পাতা:প্রবাসী (চতুর্বিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৭৩৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ԳՏ8 - প্রবাসী—চৈত্র, ১৩৩১ [ ২৪শ ভাগ, ২য় খণ্ড

  • -*-*----------------------------------------------

সমুদ্রে আমার তরী ; আসিয়াছি ছিন্ন করি’ তীরের আশ্রয়। ঝড় বন্ধু তাই কানে মাঙ্গল্যের মন্ত্র আনে— “छग्न, छग्न, छग्न * আমি যে সে প্ৰচণ্ডেরে করেছি বিশ্বাস,— তরীর পালে সে যে রে রুদ্রের নিঃশ্বাস । বলে সে বক্ষের কাছে,— “আছে আছে, পার আছে, সন্দেহ-বন্ধন ছিড়ি’ লহ পরিচয়।” বলে ঝড় অবিশ্রাস্ত— “তুমি পান্থ, আমি পান্থ, জয়, জয়, জয় ॥* বলেছিলি মাথা খুড়ে',— “এ দেখি প্রলয় ।” ঝড় বলে, “ভয় নাই, যাহা দিতে পারে, তাই রয়, রয়, রয়।” চলেছি সম্মুখ-পানে চাহিব না পিছু । ভাসিল বন্যার টানে ছিল যত কিছু। রাখি যাহা, তাই বোঝা, তা’রে খোওয়া, তা’রে খোজা, নিত্যই গণনা তা’রে, তা’fর নিত্য ক্ষয় । , ঝড় বলে, “এ তরঙ্গে যাহা ফেলে দাও রঙ্গে রয়, রয়, রয় ॥*