পাতা:প্রবাসী (চতুর্বিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৭২৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

بob ها প্রবাসী—ফাঙ্কন, ১৩৩১ [ ২৪শ ভাগ, ২য় খণ্ড প্রায় কড়া করিয়া ফেলা হইয়াছে”—অমূলক বলিয়া প্রতি স্ন হইল। গাজী আবদুল করিম। মরক্কোর রিফ, সাধারণতন্ত্রের নেতা আব্দল করিমের জয়লাভ আহলাদের বিষয় । ইউরোপীয়েরা নিজেদের স্বাধীনতাটি বেশ বুঝেন ; কিন্তু অপরের বেলায় তাহার গাজী জীবদুল করিম স্বাধীনতাবাদী থাকেন না । এইজন্য সাধারণতন্ত্রের ভক্ত ফরাসীরাও মরক্কোর কোন অংশের স্বাধীনতালাভ পছন্দ করিতেছেন না। রবীন্দ্রনাথের বহির অনুবাদ রবীন্দ্রনাথের কোন-না-কোন বহি নিম্নলিখিত ভাষাগুলিতে অম্বুবাদিত হইয়াছে –হিন্দী, উর্দু, মরাঠী, গুজরাতী, তামিল, তেলুগু, করাড, আর্মনিয়ান, চীন, জাপানী, ইংরেজী, জানে, ডাচ, ডেনিশ, স্বইডিশ, নরউইজিয়ান, ফরাসী, ইতালীয় স্প্যানিশ, রুশীয়, চেক, এস্থোনিয়ান । শুনিয়াছি, যে, আরবী, হিত্র এবং হাঙ্গেরীয় ভাষাতেও অনুবাদ হইয়াছে । গবর্ণমেণ্টের আফিং নীতি আমেরিকার নেতৃত্বে জেনিভায় জাতিসংঘের (লীগ, অব-নেশুন্সের) বৈঠকে এই চেষ্ট হইতেছে, যে, আফিংউৎপাদক দেশসকলকে এই চুক্তিতে আবদ্ধ করা হউক, যে, চিকিৎসা এবং বৈজ্ঞানিক ব্যবহারের জন্য ঠিক যত আফিং দরকার, তাহা অপেক্ষ বেশী আফিং তাহারা উৎপন্ন করিবেন না। ভারত-গবর্ণমেণ্ট নানা বাজে কথা বলিয়া ইহাতে বাধা দিতেছেন। এদেশে আফিং উৎপাদন গবর্ণমেণ্টের এক চেটিয়া ব্যবসা । চিকিৎসকের ব্যবস্থা ব্যতিরেকেও যে-কেহ এদেশে আফিং কিনিতে পারে। ত-ছাড়া গবর্ণমেণ্ট নানা দেশে আফিং চালান করেন । এই প্রকারে গবর্ণমেণ্ট আফিং বেচিয়া খুব পয়সা করেন ; বাৎসরিক অনেক কোটি টাকা আয় হয়। কিন্তু ভারতবর্ষের লোকদের মত এই, যে, চিকিৎসা ও বৈজ্ঞানিক ব্যবহার ছাড়া, নেশার জন্য আফিং উৎপাদন করা যেন ন হয় । তাহারা স্বদেশে ও বিদেশে মাতুষকে আফিংখোর ও গুলিখোর বানাইয়া রাজস্ব বাড়াইতে চায় না । ভারতবাসীদের এই মত নানা সংবাদ পত্রে ব্যক্ত হইয়াছে, ংগ্রেসে ব্যক্ত হইয়াছে, জেনিভায় প্রেরিত গান্ধী ও রবীন্দ্রনাথ-প্রমুখ দেশবাসীদিগের স্বাক্ষরযুক্ত আবেদনে ব্যক্ত হইয়াছে। অথচ ভারত-গবর্ণমেণ্টের নিযুক্ত ক্যাম্বেল নামক একব্যক্তি জেনিভায় লিখাইয়াছে, যে, সে কেবল ভারত-গবর্ণমেণ্টের প্রতিনিধি নহে,ভারতবর্ষের লোকদেরও প্রতিনিধি। নিলঞ্জতা আর কাহাকে বলে ? ভারত-গবর্ণমেণ্ট আমেরিকার প্রস্তাব-অনুসারে আফিং-উৎপাদন হ্রাস করিতে রাজী হইতেছেন না। অথচ রাজস্বসচিব স্তার বেসিল ব্ল্যাকেট বলিতেছেন, গবর্ণমেণ্ট টাকার জন্ত আমেরিকার প্রস্তাবে রাজী