পাতা:প্রবাসী (চতুর্বিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৭৪৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আলেখ্যরচনায় কৃতিত্ব সুরেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় পাশ্চাত্য আর্ট, রূপপ্রধান, প্রাচ্য আর্ট ভাবপ্রধান, কিন্তু প্রাচ্য বা পাশ্চাত্য সকল শ্রেষ্ট আর্টেই ভাব ও রূপের রূপ পেতে চায় ভাবের মাঝারে ছাড়া সমন্বয় দেখিতে পাই । সাহিত্যই বলুন, কাব্যই বলুন, অসীম সে চাহে সীমার নিবিড় সঙ্গ, ভাস্কৰ্য্যই বলুন, আর চিত্ররচনাই বলুন, সকল ক্ষেত্রেই সীমা চায় হ’ভে অসীমের মাঝে হারা।" এই কথা খাটে । ছবি ও portrait বা আলেখ্য দুটি স্বতন্ত্র জিনিস, “ভাব পেতে চায় রূপের মাঝারে অঙ্গ,