পাতা:প্রবাসী (চতুর্বিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৭৩২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

.৫ম সংখ্যা ] ভারতীয় ব্যবস্থাপক সভায় স্তার হরিসিং গৌড় সমুদয় ভারতবর্ষের জন্য, ধৰ্ম্মীথে প্রদত্ত ও গুস্ত সম্পত্তির সদ্ব্যবহার যাহাতে হয়, তন্নিমিত্ত একটি বিল পেশ করিয়াছেন । এরূপ আইন হওয়া বাঞ্ছনীয়। তারকেশ্বর লইয়া কত হুজুক ও কত অর্থনাশ হইল, চিত্তরঞ্জন দাশ উহার সংস্কারের জন্য প্রাণ দিবেন বলিলেন ; কিন্তু ফুল কি হইয়াছে ? শক্ত আইন না হইলে মহন্তদের কদাচার ও অত্যাচার দূর হইবে না। ইংলণ্ড ও নেপাল । বিলাতের রাজকীয় ভৌগোলিকসভার এক অধিবেশনে মেজর নর্থ নামক এক ব্যক্তি নেপালের গুখাদের ক্রমবৰ্দ্ধনশীল বিদেশ যাত্রার ইচ্ছার উল্লেখ করিয়া বলেন, ইহাতে এই ক্ষুদ্র সাহসী জাতীর ভবিষ্কং মঙ্গল ও সমৃদ্ধির ব্যাঘাত হুইবে ; অতএব শীঘ্র এই ইচ্ছা কমাইবার ও নষ্ট করিবার ব্যবস্থা করা উচিত । গুথরি বিদেশ গেলে তাহাদের চোখ ফুটিবে, এবং তাহার কয়েকটা টাকার জন্য আর ইংরেজদের হাতের তলোয়ারের মত থাকিয়া তাহাদের আদেশ পালনে সম্মত হইবে না, মেজর বাহাদুরের সম্ভবত এই ভয় হইয়াছে। কিন্তু সত্য কথাটা না বলিয়া তিনি গুগাদের কল্যাণকামী সাজিয়াছেন । আমেরিকার ও ইংলণ্ডের রণতরী আমেরিকা প্রশান্ত মহাসাগরে নিজের সমুদয় রণতরীর দ্বারা যুদ্ধ কৌশল দেখাইবেন। উদ্দেশ্য বোধ হয় নিজের সামুদ্রিক শক্তি দেখান। জাপান ইহাতে আপত্তি করিয়াছেন । ইংলণ্ডের সিঙ্গাপুরে রণতরীর আডডা করিবার কল্পনা শ্রমিক গবর্ণমেণ্ট ত্যাগ করিয়াছিলেন, রক্ষণশীল গবৰ্ণমেণ্ট তাহা কাৰ্য্যে পরিণত করিবেন। তা ছাড়া ইংলণ্ডের চীন, অষ্ট্রেলিয়া ও ভারতীয় রণতরী বিভাগগুলির সেনাপতিদের একটা মন্ত্রণাসভা শীঘ্রই সিঙ্গাপুরে বসিবে। বিবিধ প্রসঙ্গ—সাম্প্রদায়িক ভাগাভাগি ও ঈর্ষা ፃ >> অতএব পৃথিবীতে খৃষ্টীয় জাতি সকলের দ্বারা প্রতিষ্ঠিত শাস্তিময় স্বৰ্গরাজ্যের আরম্ভ হইতে আর বিলম্ব নাই । টাটার লোহা ইস্পাত কারখানা টাটার লোহা ইস্পাত কারখানায় গবর্ণমেণ্ট এক বৎসরে পঞ্চাশ লক্ষ টাকা দিবেন । তা ছাড়া রক্ষণ শুল্ক ত আছেই। এই কারখানা স্থায়ী হউক, ইহা আমরা চাই। কিন্তু টাকা দিবে ভারতবর্ষ ও তাহার ফল ভোগ করিঞ্জ প্রধানতঃ উইণর অংশীদারেরা ও বিদেশী মোট মাহিনার চাকরেরা, ইহা আমরা চাই না । ইহার এমন কোন কাজ নাই, যাহা ভারতীয়ের করিতে পাfরবেন । স্বতরাং শীঘ্র শীঘ্র ইহার সব কাজ ভারতীয়দের দ্বারা করাইবার ব্যবস্থা হওয়া উচিত, এবং ইহার শ্রমিক ও কারিগরদিগের সমিতির ন্যায় সঙ্গত সমুদয় দাবী গ্রাহ হওয়া উচিত । কুষ্ঠের প্রতিকার । কুষ্ঠ ব্যাধির প্রতিকারের জন্য প্রিন্স অব ওয়েলস, বড়লাট প্রভৃতি টাকা তুলিবার জন্য চেষ্টা করিতেছেন। আমরা এই চেষ্টার সম্পূর্ণ সমর্থন করি । সাম্প্রদায়িক ভাগাভাগি ও ঈর্ষ। পাঞ্জাবের শাসনকৰ্ত্তা স্যার ম্যালকম্ হেলী সাম্প্রদায়িক ভাগাভাগি ও ঈর্ষা-সম্বন্ধে কয়েকটি খুব ভাল কথা বলিয়াছেন । Both Hindus and Mahomotlans have complained to me of inadequate representation in your local lodies. They cannot both be right. I beg of you to give loss thought to these things and to bend yourselves to the task of improving your own communities within their own sphere, for the real solution of communal disserences lies rather in bringing each community to a level with its neighbours in point of intellectual and material advance than in attempts to obtain political advantages for one section of the public over another. That is a word of friendly warning to all. It is no benel