পাতা:প্রবাসী (চতুর্বিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৮০২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আকন্দ ( ভূমিকা ) সন্ধ্য। আলোর সোনার খেয়া পাড়ি যখন দিল গগনপারে অকুল অন্ধকারে, ছমছমিয়ে এল রাতি ভুবনডাঙার মাঠে, একূল। আমি গোয়ালপাড়ার বাটে । নতুন-ফোটা গানের কুঁড়ি দেব বলে’ দিমুর হাতে আনি মনে নিয়ে সুরের গুনগুনানি চলেছিলেম, এমন সময় যেন সে কোন পরীর কণ্ঠখানি বাতাসেতে বাজিয়ে দিল বিনা-ভাষার বাণী । বললে আমায়, “দাড়াও ক্ষণেক তরে, ওগো পথিক, তোমার লাগি চেয়ে আছি যুগে যুগান্তরে। আমায় নেবে চিনে’, সেই স্থলগন এল এত দিনে । পথের ধারে দাড়িয়ে আমি, মনে গোপন আশা, কবির ছন্দে বাধ ব আমার ভাষা ।” দেখা হ’ল, চেনা হ’ল, সাঝের আঁধারেতে, বলে’ এলেম, “তোমার আসন কাব্যে দেব পেতে ।” সেই কথা আজ পড়ল মনে হঠাৎ হেথায় এসে, সাগরপারের দেশে। মন-কেমনের হাওয়ারপাকে অনেক স্মৃতি বেড়ায় মনে ঘুরে’, তারি মধ্যে উঠল বেজে মুরে— “ভুলে না গো, ভুলো না এই পথবাসিনীর কথা, আজো আমি দাড়িয়ে আছি, বাসা আমার কোথা ?” তাই ত আমার লিখনখানি রাখিনু এইখানে— বোলে৷ তারে, চোখের দেখা ফুটেচে আজ গানে। अॉकम-दझछ ब्रदि ।