পাতা:প্রবাসী (চতুর্বিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৭২৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

و \ e به - বাক্য পাঠ করেন। তখন ঐযুক্ত বিপিনচন্দ্র পাল জিজ্ঞাসা করেন,— e Mr. B. C., Pal-"I should like to know from the Homo Member what ovidence is there to show that these. pamphlots were not manufactured by people other than the revolutionarios.” Sir Alexander—“Does the Hon. Member suggest that they were manufactured by me and the police 2 Mr. Pal. “I don’t say that they were manufactured by you or your police. But we have it on the statement of Sir Reginald Clarke that thcro have been agents provocateurs, in your service in Bengal and elsewhere and all the world over those things have been dumped on you.” Sir Alexander.-—*I repudiate the suggestion in the strongest terms.” At this stage soveral members stood up to speak and confusion prevailed. The President.—"Order, Order. Hon. Membcrs will have full opportunity of ventilating their views when the Bill entors the next stage, তাৎপৰ্য্য। “আমি স্বরাষ্ট্রসচিব মহাশয়ের নিকট হইতে জানিতে চাই, এই পুস্তিকাগুলি যে বিপ্লবপন্থীগণ হইতে স্বতন্ত্র অস্তলোকদের দ্বারা প্রস্তুত হয় নাই, তাহার কি প্রমাণ আছে ?” छाङ्ग भांख्धिान्। "भाननौग्न जडा अश्श्वग्न कि ७३ डेत्रिज्र कब्रिट्ठছেন, যে, পুস্তিকাগুলি আমার ও পুলিসের দ্বারা প্রস্তুত হইয়াছে ?” মিঃ পাল । “আমি বলিতেছি না, যে, ওগুলা আপনার দ্বারা বা আপনার পুলিশের দ্বার প্রস্তুত হইয়াছে। কিন্তু আমরা কলিকাতার ভূতপূর্ব পুলিস কমিশনার স্তার রেজিস্তাল্ড ক্লার্কের কথা হইতে বঙ্গে ও অগুর গবর্ণমেন্ট কর্তৃক নিযুক্ত অপরাধ-উত্তেজক চরের অস্তিত্ব জানিতে পারিয়াছি, এবং পৃথিবীর সর্বত্র এই চরের উত্তেজক পুস্তিক প্রস্তুত প্রচার করে, এবং গবর্ণমেন্টকেও দ্যায় ।” স্তার মাডিম্যান । “আমি এই ইঙ্গিতের অসত্যতা দৃঢ়তম ভাষায় অস্বীকার করিতেছি।" এইসময় অস্ত অনেক সম্ভা বস্তুত করিতে দণ্ডায়মান হন ও খুব গোলমাল হয় তখন সভাপতি বলেন, “থামুন, থামুন, বিলটি যখন প্রথমবার পড়া হইবে, তখন সভ্যেরা সকলেই নিজ-নিজ বক্তব্য বলিবার সুযোগ পাইবেন ।” আমরা দু-একটা কথা বলিতে চাই। এই বিলসম্বন্ধে বক্তৃতা করিতে উঠিয়া মাডিম্যান সাহেব বলেন, যে, বিপ্লবীদের ষড়যন্ত্র বাড়িতেছে, ইত্যাদি। কিন্তু ইহার আগে শ্ৰীযুক্ত ডোরাইস্বামী আয়েঙ্গারের বঙ্গীয় অর্ডিন্যান্স-সম্বন্ধীয় প্রস্তাবের বিরুদ্ধে বক্তৃতা করিতেকরিতে মাডিম্যান সাহেব বলিয়াছিলেন, যে, বিল্পবীদিগকে প্রায় পিষিয়া গুড়া করিয়া ফেলা হইয়াছে । তাহার কথা গুলির তাৎপৰ্য্য আগে দিয়াছি । ইংরেজীতে যাহা বলিয়াছিলেন, তাহাও অবিকল তুলিয়া দিতেছি । প্রবাসী—ফাঙ্কন, ১৩৩১ [ २8* छां★, २ग्न थe His reply was that these had proved effective in the past and he hoped these would prove . cffective on this occasion as well......

  • * * * * The Home Member emphatically declared that the Government action had already given terrorists a rude shock. It had dislocated their

organisation and had gone far to crush the move” ment, মাডিম্যান সাহেবের কোন কথাটা সত্য? বিপ্লববাদের দলকে গবর্ণমেণ্ট প্রায় গুড়া করিয়া ফেলিয়াছেন, তাহ সত্য ? না, তাহীদের ষড়যন্ত্র বাড়িতেছে, তাহা সত্য ? বিপ্লব-উত্তেজক পুস্তিকাগুলি বিপ্লবীরা প্রস্তুত করিয়াছে, কিম্বা গবর্ণমেণ্ট-নিযুক্ত গুপ্তচরেরা করিয়াছে, তাহা আমরা জানি না, কারণ বিপ্লবীরা কিম্বা গুপ্তচরের সৰ্ব্বসাধারণের সহিত পরামর্শ করিয়া কাজ করে না । কিন্তু ইহা নিশ্চিত যে, যে সব দেশে প্রজাতন্ত্র শাসনপ্রণালী প্রচলিত নাই, তথায় অসন্তোষের উৎপত্তি হয়, এবং ক্রমে তাহা হইতে রাজনৈতিক ষড়যন্ত্রের উদ্ভব হয় । তাহার ফলে নানা রাজনৈতিক অপরাধ আকুষ্ঠিত হইতে পারে। সেইসব দেশের গবর্ণমেণ্ট ষড়যন্ত্র-অাদির খবর পাইবার জন্য গুপ্তচর নিযুক্ত করে । যড়যন্ত্রের ও অপরাধের খবর দেওয়াই যখন এইসব লোকের কাজ, তখন খবর দিতে না পারিলে তাহাদের চাকুরি থাকিবে না, তাহারা তাহা জানে। সুতরাং সত্যিকার খবর না থাকিলে তাহারা খবর তৈরী করে । অর্থাৎ তাহারা মিথ্যা করিয়া আপনাদিগকে বিপ্লবী বলিয়া অন্যের নিকট পরিচিত করিয়া তাছাদের দ্বারা উত্তেজক বক্তৃতা দেওয়ায়, নিজের উত্তেজক পুস্তিকা প্রস্তুত ও প্রচার করে, বা অন্যদের দ্বার তাহ করাইয়। গবর্ণমেণ্ট-কৰ্ম্মচারীদের ও সৰ্ব্বসাধারণের নিকট তাহা প্রেরণ করে ; তাহারা কখন-কখন অস্ত্রশস্ত্র ও বোমা অন্তের বাড়ীতে গোপনে রাখিয়া ব্য রাখাইয়া দিয়া পুলিসকে খবর দেয় ; এ-দেশের খবর ঠিকৃ বলিতে পারি না, কিন্তু অন্য কোন কোন দেশে তাহার রাজনৈতিক হত্যা পৰ্য্যস্ত করিয়াছে বা করাইয়াছে, এবং পরে তৎসম্বন্ধে গোপনীয় খবর পুলিসকে দিয়াছে। এইসব চরকে ফ্রেঞ্চ বা ইংরাজীতে আজ প্রোভোকাৎত্ব (Agent Provocateur) RŪPI I নামটি হইতেই ইহাদের বিদ্যার পরিচয় পাওয়া যায়। অল্পবয়স্ক লোকেরা সচরাচর সহজেই