পাতা:প্রবাসী (চতুর্বিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৮০৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৬ষ্ঠ সংখ্যা | আকর্মী १११ সঙ্গী যারা ছিল ঘিরে তা’র সবে নামগোত্রহীন, কাড়িতে জানে না তা’র পথিকের আঁখি উদাসীন । ভরিল আমার চিত্ত বিস্ময়ের গভীর আনন্দ, চিনিলাম তোমারে তাকন্দ । ( 8 ) দেখা হয় নাই তোমা সনে . প্রাসাদের কুসুম-কাননে জনতার প্রগল ভ অাদরে । নিদ্রাহীন প্রদীপ-আলোকে পড়নি অশান্ত মোর চোখে প্রমোদের মুখর বাসরে । অবজ্ঞার নির্জনতা তোমারে দিয়েছে কাছে আনি’, সন্ধ্যার প্রথম তারা জানে তাহ, আর আমি জানি! ভূতে লেগেছে প্রাণে তোমার নিঃশ্বাস মৃত্যু মন্দ, নম্রহাসি উদাসী আকন্দ । ( & ) আকাশের একবিন্দু নীলে তোমার পরাণ ডুবাইলে, শিখে নিলে আনন্তের ভাষা । বক্ষে তব শুভ্ৰ রেখা একে আপন স্বাক্ষর গেছে রেখে রবির সুদূর ভালোবাসা । দেবতার প্রিয় তুমি, গুপ্ত রাখে। গৌরব তোমার, শান্ত তুমি, তৃপ্ত তুমি, অনাদরে তোমার বিহার । জেনেছি তোমারে, তাই জানাতে রচিমু এই ছন্দ, - মৌমাছির বন্ধু হে আকন্দ ॥ ১৬ ডিসেম্বর ) పెఇ8 ঐ রবীন্দ্রনাথ ঠাকুর চাপাড় মালাল ఫి$=౧