পাতা:প্রবাসী (চতুর্বিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৭৭৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

* নারী ঐ সজনীকান্ত দাস স্তন্ধ সাধনার মূৰ্ত্তি, অবরুদ্ধ গতির প্রবাহ, - - নিঃশব্দ স্পন্দন হেরিতেছি,নেত্ৰে তব, হে বিনম্র কল্যাণী রমণী ? - ংসার বন্ধন— তন্তুজালে দৃঢ় করে বেঁধেছে তোমায় দেশে-দেশে যুগ যুগ ধরি ; তুমি অকম্পিত বুকে স্থিতহাস্ত চৌদিকে বিস্তারি’ রাখিয়াছ ভরি, বেদনা-বিশীর্ণ এই সংসার অঙ্গন চিরকাল হাস্যে লাস্যে তব ; হৃদয়ের ব্যথা নিয়ে ঢালিতেছ করুণার ধারা,

  • আনন্দ বিভব নিত্য নব নব । এই নিরানন্দ সংসার-মরুতে

মরুশ্ৰেণত-সম ; নিজেরে জালায়ে আছ স্নিগ্ধালোকে উজলিত করি, ংসার নিৰ্ম্মম | গুপ্ত করি আপনারে, লুপ্ত করি শিক্ষা দীক্ষা যত ক্ষোভ অভিমান প্রচ্ছন্ন বেদন বুকে, শান্ত স্নিগ্ধ সম্মিত বয়ানে করিতেছ দান তিলে-তিলে পলে-পলে হৃদয়ের সর্বস্ব আপন অতৃপ্ত পুরুষে ; ক্ষুব্ধ সস্তাপিত মনে ফিরিয়াও নাহি দেখ তুমি কে লইল শুষে জীবনের শান্তি-স্বধা-ধারা ! কে হরিল বক্ষ হ’তে নারীত্ব তোমার ! আপনি সংসার বাধি, নিঃশেষে বিলায়ে আপনারে কত বার-বার ; রূঢ় পুরুষেরে করে মৌন স্নেহ ক্ষমা প্রতিদিন স্নিগ্ধ আঁখি তুলে ; নিঃস্ব ভিখারীর লাগি অন্নপূর্ণ অল্পের ভাণ্ডার’ 姆 রাখিয়াছ খুলে’ ৷ ప్రి==N9 ক্লান্ত হিয়া ক্ষুব্ধ বুকে দিবসের কৰ্ম্ম গ্লানি হতে আসে যবে ফিরে’— আপনার ব্যগ্রবাহ প্রেমাবেশে করিয়া বিস্তার রাখো তা’রে ঘিরে’, মুছি দাও ললাটের স্বেদজল, হৃদি-অবসাদ করে তা’র দূর, ভোগদ্রব্য সম রাখি আপনারে সম্মুখে সাজায়ে দাও করি চুর গৌরব সে আপনার । জননীর স্নেহে, ভগিনীর আনন-সম্ভাgষ হাস্যে লাস্যে বচন-বিন্যাসে রাখে মুগ্ধ করি তা’রে প্রেম পরিহাসে । স্রোতস্বিনী-সম তুমি অস্তরের পিতৃগৃহ ছাড়ি', প্রাবিয়া ধরায় চলেছ যে নিরুদ্দেশ, কোন পরিচিতের সন্ধানে কোন অসহায় কোথা পড়ে’ কাদে তোমা লাগি । পথে-পথে যুগে-যুগে সৰ্ব্ব দেশে-দেশে সেই একই ইতিহাস ; ভাসায়ে চলেছ দুই কুল ; বহু ভালোবেসে সিক্ত করি রৌদ্রদগ্ধ ভূমি ; শুশমলিয়া এ ধূসর বিশুষ্ক ধরারে উল্লাসে নাচিয়া চলো গভীর অতল তলে রাখি গুপ্ত আপনারে নিঃশব্দ-স্পন্দনে । স্বেচ্ছায় বন্ধন নিলে আপনার দেহ পরে তুলে, শাস্তির কণ্টক যত নিঃশেষে মস্তকে রাখে। ধরি’ পুরুষের ভুলে । নীলকণ্ঠ-সম সংসারের আবিলতা-বিযে, হ’ল তব কণ্ঠ নীল ; করুণায় শূন্যতারে রাখিয়াছ ভরি’—পূর্ণ আজি অনন্ত নিখিল