পাতা:প্রবাসী (চতুর্বিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৮০৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

૧૧૭ - প্রবাসী –চৈত্র, ১৩৩১ [ ২৪শ ভাগ, ২য় খণ্ড .( > ) যেদিন প্রথম কবি-গান বসন্তের জাগাল আহবান ছন্দের উৎসব-সভাতলে, সেদিন মালতী যুখী জাতি কৌতুহলে উঠেছিল মাতি', ছুটে এসেছিল দলে দলে । আসিল মল্লিকা চম্পা কুরুবক কাঞ্চন করবী, স্বরের বরণমাল্যে সবারে বরিয়া নিল কবি । কি সঙ্কোচে এলে না যে, সভার হুয়ার হ’ল বন্ধ, সব পিছে রহিলে আকন্দ । ( २ ) মোরে তুমি লজ্জা কর নাই, আমার সম্মান মানি তাই — অামারে সহজে নিলে ডাকি । আপনারে আপনি জানালে ; 4. উপেক্ষার ছায়ার আড়ালে পরিচয় রাখিলে না ঢাকি । মনে পড়ে একদিন সন্ধ্যাবেলা চলেছিকু একা, তুমি বুঝি ভেবেছিলে কি জানি নাপাই পাছে দেখা, অদৃশু লিখনখানি—তোমার করুণ ভীরু গন্ধ— বায়ুভরে পাঠালে আকন্দ । ( ס\ ) হিয়া মোর উঠিল চমকি", পথমাঝে দাড়ামু থমকি, তোমারে খুজিমু চারি ধারে। পল্লবের আবরণ টানি’ আছিলে কাব্যের হয়ে রাণী পথপ্রাস্তে গোপন আঁধারে ।