পাতা:প্রবাসী (চতুর্বিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৭৩৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

. ৬ষ্ঠ সংখ্যা বড় ৭১৫ २● चटप्लेगवब्र, s०२s, feबांब ७सिन् এ মোর যাত্রীর বঁাশি ঝঙ্কার উদাম হাসি নিয়ে গাথে স্বর— বলে সে, “বাসনা অন্ধ, নিশ্চল শৃঙ্খল-বন্ধ দূর, দূর, দুর ” গাহে পশ্চাতের কীৰ্ত্তি, সম্মুখের আশা, তা’র মধ্যে ফেঁদে ভিত্তি বাধিসনে বাসা নে তোর মৃদঙ্গে শিখে তরঙ্গের ছন্দটিকে, বৈরাগীর নৃত্যভঙ্গী চঞ্চল সিন্ধুর। যত লোভ, যত শঙ্কা, দাসত্বের জয়-ডস্কা দূর, দুর, দূর ॥” এস গো ধ্বংসের নাড়া, পথ-ভোলা, ঘর-ছাড়া, এস গো হজ্জয় । ঝাপটি মৃত্যুর ডানা শূন্যে দিয়ে যাও হান— “নয়, নয়, নয় ।” আবেশের রসে মত্ত আরাম-শয্যায় বিজড়িত যে-জড়ত্ব মজ্জায় মজ্জায়,— কাপণ্যের বন্ধ দ্বারে, সংগ্রহের অন্ধকারে যে আত্ম-সঙ্কোচ নিত্য গুপ্ত হ’য়ে রয়, হানে তা’রে, হে নিঃশঙ্ক, ঘোষুক তোমার শঙ্খ— “নয়, নয়, নয়।”

  • -o- শ্ৰী রবীন্দ্রনাথ ঠাকুর