পাতা:প্রবাসী (চতুর্বিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৭৩৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৭১২

প্রবাসী—ফান্তন, ১৩৩১ [ ২৪শ ভাগ, ২য় খণ্ড । to the administration of this country to see the great communities disunited. Our object (and it should be yours also) is to see a common and harmonious udvance throughout the province benefiting all communities alike and working to its general betterment without distinction of sect on creed.” : অর্থাৎ—হিন-মুসলমান উভয় সম্প্রদায়ের লোকই আমার কাছে স্থানীয় সমিতিগুলিতে নিৰ্ব্বাচনের স্বল্পতা-সম্বন্ধে অভিযোগ করিয়াছেন। छैडग्न मन्थनांtग्नब्र पञष्टिरषl१३ रुथांचf झईष्ठ wiicद्र नl । श्रांभि पञां°नांप्मब्र কাছে অমুনয় করিতেছি, এসব বিষয়ে আপনার একটু কম মনোযোগ দিয়া স্ব-স্ব সম্প্রদায়ের গষ্ঠীর মধ্যে উন্নতি-সাধনের কাজে লাগুন। কারণ এইসব, সাম্প্রদায়িক বিরোধের মীমাংসা করিতে হইলে একের উপর অস্তে রাজনীতিক সুবিধা লাভ করিবার চেষ্টা না করিয়া প্রত্যেক সম্পদাককে প্রতিবেশী সম্প্রদায়ের সহিত মানসিক ও আর্গিক উন্নতিতে সমতা লাভ করিতে চেষ্টা করা অবস্থ্যক । এ-কথা আমি সকল সম্প্রদায়কেই বন্ধুভাবেই বলিতেছি। দেশের বৃহৎ সম্প্রদায়গুলি পরস্পর বিচ্ছিন্ন হইলে রাজকাৰ্য্য-চালনে সুবিধা হয় না। আমাদের যেমন উদেখ, আপনাদেরও তেমূলি উদ্দেশু হওয়া উচিত, যে যাহাতে প্রদেশের সর্বত্র নিৰ্ব্বিরোধে সৰ্ব্বসাধারণের উন্নতি হয়, ও তাঁহাতে সকল সম্প্রদায়ই উন্নতি লাভ করিয়া জাতিধৰ্ম্মনিৰ্ব্বিশেষে সমগ্র প্রদেশের সাধারণ উন্নতির কাজে ব্যাপৃত থাকে। যক্ষ-রোগের ব্যাপ্তি ও প্রতিকার বাংলা দেশে যক্ষ্মা-রোগ খুব বাড়িয়া চলিতেছে । ইহার প্রতিকারার্থ কলিকাতার অনেক খ্যাতনাম ডাক্তার একটি স্বাস্থ্য-নিবাস ও চিকিৎসালয়ে প্রতিষ্ঠার্থ অর্থসংগ্রহের চেষ্টা করিতেছেন। ইহার একান্ত প্রয়োজন হইয়াছে। আশা করি ইহঁারা সৰ্ব্বসাধারণের সাহায্য প্রচুর পরিমাণে পাইবেন। এই বিষয়ে সকল কথা জানিতে হইলে ডাঃ কুমুদশঙ্কর রায়কে ৪৪ ইয়োরোপীয়ান অ্যাসাইলাম লেন, কলিকাতায় পত্র লিখিতে হইবে। Brem শ্ৰীমতী সরোজনলিনী দত্ত গত ১৯শে জানুয়ারী শ্ৰীমতী সরোজনলিনী দত্ত পরলোকে গমন করিয়াছেন । শ্ৰীমতী সরোজনলিনী— শ্ৰীযুক্ত গুরুসদয় দত্ত মহাশয়ের পত্নী। ইনি বাকুড়া ও বীরভূমে অবস্থানকালে নানা-প্রকার জনহিতকর কার্য্য করিয়াছিলেন এবং তৎপরে কলিকাতায় আগমনের পরেও নারীশিক্ষা-সমিতি ক্যালকাটা লীগ অব উইমেন ওয়ার্কাস বেবি উইক প্রভৃতি বহু অনুষ্ঠানের সহিত যুক্ত ছিলেন । পর্দানসীন মহিলাদের মধ্যে শিক্ষা ও শিল্প প্রচারের জন্য শ্ৰীমতী সরোজনলিনী অনেক চেষ্টা করিয়াছেন। শিশু-মঙ্গল, হাসপাতাল-স্থাপন ধাত্রীদিগকে আধুনিক শিক্ষাদান ইত্যাদি নানান প্রচেষ্টার মধ্যেই ইহাকে বিশেষ করিয়া দেখা গিয়াছে । ইহার মৃত্যুতে ংলাদেশ একজন যথার্থ কৰ্ম্মী হারাইল । শ্ৰীযুক্ত গুরুসদয় দত্ত মহাশয়কে এই দারুণ শোকে আমরা সহানুভূতি জানাইতেছি । তাহার পত্নীর মৃত্যুতে বাংলার বহুস্থলে শোকের ছায়া পড়িয়াছে। কাৰ্য্যক্ষেত্রের বাহিরে বন্ধুভাবে যাহারা শ্ৰীমতী সরোজনলিনীকে দেখিয়াছেন, তাহারা বিশেষ করিয়া এই গুণবতী সহৃদয় মহিলার মৃত্যুতে শোক অনুভব করিতেছেন। অকালে ইহাকে হারাইয়া দেশ ক্ষতিগ্রস্ত হইল । ৯১. আপার সাকুলার রোড, কলিকাতা, প্রবাসী গ্রেসে ঐ অবিনাশচন্দ্র সরকার কর্তৃক মুদ্রিত ও প্রকাশিত