার এক খণ্ড । ইহা বলিয়া মাডিম্যান্‌সাহেব উহা হইতে কয়েকটি