পাতা:প্রবাসী (চতুর্বিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৮১৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৬ষ্ঠ সংখ্যা ] করেন। (৭৪) দক্ষিণ দিকেও সমস্তটার কোনো সীমাচিহ্ন ছিল না। উত্তরাংশের সীমা কতকট এক-প্রকারই আছে। ফরাসী গভর্নর মসিয়ে শেফালিয়ে (Mons. Chowalior) দ্বারা চন্দননগরের চতুষ্পর্শ্বে গড় কাটানোর পর যে পূৰ্ব্ব জাকারের পরিবর্তন হইয়াছে তাহ ১৭৬৭-৬৯ খ্ৰীষ্টাব্দের শেভালিয়ের আদেশে প্রস্তুত নক্স হইতে বেশ স্পষ্ট বুঝা যায়। চন্দননগর হইতে উত্তর পূর্ব দিকে গঙ্গায় নিকট যে স্থানের নাম এক্ষণে বুটিশ চন্দননগর, তাহ বা তাহার যে অংশ তখন ফরাসী অধিকারের মধ্যে ছিল এবং বাহা ১৮৪৩ খৃষ্টাব্দের ইংরাজ ও ফরাসীর সহিত চন্দননগরের সীমা-নিৰ্দ্ধারণ বিষয়ক চুক্তিপত্রে উল্লেখ ও তৎসহিত নক্সার দেখানে নাই,(৭৫)পূৰ্ব্বোঙ্ক নক্স দৃষ্টি তাহা স্পষ্ট বুঝিতে পারা যার (৭৬) ইংরেজ কর্তৃক এই অংশের গড় সমস্ত স্বত্তিকা দ্বারা ভরাট করিয়া (৭৭) দেওয়া সৰে এখনও উহার চিহ্ন কোনো কোনো স্থানে দেখা যায়। কিঙ্করসেনের গড় যেস্থানে আছে উহাকে এখন বৃটিশ চন্দননগর বলে, কিন্তু ইতিহাসে উল্লেখ পাওয়া যায়,তিনি চন্দননগরে গড় কাটাইয়াছিলেন। (৭৮) এই নক্স দৃষ্টে ইহাও স্বীকার করিতে হয়, যে ঐ স্থান গড়ের ভিতরের মধ্যে হইলেও, সৰ্ব্ব প্রথম উহা ফরাসী সীমান্তর্গত ছিল কি ন-সে বিষয়ে সন্দেহ আছে । যে নক্স হইতে পূর্বের সীমা বা আকার-সম্বন্ধে লিখিত হইল, তাহ ১৭৫৭ খৃষ্টাব্দের অর্থাৎ যুদ্ধের পূৰ্ব্বের, এই পৰ্য্যন্ত জানা যায়। কত পূৰ্ব্বেপ্ন তাহা কিছু লেখা নাই। ইহাতে কিছু লেখা না থাকিলেও আলেখ দুর্গ, দুর্গ সীমা, দিনেমারদের দুর্গাকৃতি কুঠি, লালদিঘী, তালডাঙ্গার বাগান, চুচুড়া যাইবার রাস্ত, গরুট যাইবার রাস্ত, উদ্যান, জলাশয় ও নগরে সীমাপ্রান্তে গড় প্রভৃতি স্বম্পষ্ট বুঝা যায়। দু-প্লেসি এখানে যে জমি সংগ্ৰহ করিয়াছিলেন বা মুসলমান নবাবের নিকট হইতে প্রাপ্ত যে ৬• বিঘা জমির কথা একটা শুনিয়া আস যাইতেছে, সেই প্রথম ফরাসী অধিকৃত জমিখণ্ড কোথায় বা কোনুটি তাহার কোনো উল্লেখ পাওয়া যায় না বা তাহার কথা কেহ বলিতে পারেন না । ইহার বিষয় উল্লিখিত কোনো চিহ্ন বা পরিচয় কোনো দলিলেও পাওয়া যায় নাই ৷ পণ্ডিচারার দপ্তরে একখণ্ড ৬১ বিঘা জমির কথা নবাব ইব্রাহিম থার ১৬৯৭ খৃষ্টাব্দের ২৯শে মের পরওয়ানীয় পাওয়া যায় মাত্র। করদিয়ের (Cordier) নোটে যে ৬- বিধ জমির কথা লেখা আছে উহ সম্ভবতঃ উক্ত জমি । ৭৯) অনুমানের উপর নির্ভর করিয়া অনেকে দুর্গ ও কুঠি প্রভূতি যে স্থানে ছিল সেই স্থানের কথাই বলিয়া থাকেন। তাহার প্রমাণ কিছু পাওয়া যায় না, তাহা সত্য নহে । ঐতিহাসিক হিল বলেন অষ্টাদশ শতাব্দীর চন্দননগরের নক্স অত্যন্তু সুপ্রাপ্য, দুই তিনখানি মাত্র প্যারিতে অাছে। সপ্তদশ শতাব্দীর কোন নক্স আছে বলিয়া তিনি জানেন না। প্যারিতে পরবর্তী সময়ের যে নক্স আছে তাহাতে প্রথম খরিদ জমির কোনো নির্দেশ করা আছে কি না বলা (৭৪) পশুিচারী রেকর্ড । (**) Aitchisons'Treaties, Engagements and Sanads Vol. II. (৭৬) রেনেল [Ronnal] ও জেসেফের মানচিত্রের অনেক পূৰ্ব্বে ইহা প্রস্তুত হইয়াছে। (**) Chandamagor Calcutta Review 1918. (৭৮) বাঙ্গালীর ইতিহাস—কালীপ্রসন্ন বঙ্গোপাধ্যায় । (৭৯) পণ্ডিচারীর অপ্রকাশিত রেকর্ড । চন্দননগরের আদি পরিচয় ও বঙ্গে ফরাসীদের আদিস্থান নির্ণয় A سbہ =് शाब्र नl । जांभि जड़ेॉम* न७ांकौब्र cय छूश्थानि विडिघ्र नम्नां नर्3श् করিতে পারিয়াছি, তাছার প্রথমখানি অষ্টাদশ শতাব্দীর প্রথমাংশের বা আরও পূর্কের হওয়া বিচিত্র নছে। তাহতেও পূৰ্ব্বোক্ত জমি কোনটি পুরাতন ডাচ গার্ডেনের মধ্যস্থিত সমাধি মন্দির তাহার উল্লেখ বা বিশেষভাবে চিহ্নিত করা নাই। যুদ্ধের পর চন্দননগর ইংরেজাধিকারে আসায়, উহ। তাছাদের দ্বার ধ্বংসের পর এরূপ বিকৃত হইয়া গিয়াছে যে, পূৰ্ব্বেকার নক্স দৃষ্টে প্রাচীন ভূ-সীমাসকলও অনেক ক্ষেত্রে ঠিক-মত নির্ণয় করা এখন দুঃসাধ্য । (৮১) যে ফরাসীদের সাহস ও বিক্রম তাহীদের প্রথম এদেশে আগমনের পর লোকের বিস্ময়োৎপাদন করিয়াছিল, সেই ফরাসীদের যে বঙ্গীয় উপনিবেশে বসিয়া একদিন ছুপ্লে ভারতে ফরাসী সাম্রাজ্য স্থাপনের কল্পনা করিয়াছিলেন । (৮২) সেই স্থানের কোনো নির্দিষ্ট ভূমিখণ্ড প্রথম ফরাসী কোম্পানি অধিকার করিয়াছিলেন । চন্দননগর আজিও সেই ফরাসী প্রজাতন্ত্রের অধীনে থাকিলেও তাঁহাঁর বিষয় কেহই জ্ঞাত নহেন । এসম্বন্ধে কিছুদিন যাবৎ গবেষণা দ্বারা আমি যে সিদ্ধান্তে উপনীত হইয়াছি তাহা লিপিত হইতেছে । কতদূর অভ্রান্ত তাহ পাঠকগণ বিচার করিবেন। (**) Three Frenchmen in Bengal. (v*) Notes on the Right Bank of the Hooghly, Thọ Calcutta Review 1845.